সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সাত ইঞ্চি মাপের ট্যাব ( জোলো ট্যাবলেট ) তৈরির দাবি করেছে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা জোলো। ‘জোলো প্লে টেগরা নোট’ নামের এ ট্যাবলেটটিতে রয়েছে এনভিডিয়ার তৈরি টেগরা ৪ প্রসেসর। অ্যান্ড্রয়েড ৪.২.২ নির্ভর জোলো প্লে ট্যাবটি শুধু ওয়াই-ফাই মডেলে পাওয়া যাবে। ট্যাবটি অ্যান্ড্রয়েডের কিটক্যাট সংস্করণ সমর্থন করবে। সাত ইঞ্চি মাপের ট্যাবটিতে রয়েছে এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজের টেগরা ৪ প্রসেসর, ৭২-কোর জিফোর্স জিপিইউ ও কোয়াড কোর কর্টেক্স-এ১৫সিপিইউ। জোলোর তিনটি মডেল বর্তমানে বাজারে আছে। একটি জোলো ট্যাবলেট, জোলো প্লে এবং জোলো প্লে টেগরা নোট।
এক গিগাবাইট র্যাম, ১৬গিগাবাইট স্টোরেজ সুবিধার এ ট্যাবলেটটি পারফর্মেন্সের বিচারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের স্মার্টফোনকেও হারাতে পারে বলেই জানিয়েছে জলো। ট্যাবটির পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা রয়েছে। ৩২০ গ্রাম ওজনের ট্যাবটিতে ১০ ঘণ্টা চার্জ থাকে। জলো কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের বাজারে এ ট্যাবটি ১৭ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে। তবে বাংলাদেশে এসে দাম কতো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Specification | Details |
---|---|
General | 2G Network : GSM 850 / 900 / 1800 / 1900 3G Network : HSDPA 2100 SIM : Yes Announced : 2013, September Status : Available. Released 2013, September |
Body | Dimensions : 214.2 x 154.9 x 11.3 mm (8.43 x 6.10 x 0.44 in) Weight : 480 g (1.06 lb) |
Display | Type : IPS LCD capacitive touchscreen, 16M colors Size : 768 x 1024 pixels, 8.0 inches (~160 ppi pixel density) Multitouch : Yes |
Sound | Alert types : Vibration, MP3 ringtones Loudspeaker : Yes 3.5mm jack : Yes |
Memory | Card slot : microSD, up to 64 GB Internal : 4 GB, 1 GB RAM |
Data | GPRS:Yes EDGE:Yes Speed:HSDPA, 7.6 Mbps; HSUPA, 5.76 Mbps WLAN:Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi hotspot Bluetooth:Yes, v3.0 Infrared port:Yes USB:Yes,microUSB v2.0 |
Camera | Primary:2 MP, 1600x1200 pixels Video:Yes Secondary:Yes, VGA |
Features | OS:Android OS, v4.1 (Jelly Bean) Chipset:Qualcomm MSM8225Q Snapdragon CPU:Quad-core 1.2 GHz Cortex-A5 GPU:Adreno 203 Sensors:Accelerometer Messaging:SMS(threaded view), MMS, Email, Push Email, IM Browser:HTML5 Radio:FM radio GPS:Yes, with A-GPS support Java:Yes, via Java MIDP emulator Colors:White - SNS integration - MP4/H.264/H.263 player - MP3/WAV/eAAC+ player - Organizer - Image/video editor - Document viewer - Google Search, Maps, Gmail, -YouTube, Calendar, Google Talk, Picasa - Voice memo/dial - Predictive text input |
Battery | Non-removable:Li-Ion 4000 mAh battery Stand-by:Up to 360 h (2G) / Up to 360 h (3G) Talk time:Up to 16 h (2G) / Up to 12 h (3G |
আরো নানারকম ট্যাবলেট রিভিউ পেতে চাইলে ঘুরে আসুন আমার ড্রয়েড থেকে।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074