এবার পিসি দিয়েই ফ্রীতে android apps ডাউনলোড করুন সহজেই।

 প্রিয় টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো না থাকলেও আজ আপনাদের মন আমি ভালো করে দেব।

আপনারা যারা Andriod ফোন ইউজ করেন এবং তাদের ভেতর যারা পিসি দিয়ে Google Play Store থেকে  Apps ডাউনলোড করতে চান তাদের জন্য আজ নিয়ে এলাম দারুন একটা সফটওয়্যার।

সফটওয়্যার টার নাম "APK Leecher"Google Play Store সবসময় Install এর  অপশন দেয়। কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করে আপনি সরাসরি আপনার পিসি তে Google Play Store এর সব  Apps ডাউনলোড করতে পারবেন এবং পিসি তে ব্যাকআপ রাখতে পারবেন। তবে হা শুধু মাত্র ফ্রী  Apps গুলা ডাউনলোড করতে পারবেন,  Paid গুলা পারবেন না। একটু ভুল বললাম, Paid গুলাও পারবেন, কিন্তু সেটা অবৈধ। তাই এ নিয়ে কিছু লিখব না। অবৈধ পথে না যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা ?  😉  

যাই হোক, এখন আসুন আপনাদের দেখাই কিভাবে "APK Leecher" ব্যবহার করে .apk files ডাউনলোড করবেন।

প্রথমেই এখান থেকে "APK Leecher"  ডাউনলোড করে নিন।

এখানে Zip ফাইল দেওয়া আছে, Zip ফাইল টাকে Extract করে নিন।

 এবার folder এর ভিতর যেয়ে Real APK Leecher.exe  টাকে রান করান।

সফটওয়্যার টা রান করাতে জাভা প্রয়োজন হবে।

যাদের জাভা নাই তারা  এইখান থেকে ডাউনলোড করে নিন।

রান করাবার পর নিচের মত একটা স্ক্রীন আসবে।

যেখানে আপনাকে আপনার জিমেইল আইডি দিতে হবে যার সাথে অবশ্যই আপনার Android ফোন verified হতে হবে। তারপর আপনাকে ডিভাইস আইডি দিতে হবে। আপনার ডিভাইস আইডি জানতে আপনার ফোন এর dialing স্ক্রীন এ গিয়ে  *#*#8255#*#*  প্রেস করতে হবে। তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে।

আপনারডিভাইস আইডি সাধারনত এ রকম হবে android 39bfe2hsa######  কিন্তু আপনার পুরোটা   দেওয়ার দরকার নেই। আপনাকে শুধু মাত্র  39bfe2hsa######  এ টুকু দিতে হবে।

আপনি যদি ট্যাব ইউজ করেন যেটাতে dial করা যায় না তাহলে আপনাকে Device ID নামে একটি app ইন্সটল করে নিতে হবে।

এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

অথবা সরাসরি Google Play Store  থেকে ইন্সটল করতে এখানে ক্লিক করুন।

এবার আপনার ভাষা সেট করুন,এরপর আপনার সেভিং লোকেশান দেখিয়ে দিন। এবার সেভ করুন। সেভ করলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।

উইন্ডো টির সার্চ অপশন এ আপনার দরকারি Apps টির নাম লিখে সার্চ দিন।

 

সার্চ সম্পূর্ণ হওয়ার পর লিস্ট থেকে আপনার পছন্দের App টির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করুন।

দেখবেন নিচের মত একটা উইন্ডো ওপেন হয়ে ডাউনলোড শুরু হয়ে গেছে।

আপনার ইতিমধ্যে ডাউনলোড করা এপ্লিকেশনগুলির আপডেট পরীক্ষা করার জন্য, আপনি লিস্ট এর যে কোনো অ্যাপ্লিকেশন এর উপর রাইট বাটন ক্লিক করুন এবং ' Scan Existing Folder অপশন ক্লিক করতে পারেন।

সফটওয়্যার টা নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আরও অনেক কিছু জানতে পারবেন।

এ সম্পর্কিত ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।

তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে দেশ কে ভালবাসবেন। দেশই  তো আমাদের মা। ধন্যবাদ।

বি:দ্র  এই টিউন টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের টিউমেন্ট বিভাগে

           আর আমি তো ফেসবুক এ আছিই।

এ ছাড়া বিভিন্ন প্রয়োজনীয় software download ও review দেখার জন্য Visit করতে পারেন আমাদের ব্লগ। ধন্যবাদ।

Level 0

আমি wasik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রায় ২০ মিনিট চেষ্টা করে অবশেষে পারলাম @ ধন্যবাদ এত সুন্দর করে টিউন টি করার জন্য@ আপনার থেকে আরো ভাল টিউন চাই।

    Level 0

    ভাই ধন্যবাদ আপনার টিউনটির জন্য। আমি আপনার কাছে একটু সাহায্য চা্‌ই গতকাল রাত ১২ টায় আমি আমার ১ম টিউন করি কিন্তু টিউনটি পাবলিশ হবার পর
    Not Found
    Sorry, but you are looking for something that isn’t here. এই লেখা আসে তাছাড়া আমি আমার নতুন টিউনও করতে পারছি না একটু বলবেন দয়া করে, আমি কি করতে পারি??

