এক্সপেরিয়া সিরিজে নতুন একটি স্মার্টফোন এক্সপেরিয়া জেড১এস বাজারে আনছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা সনি। ‘এক্সপেরিয়া জেড১এস’ নামের ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি হবে এক্সপেরিয়া জেড১ এর পরবর্তী সংস্করণ। স্মার্টফোনটিতে থাকছে ২১ মেগাপিক্সেলের ক্যামেরা ও ডিজিটাল জুম সুবিধা।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা ছবি তুলতে পছন্দ করেন তাঁদের কথা মাথায় রেখে ২১ মেগাপিক্সেল ক্যামেরার একটি স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে। এই স্মার্টফোনটি গভীর পানিতে দীর্ঘক্ষণ রাখা যাবে এবং পানির নীচে সহজে ছবি তোলার সুবিধাও থাকবে। বৃষ্টিতে ভিজে বা পানির মধ্যেও যাঁরা ছবি তুলতে পছন্দ করেন তাঁদের জন্য এই স্মার্টফোনটি আদর্শ হতে পারে।এক্সপেরিয়া জেড স্মার্টফোনটির ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার সঙ্গে জেড১এস মডেলটির বিশেষ পার্থক্য হচ্ছে এর পানি রোধী ক্ষমতা ও পানির নীচে ছবি তোলার বাড়তি সুবিধা। এ ছাড়াও এতে ক্যামেরার সুবিধার্থে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকছে।আসুন দেখে নেওয়া যাক ক্যামেরার ফিচার গুলো :
দেখে নেওয়া যাক অন্যান্য ফিচার গুলো
যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাসের শেষ নাগাদ এই স্মার্টফোনটি পাওয়া যাবে ৫২৮ মার্কিন ডলারে। লাস ভেগাসে শুরু হওয়া কনজুমার ইলেকট্রনিকস শো উপলক্ষে এই স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে সনি। অ্যান্ড্রয়েডনির্ভর এই স্মার্টফোনটিতে কোয়ালকমের কোয়াড কোরের প্রসেসর থাকবে।
Features | Specifications |
---|---|
Operating system | Google™ Android™ 4.3 (Jelly Bean) |
Processor | 2.2 GHz Qualcomm MSM8974 Quad Core |
GPU | Adreno 330 |
Weight | 162 grams |
Size | 145.7 x 73.9 x 8.55 mm |
Available colours | Black |
SIM card | micro SIM |
Resolution | 1920x1080 pixels |
Size (diagonal) | 5.0 inches |
Text input | On-screen QWERTY keyboard |
Touch screen | Capacitive |
Touch gesture | Yes – multi-touch, up to 10 fingers supported |
RAM | 2 GB |
Flash memory | Up to 32 GB* |
Expansion slot | microSD™ card, up to 64 GB (SDXC supported) |
Camera resolution | 20.7 MP |
Digital zoom | 8x |
Video recording | Yes – HD 1080p |
Front Camera | Yes – HD 1080p for video chat and 2 MP for camera capture |
Networks C6916 | UMTS HSPA+ 850 (Band V), 9 00 (Band VIII), 1700 (Band IV), 1900 (Band II), 2100 (Band I) MHz GSM GPRS/EDGE 850, 900, 1800, 1900 MHz LTE (Bands 4, 17) |
Talk time (GSM) | Up to 15 hours* |
Standby time (GSM) | Up to 600 hours* |
Music listening time | Up to 40 hours* |
Battery (Embedded) | 3000 mAh minimum |
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074