প্রিয় টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো না থাকলেও আজ আপনাদের মন আমি ভালো করে দেব।
আপনারা যারা Andriod ফোন ইউজ করেন এবং তাদের ভেতর যারা পিসি দিয়ে Google Play Store থেকে Apps ডাউনলোড করতে চান তাদের জন্য আজ নিয়ে এলাম দারুন একটা সফটওয়্যার।
সফটওয়্যার টার নাম "APK Leecher"। Google Play Store সবসময় Install এর অপশন দেয়। কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করে আপনি সরাসরি আপনার পিসি তে Google Play Store এর সব Apps ডাউনলোড করতে পারবেন এবং পিসি তে ব্যাকআপ রাখতে পারবেন। তবে হা শুধু মাত্র ফ্রী Apps গুলা ডাউনলোড করতে পারবেন, Paid গুলা পারবেন না। একটু ভুল বললাম, Paid গুলাও পারবেন, কিন্তু সেটা অবৈধ। তাই এ নিয়ে কিছু লিখব না। অবৈধ পথে না যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা ? 😉
যাই হোক, এখন আসুন আপনাদের দেখাই কিভাবে "APK Leecher" ব্যবহার করে .apk files ডাউনলোড করবেন।
প্রথমেই এখান থেকে "APK Leecher" ডাউনলোড করে নিন।
এখানে Zip ফাইল দেওয়া আছে, Zip ফাইল টাকে Extract করে নিন।
এবার folder এর ভিতর যেয়ে “Real APK Leecher.exe” টাকে রান করান।
সফটওয়্যার টা রান করাতে জাভা প্রয়োজন হবে।
যাদের জাভা নাই তারা এইখান থেকে ডাউনলোড করে নিন।
রান করাবার পর নিচের মত একটা স্ক্রীন আসবে।
যেখানে আপনাকে আপনার জিমেইল আইডি দিতে হবে যার সাথে অবশ্যই আপনার Android ফোন verified হতে হবে। তারপর আপনাকে ডিভাইস আইডি দিতে হবে। আপনার ডিভাইস আইডি জানতে আপনার ফোন এর dialing স্ক্রীন এ গিয়ে *#*#8255#*#* প্রেস করতে হবে। তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে।
আপনারডিভাইস আইডি সাধারনত এ রকম হবে “android – 39bfe2hsa######” কিন্তু আপনার পুরোটা দেওয়ার দরকার নেই। আপনাকে শুধু মাত্র “39bfe2hsa######” এ টুকু দিতে হবে।
আপনি যদি ট্যাব ইউজ করেন যেটাতে dial করা যায় না তাহলে আপনাকে “Device ID” নামে একটি app ইন্সটল করে নিতে হবে।
এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
অথবা সরাসরি Google Play Store থেকে ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
এবার আপনার ভাষা সেট করুন,এরপর আপনার সেভিং লোকেশান দেখিয়ে দিন। এবার সেভ করুন। সেভ করলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।
উইন্ডো টির সার্চ অপশন এ আপনার দরকারি Apps টির নাম লিখে সার্চ দিন।
সার্চ সম্পূর্ণ হওয়ার পর লিস্ট থেকে আপনার পছন্দের App টির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করুন।
দেখবেন নিচের মত একটা উইন্ডো ওপেন হয়ে ডাউনলোড শুরু হয়ে গেছে।
আপনার ইতিমধ্যে ডাউনলোড করা এপ্লিকেশনগুলির আপডেট পরীক্ষা করার জন্য, আপনি লিস্ট এর যে কোনো অ্যাপ্লিকেশন এর উপর রাইট বাটন ক্লিক করুন এবং ' Scan Existing Folder’ অপশন ক্লিক করতে পারেন।
সফটওয়্যার টা নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আরও অনেক কিছু জানতে পারবেন।
এ সম্পর্কিত ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।
তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে দেশ কে ভালবাসবেন। দেশই তো আমাদের মা। ধন্যবাদ।
বি:দ্র ঃ এই টিউন টি আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের টিউমেন্ট বিভাগে।
আর আমি তো ফেসবুক এ আছিই।
এ ছাড়া বিভিন্ন প্রয়োজনীয় software download ও review দেখার জন্য Visit করতে পারেন আমাদের ব্লগ। ধন্যবাদ।
আমি wasik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রায় ২০ মিনিট চেষ্টা করে অবশেষে পারলাম @ ধন্যবাদ এত সুন্দর করে টিউন টি করার জন্য@ আপনার থেকে আরো ভাল টিউন চাই।