ডেটিংয়ের জন্য সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দিতে চলে এলো নতুন মোবাইল অ্যাপলিকেশন।প্রয়োজন শুধু একটা `লাইক`-এর।এখনও খুচরা রোমান্সের ডেটিংয়ের জন্য কাউকে আহ্বান করা কুণ্ঠার সোয়েটার জড়িয়ে থাকে অনেকেই।তবে ভাবুনতো যদি আপনার হয়ে আপনার মোবাইল ডেটিংয়ের জন্য আপনার সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে দেয় তাহলে কেমন হয়? হ্যাঁ। খুব শীঘ্র এমন ব্যবস্থায়ী আসতে চলেছে অ্যানড্রয়েড ফোনে। প্রয়োজন শুধু `Krush` নামের মোবাইল অ্যাপলিকেশন আপনার অ্যানড্রয়েড ফোনে ডাইনলোড করা। তারপর আপনি ও আপনার `ডেট`-এর মধ্যে দূরত্ব শুধু একটা `লাইক`-এর।
এই অ্যাপলিকেশনের মাধ্যমে আপনি একাধিক পছন্দমত সঙ্গী বা সঙ্গিনীর প্রোফাইল `লাইক` করতে পারবেন। অ্যাপটি নিজে থেকেই প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপনার সম্ভাব্য পছন্দের ৩০ জনের `ডেট` তালিকা সরবরাহ করবে। তার মধ্যে থেকে পছন্দ অনুযায়ী `লাইক` করতে পারবেন। এমনকি অপছন্দের `ডেট` বা ডেটিংয়ের আবেদন নাকোচও করতে পারবেন। এবং পুরোটাই করতে পারবেন ভুয়া পরিচয়ে।
আপনি যাকে `লাইক` করছেন তিনিও যদি প্রত্যুত্তরে `লাইক` ফিরিয়ে দেন, তাহলেই ঝামেলা শেষ। সরাসরি আবেদন, নিবেদনের ঝক্কি এড়িয়ে অল্প আয়াসেই আপনার মনমত ডেটিং পার্টনার নিশ্চিত। অবশ্যি একদিনের `ডেট` বহুদিনে গড়াবে কী না সেখানে কিন্তু থাকতে হবে আপনার কেরামতি। প্রথম দিনের দায়িত্বটা Krush নিলেও, বাকী দিনগুলোর বন্দোবস্ত কিন্তু আপনার ব্যক্তিগত ক্যারিশ্মার উপরই নির্ভর করবে।
মাত্র তিনদিন আগে ভারতের বাজারে এসেছে এই ফ্রি অ্যাপ। এখনও পর্যন্ত অঙ্কুর অবস্থাতেই আছে। তবে ইতিমধ্যেই ৩৫০ বার ডাউনলোড করা হয়ে গেছে এই অ্যাপ।
প্রথম প্রকাশ :: ঢাকাটাইমস লেখাটি ভালো লাগলে ঘুরে আসার জন্য অনুরুদ করছি ধন্যবাদ কস্ট করে লেখাটি পড়ার জন্য
আমি mehedihasan_a। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।