অ্যান্ডয়েড কিটক্যাট ৪.৪ এ নতুন কি আছে?
অ্যান্ডয়েড ৪.৪ কিটক্যাট- গুগলের মতে “Beautiful & Immersive”। চলুন জেনে নেই এর উল্লেখযোগ্য কিছু ফিচার।
১. অসংখ্য হোম স্কীন প্যানেল : তোমার কি দরকার তোমার হোম স্কীনে অসংখ্য অ্যাপস শর্টকাট , ফোল্ডার , উইজেট থাকুক । তাহলে দেরী কেন তোমার জন্যই কিটক্যাট ভার্সন।
২. নতুন এই ফিচারে থাকছে ফুল-স্ক্রিন অ্যাপ ব্যবহারের সুবিধা। বিশেষ করে বর্তমানের ৫ ইঞ্চি স্মার্টফোনগুলোতে নেভিগেশন বারের বাটনগুলো স্ক্রিনের উল্লেখযোগ্য অংশ দখল করে রাখে। এটি অনেকের জন্য সমস্যার সৃষ্টি করে। এই সমস্যা থেকে মুক্তির জন্য ফুল স্ক্রিন সুবিধা যোগ করা হয়েছে। ফলে কোন ইবুক বা অ্যাপ বা গেমস খেলার সময় নেভিগেশন বারকে সহজে সরিয়ে ফুল-স্ক্রিনে ডিভাইস ব্যবহার করা সম্ভব। এজন্য স্ক্রিনের উপরের বা নিচে সোয়াইপ করে ফুল-স্ক্রিন মুড অন করা যাবে।
৩. কিটক্যাট ৪.৪ এ থাকছে ভয়েস কন্টোলের মাধ্যমে হোম স্ক্রিন থেকেই ডিভাইস নিয়ন্ত্রণ করার সুবিধা। স্ক্রিনে টাচ না করেই শুধুমাত্র “Ok Google” বললেই চালু করা যাবে ভয়েস সার্চ, টেক্সট ম্যাসেজিং, ম্যাপ ডিরেকশন, গান শোনা, আবহাওয়ার তথ্য সহ আরো অনেক সুবিধা
৪. কিটক্যাট ভার্সন তোমাকে দিচ্ছে কুইক অফিস অ্যাপস যেটি মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডকুমেন্টকে সাথে নিয়ে প্রেজেন্টেশন করা , ডকুমেন্ট এডিট ইত্যাদি সুবিধা ।
৫.তোমার এসএমএস , এমএমএস , ভিডিও কল ইত্যাদি একই স্থানে রাখতে চাও কিটক্যাট তোমাকে দিচ্ছে সেই সুবিধা যেটা তোমাকে একই স্থানে রাখতে সাহায্য করবে
৬. কিটক্যাট ভার্সনে রয়েছে বিভিন্ন ইমো মেনু যেটি তুমি মেসেজিং ও চ্যাটে ব্যাবহার করতে পারবে ।
৭.দ্রুত মাল্টিটাক্সিং করতে পারবে তুমি এই লেটেস্ট ভার্সনে অর্থ্যাত্ তুমি একই সাথে গেইম খেলা এবং গান শোনা , ব্রাউজিং ও গান শোনা । এছাড়াও তুমি দ্রুত অপটিমাইজ করতে পারবে
৮. প্রয়োজনীয় ফটো, ডকুমেন্ট, ওয়েব পেইজ প্রভৃতি স্মার্টফোনের সাহায্যেই প্রিন্ট করা সম্ভব। Google Cloud Print বা HP ePrint printers এর সাথে সংযোগ আছে এমন যেকোন প্রিন্টার থেকেই প্রিন্ট করা যাবে।
৯. কিটক্যাট ৪.৪ এর Caller ID আপগ্রেড করা হয়েছে। ধরো, কেউ তোমাকে ফোন করল কিন্তু তার নাম্বারটি তোমার কন্ট্যাক্ট লিস্টে নেই। সেক্ষেত্রে গুগল নিজে থেকেই অনুমান করার চেষ্টা করবে যে নাম্বারটি কার। এজন্য গুগল সহায়তা নিবে গুগল ম্যাপস এর ।
আশাকরি আপনাদের আমার পোস্ট টি ভালো লাগবে । ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ ।
আমি Hasan Boyz (হাসান বয়েজ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক বা টেকটিউনের মত সাইট তৈরি করতে যোগাযোগ করুন ০১৭৭৯৯৭৬৮৮৯ সল্প মূল্যএ ।