Super Beam হল ওয়াই ফাই রিডাইরেক্ট শেয়ারিং এনড্রয়েড অ্যাপস । এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সাথে সুপার গতিতে যেকোন মিডিয়া ফাইল , ফোল্ডার , অ্যাপস ট্রানাস্ফার/শেয়ার করতে পারবেন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে । super beam এ আপনি তিন ভাবে ফাইলে এক- NFC, দুই- QR CODE, তিন- WIFI CONNECT ।আগে বলে রাখি যে ফাইল ট্রানাস্ফার/শেয়ার করতে উভয় ডিভাইস এ super beam লাগবে । এর মাধ্যমে পিসি বা ল্যাপটপে ও ফাইল ট্রানাস্ফার/শেয়ার করতে পারবেন । এখন আসা যাক মুল কথায়, কিভাবে অ্যাপসটি ব্যাবহার করবেন ?
প্রথমে অ্যাপসটি ডাউনলোড করুন এখান থেকে
এনড্রয়েড মোবাইল এ ইন্সটল করুন , অ্যাপসটি ওপেন করুন ।
কি ধরনের ফাইল ট্রানাস্ফার/শেয়ার করবেন send menu তে দেওয়া আছে ।যেমন files and folder , audio and music , photos , videos । এগুলোর যেকোন একটাতে ঢুকে আপনিার পছন্দের ফাইল সিলেক্ট করে, উপরে ডান পাশে কোনায় সেন্ড বাটন এ ক্লিক করুন , দেখবেন যে একটি QR CODE create হয়ে গেছে , এথন যে মোবাইলটি এ ফাইল নিতে চাইবে তার super beam open করে Receive এ QR CODE সিলেক্ট করে কোডটি scan করলে ফাইলটি চলে যাবে ম্যাজিক এর মত ।
Super beam দ্বারা সরাসরি আপনি আপনার মোবাইলেরে যেকোন অ্যাপস শেয়ার করতে পারবেন না সে জন্য অ্যাপসটি ডাউনলোড করে নিন । অ্যাপসটি বোনাস আপনাদের জন্য ।
সবার এই টিউনটি কেমন লাগছে কমেন্ট করে জনাবেন । বাংলাদেশী টরেন্ট সার্চ ইঞ্জিন পাই টরেন্ট । যোগদান করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে - [ পাই টরেন্ট ]
আমি MSH28। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm Web devoloper , designer and sever expert . hobby to create different sites and maintain it . thats for i learn something day by day my new work is discuss time forum . Find your discuss http://www.discusstime.com . if you have time to your hand , visit my site...
এন্ড্রয়েড টু ল্যাপটপ ট্রান্সপার কিভাবে করবো?