মাইক্রোম্যাক্স নিয়ে আসছে এন্ডয়েড ৪.৪ এর ১০ টি ফোন !!!!!

মাইক্রোম্যাক্স হল ইন্ডিয়ান একটা টপ লেভেলের মোবাইল ফোন নির্মাতা কোম্পানি ,  তারা বাজারে সব সময়ই নতুন চমক নিয়ে হাজির হয় । তাই বরাবরের মতই এবার তারা নতুন বছর উপলক্ষে তাদের ১০ টি ফোন এন্ডয়েড এর কিটক্যাট ৪.৪ ভার্শনে নিয়ে আসবে বলে ঘোষনা দিয়েছে  একটি টুইটার বার্তায় । মাইক্রোম্যাক্স বাজারে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাদের এন্ডয়েড ক্যানভাস সিরিজের ফোনের জন্য,  তাই তারা  আপাতত নতুন কোন ফোনে এই ভার্সন না এনে তাদের পুরাতন মডেলের এই ফোন গুলা  A250A240, A210, A200,A116, A116i, A111A110Q and A110 এন্ডয়েড ৪.৪ এ আপগ্রেড করবে । যারা এই সেট পূর্বে কিনেছেন তাদের জন্যও থাকবে অপারেটিং সিস্টেম আপগ্রেড এর ব্যাবস্থা ।

সাম্প্রতি মাইক্রোম্যাক্স তাদের নতুন ফোন  Canvas Turbo এর বিজ্ঞাপনের জন্য Huge Jackman এর সাথে চুক্তিবদ্ধ হন , যার কারনে মাইক্রোম্যাক্স এখন আন্তজাতিক ভাবে গ্রহন যোগ্য । কারন মাইক্রোম্যাক্স কম দামের ভিতরে ভাল মানের ফোন জনগণদের দিতে পারে ।

সোর্স -

সব ধরনের মোবাইল ও এন্ড্যয়েড এপসের খোজ রাখতে এই পেজ লাইক করতে পারেন

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস