আপনাদের উৎসাহ পেয়ে ২য় পর্বটি না লিখে আর পারলাম না । যাই হোক ১ম পর্বটি না পড়ে থাকলে https://www.techtunes.io/android/tune-id/267599 থেকে পড়তে পাড়েন। যাই হোক এখন ২য় পর্বটি শুরু করা যাক।
তৈরি করুন আপনার প্রথম এন্ড্রয়েড এপস
১. প্রথমে আপনি eclipse রান করুন।
২. একটি ডাইলগ বক্স আসবে, ok দিন।
৩. এবার আপনার eclipse টি ওপেন হলে file > New > Project এ ক্লিক করুন।
৪. এবার প্রাপ্ত ডাইলগ বক্স হতে android হতে android application project সিলেক্ট করে NexT এ ক্লিক করুন।
৫. এবার New Android Application ডাইলগ বক্স আসবে। প্রথমে টেক্সট বক্স এ আপনার এপস এর নাম লিখুন। এবং প্যাকেজ নেম এ example এর পরিবর্তে আপনার এপস এর প্যাকেজের একটি ইউনিক নাম দিন যা আপনার এপস এর সারা জীবন ব্যাপি অপরিবর্তনীয় থাকবে।
৬. এবার তিনবার Next এ ক্লিক করে finish বাটনে ক্লিক করু।
স্বাগতম, আপনি আপনার প্রথম এপস টি তৈরি করে ফেলেছেন। খেয়াল করুন eclipse এর বামপাশের Project explorer এ আপনার এপস এর জন্য একটি ফোল্ডার তৈরি হয়েছে।
এখন এ পর্যন্তই। ইন্টারনেট সমস্যার জন্য স্ক্রীন সর্ট দিতে পারলাম না।
পরবর্তী টিউনে কিভাবে আপনার তৈরি এপসটি APK ফর্মাটে কনভার্ট করবেন সে সম্পর্কে লিখব। সেই পর্যন্ত সকলের জন্য শুভ কামনা রইল।
আমি Md. Ariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে নিজের মধ্যে সঞ্চিত্ত করে সকলে উপকারে ছড়িয়ে দিতে চাই। নিজের সম্পর্কে বলতে চাই আমিও আপনার মত সাধারণ একজন, আসুন একসাথে পথ চলি।
eto olpo keno r o din. amar r dhorjo dharon korte parsina.