ওয়াল্টন ইদানিং যে হারে মোবাইল সেট বাহির করতেছে এতে করে দেশে এন্ডয়েড মোবাইলে ভইরা যাবে , একে একে তারা প্রিমো আর, এক্স, এফ, জি , এইচ, এন, আর এক্স, এন এক্স, ই, ডি, ইত্যাদি মডেলের সেট বাজারে এনেছে , দেখা যাবে যে কয়দিন পরে সব ইংরেজি অক্ষরের মডেলের ফোন বাজারে নিয়ে আসছে, যাই হোক না কেন এটা তাদের ব্যাপার , তারা ইংরেজি অক্ষর বাদ দিয়ে তারা যদি অ , আ, ক, খ মডেলের ফোন নিয়ে আসে তাতে কাহারো কোণ সমস্যা নাই। যাই হোক না কেন এবার তারা নিয়ে আসলো প্রিমো সিরিজের আর একটা ফোন প্রিমো গার্ল ফ্রেন্ড বা সংক্ষেপে Primo GF. আসুন দেখে নেই কি কি থাকছে এই ভার্চুয়াল গার্ল ফ্রেন্ড এর ভিতরে
এর ফোনটা কার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানান ।
সূত্র - মোবাইল বাজার
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vlo likcen…….