Level 0

কষ্ট করে কমেন্ট করার জন্য ধন্যবাদ । টিউন টি আপনার সামান্যতম উপকারে এসেছে এটা জেনে আমি খুশি । আবারও ধন্যবাদ ।

Level 0

আমার হচ্ছে না, ভাইয়া একটু সাহায্য করেন………

Level 0

বলুন কিভাবে সাহায্য করতে পারি ? @Alvi105

Level 0

download this app dile boltese….bad divice id, u can’t purchace this app……ki korbo???

Level 0

o accha…paid apps download kora jay na mone hoy….:/

Level 0

লিঙ্ক তো অনেকগুলা আছে,এই সমস্যা টা কোন লিঙ্ক এর ক্ষেত্রে হচ্ছে ? APK Leecher ডাউনলোড করতে গেলে হচ্ছে? @ alvi105

Level 0

ওহ ……আমি তো আগেই বলেছি paid apps গুলা ডাউনলোড হবে না। @ Alvi105

Level 0

ইমেইল, পাসওয়ার্ড, ডিভাইস আইডি ঠিকভাবে দেয়ার পর যখন এপ্স সার্চ দিলাম দেখলাম Logged in Successfully. তারপর এপ্স এলো, রাইট ক্লিক করলাম, ফ্রি এপ্স দেখে download this app এ ক্লিক করলাম। নাম দিতে বললে, নাম দিয়ে সেভ দিলাম। এরর ম্যাসেজ এ আসলোঃ download failed due to
Bad device ID
Intenet Connection
You didn’t purchase this app
বুঝলাম না। ডিভাইস আইডি, ইন্টারনেট কানেকশন ঠিক আছে। ফ্রী আপ্স ছিল। তারপরেও হচ্ছে না কেন?

    Level 0

    @Asif Alam: আপনার পিসি রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করুন। কাজ হওয়ার কথা।

Level 0

ভাই ধন্যবাদ আপনার টিউনটির জন্য। আমি আপনার কাছে একটু সাহায্য চা্‌ই গতকাল রাত ১২ টায় আমি আমার ১ম টিউন করি কিন্তু টিউনটি পাবলিশ হবার পর
Not Found
Sorry, but you are looking for something that isn’t here. এই লেখা আসে তাছাড়া আমি আমার নতুন টিউনও করতে পারছি না একটু বলবেন দয়া করে, আমি কি করতে পারি??

    Level 0

    @sbabu: আপনাকেও অনেক ধন্যবাদ। নতুন টিউনার হিসেবে আপনাকে স্বাগতম। টিউন করার আগে আপনি টেকটিউনস ল্যাব,টেকটিউনস নীতিমালা, টেকটিউনার অধিকার, টেকটিউনস ডেস্ক, টেকটিউনস সজিপ্র এই বিভাগ গুলো ভালো করে পরেছেন কিনা জানি না, আমি ধরে নিচ্ছি যে আপনি পড়েছেন। এখন আপনাকে যেটা করতে হবে টা হল নিচের লিঙ্ক টাতে গিয়ে আপনার সমস্যা টেকটিউন এডমিন দের জানাতে হবে।তবে এ ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ব্যাপার এ খেয়াল রাখতে হবে তা হল
    “টিউন স্থগিত, টিউনারশীপ স্থগিত সংক্রান্ত বিষয়ে সাহায্য পেতে অব্যশই ২টি বিষয় উল্লেখ করুন। ১. আপনার টিউনার আইডি ২. আলোচিত টিউনের লিংক। এ ২টি তথ্য ছাড়া আপনার সাবমিশন বাতিল বলে গণ্য হবে।
    টেকটিউনস ডেস্কে টপিকের শিরোনাম ও বিষয়বস্তু বাংলা ছাড়া অন্য ভাষা বাতিল বলে গণ্য হবে।”
    আশা করি আপনার সমস্যার সমাধান হবে।
    লিঙ্ক ঃ http://desk.techtunes.io

      Level 0

      dhonnobad, vai apnar eply er jonno

        Level 0

        @sbabu: আপনাকেও আবার ধন্যবাদ।

Level New

ভাই,ডাউনলোড করে ইনস্টল করার সময় ইমেইল আইডিতে yahoo এর আইডি দিয়েছি,তারপর পাসওয়ার্ড এবং আমার Androied Mobile এর ডিভাইস আইডি ,সেভিং লোকেশন ঠিক করে save করি। কিন্তু search এ গিয়ে search দিলে ম্যাসেজ দিচ্ছে -Login failed! check your email or password in settings.Is this problel solvable? If possible please solution this.For this I will realy greatful to you.

