সকল কে আবারও স্বাগতম। আজ আমি এন্ড্রয়েড এপস তৈরির ৩য় পর্ব শুরু করছি। অনেকেই হয়ত আমার টিউন এর আকৃতি ছোট হওয়ার কারণে বিরক্ত হতে পারেন। এর জন্য আমি দুঃখিত। অন্যান কাজের ফাঁকে বড় বড় টিউন করা আমার কাছে একটু কষ্টকর। যাই হোক এবার কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। যারা এতোমধ্যে পর্ব ১ ও ২ এর কাজগুলো সম্পাদন করেছেন তাদের জন্য এই পর্ব। আর না করে থাকলে প্রথম নিচের লিঙ্ক হতে উক্ত কার্যগুলো সম্পাদন করুন।
পর্ব ১: https://www.techtunes.io/android/tune-id/267599
পর্ব ২: https://www.techtunes.io/android/tune-id/267679
এবার পর্ব-৩: eclipse তৈরিকৃত আপনার এপসটি APK ফাইলে এ কনভার্ট ও মোবাইল ডিভাইসে ইন্সটল করুনঃ
১. eclipse রান করুন।
২. file মেনুর Export এ ক্লিক করুন।
৩. প্রাপ্ত ডাইলগ বক্স হতে Export Android Application সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
৪. পরবর্তী ডাইওগ বক্স হতে আপনার তৈরিকৃত এপস ফাইল্টি সিলেক্ট করুন। ( Browse > your app> OK )
৫. অতপর NexT এ ক্লিক করুন। নতুন আরোও একটি ডাইলগ বক্স পাবেন। এবার এই ডাইলগ বক্স হতে Create New Keystore সিলেক্ট করে আপনার এপটির Key রাখার জন্য একটি স্থান Browse করে নির্বাচন করুন ( আপনার পছন্দমত নাম দিয়ে)। এবং আপনার পছন্দমত Password দিয়ে NexT ক্লিক করুন।
৬. এবার প্রাপ্ত Key Creation ডাইলগ বক্সটি পূরণ করুন। এটি আপনার এপ টির জন্য একটি প্রমাণ পত্র যে এই এপটি আপনি Develop করেছেন। (validity ২৫ বছরে এর নিচে দিবেন না ।) ডাইলগ বক্সটি পূরণ করা হলে NexT এ ক্লিক করুন।
৭. এবার পরবর্তীতে আপনার এপটি কোথায় রাখতে চান তা Browse করে name দিয়ে ok দিয়ে Finish বাটনে ক্লিক করুন।
স্বাগতম, আপনি আপনার এপটির APK ফাইল তৈরি করে ফেলেছে। ৭ নং ধাপে আপনার এপটির জন্য যে স্থান নির্বাচন করেছিলেন সেখান থেকে এপটি নিয়ে আপনার মোবাইল ডিভাইসে সাধারণ নিয়মে ইনস্টল করুন।
এটি একটি Hello Word এপ। তাই এপটি ফোনে ওপেন করার পর শুধু একটি Hello শব্দ দেখতে পাবেন। পরবর্তী টিউনে কিভাবে এপ টিকে আরো ডেভলপ করবেন তা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার টিউন সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না।
আমি Md. Ariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে নিজের মধ্যে সঞ্চিত্ত করে সকলে উপকারে ছড়িয়ে দিতে চাই। নিজের সম্পর্কে বলতে চাই আমিও আপনার মত সাধারণ একজন, আসুন একসাথে পথ চলি।
ভাই চালিয়ে জান, আরও টিউন আশা করছি।