এবার নিজেই তৈরি করুন এন্ড্রয়েড এপস (পর্ব-৩)

সকল কে আবারও স্বাগতম। আজ আমি এন্ড্রয়েড এপস তৈরির ৩য় পর্ব শুরু করছি। অনেকেই হয়ত আমার টিউন এর আকৃতি ছোট হওয়ার কারণে বিরক্ত হতে পারেন। এর জন্য আমি দুঃখিত। অন্যান কাজের ফাঁকে বড় বড় টিউন করা আমার কাছে একটু কষ্টকর। যাই হোক এবার কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। যারা এতোমধ্যে পর্ব ১ ও ২ এর কাজগুলো  সম্পাদন করেছেন তাদের জন্য এই পর্ব। আর না করে থাকলে প্রথম নিচের লিঙ্ক হতে উক্ত কার্যগুলো সম্পাদন করুন।

পর্ব ১: https://www.techtunes.io/android/tune-id/267599

পর্ব ২: https://www.techtunes.io/android/tune-id/267679

এবার পর্ব-৩: eclipse তৈরিকৃত আপনার এপসটি APK ফাইলে এ কনভার্ট ও মোবাইল ডিভাইসে ইন্সটল করুনঃ

১. eclipse রান করুন।

২. file মেনুর  Export এ ক্লিক করুন।

৩. প্রাপ্ত ডাইলগ বক্স হতে Export Android Application সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

৪. পরবর্তী ডাইওগ বক্স হতে আপনার তৈরিকৃত এপস ফাইল্টি সিলেক্ট করুন। ( Browse > your app> OK )

৫. অতপর NexT এ ক্লিক করুন। নতুন আরোও একটি ডাইলগ বক্স পাবেন। এবার এই ডাইলগ বক্স হতে Create New Keystore সিলেক্ট করে আপনার এপটির Key রাখার জন্য একটি স্থান Browse করে নির্বাচন করুন ( আপনার পছন্দমত নাম দিয়ে)। এবং আপনার পছন্দমত Password দিয়ে NexT ক্লিক করুন।

৬. এবার প্রাপ্ত Key Creation ডাইলগ বক্সটি পূরণ করুন। এটি আপনার এপ টির জন্য একটি প্রমাণ পত্র যে এই এপটি আপনি Develop করেছেন। (validity ২৫ বছরে এর নিচে দিবেন না ।) ডাইলগ বক্সটি পূরণ করা হলে NexT এ ক্লিক করুন।

৭. এবার পরবর্তীতে আপনার এপটি কোথায় রাখতে চান তা Browse করে name দিয়ে ok দিয়ে Finish বাটনে ক্লিক করুন।

স্বাগতম, আপনি আপনার এপটির APK ফাইল তৈরি করে ফেলেছে। ৭ নং ধাপে আপনার এপটির জন্য যে স্থান নির্বাচন করেছিলেন সেখান থেকে এপটি নিয়ে আপনার মোবাইল ডিভাইসে সাধারণ নিয়মে ইনস্টল করুন।

এটি একটি Hello Word এপ। তাই এপটি ফোনে ওপেন করার পর শুধু একটি Hello শব্দ দেখতে পাবেন। পরবর্তী টিউনে কিভাবে এপ টিকে আরো ডেভলপ করবেন তা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার টিউন সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না।

Level 0

আমি Md. Ariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে নিজের মধ্যে সঞ্চিত্ত করে সকলে উপকারে ছড়িয়ে দিতে চাই। নিজের সম্পর্কে বলতে চাই আমিও আপনার মত সাধারণ একজন, আসুন একসাথে পথ চলি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই চালিয়ে জান, আরও টিউন আশা করছি।

eclipse File টি Open হচ্ছে না, আর আপনি যে Java সফটি ইন্সটল করেছেন তার লিংক টা দিবেন, কারন আমার Java নামানো সফট কাজ করছে না @ ধন্যবাদ, চালিয়ে যান আপনার টিউন।