    Level 0

    @molla_81: আপনাকে ঐ ইমেইল টাই দিতে হবে যেটা দিয়ে আপনি আপনার andriod ফোন verified করেছেন। অন্য কোন ইমেইল দিলে হবে না, আপনি আবার চেষ্টা করে দেখুন verified email দিয়ে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

      Level New

      @wasik: আমি তো android phone varify করিনি ।এটা করব কিভাবে? প্লিজ জানাবেন।

        Level 0

        @molla_81: android verify করা টা তো এখানে দেখান সম্ভব না। আপনাকে আপনার ইমেইল এর সাথে ফোন কে সেট আপ করতে হবে। আপনার আশে পাশের কোন অভিজ্ঞ লোক এর সাহায্য নিন। ধন্যবাদ।

          Level New

          @wasik: আমি নতুন করে Apps টি ইনস্টল করতে চাই। তার কোন উপায় আছে না কি যদি থাকে তাহলে জানালে উপকৃত হতাম।ধন্যবাদ পরামর্শের জন্য।

        Level 0

        @molla_81: ভাই আপনি যদি আবারও app টা ইন্সটল করতে চান তাহলে পূর্বে ইন্সটল কৃত app টা আনইন্সটল দিন ।

          Level New

          @wasik: ভাই আমি আনইন্সটল করতে পারছিনা।কারণ Control Panel এ progam & featuresএর change or uninstall progam এ Real APK Leecher v1.3.6 নামে কোন apps পাচ্ছি না।আবার টাস্কবারে ক্লিক করেও ঐ নামে কোন apps পাচ্ছি না। কিন্তু Real APK Leecher v1.3.6 তে ডাবল ক্লিক করলে আপনার টিউনে দেওয়া ইন্সটল হওয়ার পর যেমন পেজ আসা দরকার ঐ রকম পেজ ওপেন হচ্ছে।ঐটার সার্চ বারে ক্লিক করলে Login failed! check your email or password in settings এরকম ম্যাসেজ দিচ্ছে।এখন কি করা যায়?

আস সালামু আলাইকুম । ধন্যবাদ আপনাকে সুন্দর টিউন করার জন্য । কিন্তু আমার কাজ হইতেছে না । Email and password , device id ঠিক মত দিছি কিন্তু কাজ হইতেছে না । ইন্সটল করার পর পিছি রিস্টার্ট দিছি কিন্তু কোন কাজ হইতেছে না Sony xperia acro s . ডাউনলোড দিলে লেখা আসে ( some error occured! close and try again! ) এটার কি কোন সমাধান আছে কি ?

    Level 0

    @Farhad01717: আমি চেষ্টা করছি দেখি সমাধান করতে পারি কিনা, তবে একটু সময় লাগবে এই আর কি । যত দ্রুত সম্ভব আপনাকে আমি জানাব। অসংখ্য ধন্যবাদ ।

      Level 0

      @wasik: vai amaro some error occured! close and try again! ) এটার কি কোন সমাধান আছে কি ? ay problem plz solve kore dien????

        Level 0

        @mohammadp: Ha vai ami chesta korchi…… Apnake dhonnobad.

Level 0

আমি পেরেছি। আপনাকে ধন্যবাদ।

    Level 0

    @Haque: Apnakeo osonkho dhonnobad.

Level New

tnk god atleast parchi bai tnx

    Level 0

    @eshak1007: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

কাজ হয়েছে thanks.
”এমন কোন player আছে যেটা দিয়ে call করার সময় গান শুনা যাবে এবং শুনানো যাবে… ???”

    Level 0

    @রাকিব হাসান: আপনাকে অভিনন্দন। এরকম একটা প্লেয়ার symbian সিরিজ এর set জন্য আছে কিন্তু android এর জন্য আছে কিনা সঠিক জানি না।

      @wasik:
      symbian আছে আমার friend রা use করে। কিন্তু android এর টা আমি পাচ্ছি না। যদি কনো সমাই পেয়ে থাখেন তাহলে এটা নিয়ে একটা tunes করেন।

        Level 0

        @রাকিব হাসান: ok vaia.

কিন্তু ভাইয়া এই software এ কনো প্রব্লেম হবে নাতো ? কেনোনা এই খানে আমার user password দিতে হচ্ছে !।

    Level 0

    @রাকিব হাসান: আমার জানামতে এখনও পর্যন্ত কারো সমস্যা হয় নি। তারপর ও যদি আপনার সন্দেহ হয় তাহলে একটা নিউ আইডি খুলে verify করে নিন। ধন্যবাদ।

      Level 0

      @wasik: amader error problem er kono solution pailen vai? ????

        Level 0

        @mohammadp: vaia chesta korchi akhono………… paile obosshoi janabo….