জানুয়ারিতে আসছে 1.3 GHz Quad কোর প্রসেসরের Walton Primo GH।খুব শিগগিরি বাজারে আসছে ওয়াল্টনের এই নতুন ফোনটি।এই ফোনটিতে থাকছে seamless multitasking এর সুবিধা। দ্রুত গতির ওয়েবপেজ লোডিং সুবিধা সহ আরও আছে smoother UI transition এবং ul-tra-fast power up। আশা করা যাচ্ছে ওয়াল্টনের এই ফোনটি পারফর্মেন্সের দিক থেকে ব্যবহারকারীদের ভালোই মন যোগাবে।
শেয়ারিং এর এক্সপেরিন্সকে আরো বাড়াতে Primo GH এ আছে USB OTG(on the go), এই USB Host টি সরাসরি ফোন থেকেই সাপোর্ট করবে।এর মাধ্যমে আপনি আপনার পছন্দের গান প্লে ,import/export করতে পারবেন। আর আপনার Gaming এর অভিজ্ঞতা হবে অসাধারণ।
16.7 Million Colo
5" ডিসপ্লের Primo GH এ আছে 16.7 মিলিয়ন কালার যা সত্যি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। IPS screen Technology আপনাকে দিবে সবচেয়ে স্পন্দনশীল এবং প্রাণবন্ত কালার যা সবসময় আপনার Browsing experience স্পেশাল ও আনন্দদায়ক করে দিবে।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074
কেউ Walton Primo GH ব্যাবহার করে থাকলে ফীডব্যাক দিন , হ্যান্ড সেটটি কিনতে চাচ্ছি ।