    Level 0

    @হোছাইন আহম্মদ: আমার ও প্রথমে সমস্যা হয়েছিল। আমার মনে হয় আপনি Java ইন্সটল না করার জন্য eclipse Open হচ্ছে না। আর এই লিঙ্কঃ http://www.java.com/en/download/windows_xpi.jsp?locale=en থেকে ডাউনলোড করে দেখতে পারেন। ( আমি কোন লিঙ্ক থেকে ডাউনলোড করে ছিলাম মনে নেই। তবে প্রদত্ত লিঙ্কটি সম্ভত হতে পারে। এটি java র অফিসিয়াল লিঙ্ক।)

Level 0

ভাই পর্ব-১ থেকে পর্ব-৩ সব গুলাই ভালো হইছে, আমি আপনার সাথে আছি, ধন্যবাদ আপনার টিউন গুলার জন্য চালিয়ে যান non stop চাই

sotti bolsi awesome hosse… generally ami tt te khokhono comment korina but apnar lekha gula pore na dia thakte parlam na. waits for your next episod

Level 0

ভাই ৬ নাম্বারে যে নাম দিতে বললেন সেটা কি app এর নাম হবে?

    @rhriyad: ভাই, আপনি সম্ভবত ৫ নম্বরের কথা বলছেন। না, এটা App এর নাম নয়। এটি হল Key এর নাম।

বস চালিয়ে জান, আমরা আসি আপনার সাথে ।আরও টিউন আশা করছি।

Bhai,android diye android soft tour I kora jay na..?

    @Khaled Mahmud Anik: জানি না ভাই, আমি এটা নিয়ে চেষ্টা করি নাই। google মামার সাহায্য নিয়ে দেখতে পারেন।

Level 0

Boss caliya jan onek valo hoyca and ami Hello world print korte parci and Hello world ar poriborte amar name o print korte parci Thank you vai

asya kori apni onek gulo post korben android niya

carry on………….

ধন্যবাদ, সুন্দর একটি টিউন করার জন্য। ভাই আপডেট দেন, ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেলাম।

    @শফিক শামস: আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি এতদিন কোন টিউন করতে পারিনি। আসলে আমার ডেস্কটপ পিসি টি বিক্রয় করার কারণে এই সমস্যাটি হয়েছে। এখন আবার পড়াশোনার চাপটা একটু বেশি হওয়ায় সময় করে উঠতে পারছিনা। তবে আপনাদের আগ্রহ দেখে এখন নিজে অপরাধ বোধ করছি । আশা করি খুব শিঘ্রই পরবর্তী টীউনটি করতে পারব।(সম্ভবত আজ রাতেই ইনশাল্লাহ)

আপনার কোন সাড়া শব্দ নাই, কারো উত্তর দিচ্ছেন না কেন? আপনি কি আমাদের সবাইকে নিরাশ করবেন? টিউনটি চালিয়ে গেলে খুব ভাল হয়। ধন্যবাদ টিউনের জন্য।

    @Suvashkarmoker: আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি এতদিন কোন টিউন করতে পারিনি। আসলে আমার ডেস্কটপ পিসি টি বিক্রয় করার কারণে এই সমস্যাটি হয়েছে। এখন আবার পড়াশোনার চাপটা একটু বেশি হওয়ায় সময় করে উঠতে পারছিনা। তবে আপনাদের আগ্রহ দেখে এখন নিজে অপরাধ বোধ করছি । আশা করি খুব শিঘ্রই পরবর্তী টীউনটি করতে পারব।(সম্ভবত আজ রাতেই ইনশাল্লাহ)

আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমি এতদিন কোন টিউন করতে পারিনি। আসলে আমার ডেস্কটপ পিসি টি বিক্রয় করার কারণে এই সমস্যাটি হয়েছে। এখন আবার পড়াশোনার চাপটা একটু বেশি হওয়ায় সময় করে উঠতে পারছিনা। তবে আপনাদের আগ্রহ দেখে এখন নিজে অপরাধ বোধ করছি । আশা করি খুব শিঘ্রই পরবর্তী টীউনটি করতে পারব।(সম্ভবত আজ রাতেই ইনশাল্লাহ)

ai na holo tune…thank you bro chaliye jan…..akbare shob diye den….waiting ballage na bro….