আজ থেকে এন্ড্রয়েড এপস তৈরি সম্পর্কে ধারাবাহিক টিউন শুরু করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন।
আসুন এবার শুরু করা যাক। এন্ড্রয়েড এপস তৈরির জন্য আপনাকে প্রথমে নিচের কাজগুলো সম্পাদন করতে হবে।
১. http://developer.android.com/sdk/index.html থেকে Android SDK ডাউনলোড করে নিন।
২. আপনার পছন্দমত স্থানে SDK আনজিপ করুন। (পরবর্তীতে স্থান পরিবর্তন করলে eclipse রান করতে সমস্যা হতে পারে।)
৩. আপনার কম্পিউটারে java ইন্সটল করা না থাকলে তা ইন্সটল করে নিন। ( java না থাকলে Google মামার সহায়না নিয়ে ডাউনলোড করে ফেলুন)
৩. eclipse টি রান করুন। ( eclipse রান না হলে এবং SDK এর eclipse ফোল্ডারের eclipse.ini ফাইলটি ওপেন করে Xmx256m বা অন্য যেই ভেল্যু থাকুক না কেন তা 512m করের দিন।)
৪. এবার eclipse টি রান করান।
আজ এই পর্যন্ত । পরবর্তীতে কিভাবে আপনার প্রথম এপস তৈরি করবেন তা বর্ণনা করব।
আর যারা এক রাতে পন্ডিত হতে চান তারা http://developer.android.com/index.html এই সাইটি আসুন।
আমি Md. Ariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে নিজের মধ্যে সঞ্চিত্ত করে সকলে উপকারে ছড়িয়ে দিতে চাই। নিজের সম্পর্কে বলতে চাই আমিও আপনার মত সাধারণ একজন, আসুন একসাথে পথ চলি।
ধন্যবাদ @ আরো বিস্তারিত লিখলে ভাল হত, পরবর্তী টিউনের আশায় আছি।