অ্যান্ড্রয়েড গেম [পর্ব-১৪] :: EPOCH আমার মতে ২০১৩ সালের সেরা অ্যান্ড্রয়েড HD গেম।

অ্যান্ড্রয়েড গেম

দেশের যে অবস্তা তাতে ঘরে বসে থাকা ছাড়া উপায় নেই। ব্যাচেলর মানুষ ঘরে বসে কি করারই বা আছে তাই না? 😀 যারা ব্যাচেলর না তাদের জন্য অন্য কথা, আমাদের তো গেম খেলে না হয় মুভি দেখেই দিন কাঠাতে হবে। শুনছি আমাদেরকে নাকি ঢাকায় থাকতে দেবে না (হায়রে কপাল 🙁 ) যাক হুদাই প্যাঁচাল পাইরা লাভ নাই, কাজের কথায় আসি। আমি ২০১৩ সালে যে কয়টা গেম খেলেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই গেমটি। মানুষের ভিন্ন ভিন্ন টেস্ট থাকতে পারে তবে আমার মনে হয় এই গেমটি সবার কাছেই ভালো লাগবে।

EPOCH:

এটি একটি ০.৮৮ ডলারের অ্যাকশান গেম। গেমের হিরো এবং ভিলেন সব রোবট। সবচেয়ে মজার বিষয় হল গেমটি খেলা অনেক সহজ চোখ কান একটু খোলা রাখলেই হয়। শত্রুর গুলি থেকে বাচতে হলে আপনাকে আড়াল হতে হবে অথবা জায়গা পরিবর্তন করতে হবে তার চেয়েও ভালো জিনিশটি হল আপনি শুধু শত্রুর গায়ে টাচ করে টারগেট করে দেবেন, ফায়ার অটো হবে।

স্টানিং গ্রাফিক্স আর অসাধারন সাউন্ড। সবার মুলে হল গেমটি খেলে মজা পাওয়া যাবে। বিভিন্ন ধরনের অস্র আছে গ্রেনেড, মিসাইল সহ আর অনেক কিছু। প্রত্যেকটা মিশন শেষ হলে নির্দিষ্ট পরিমান টাকা পাবেন যা দিয়ে নতুন অস্র এবং অনেক কিছু কিনতে পারবেন। একটা বেতিক্রম হল, এখানে আপনি অস্র বা অন্যান্য জিনিষ বিক্রিও করতে পারবেন।

অনেক ভালো কথা বললাম এবার একটু খারাপ কথা বলি। প্রথম কথা যেটা শুনলে সবার মুখ শুকিয়ে যায় সেটা হল, গেমটির সাইজ মাত্র ৪৯৫ এমবি :D। কেউ কেউ আছে ২ জিবি হইলেও কোন কথা বলতো না। কিন্তু আমি জানি বেশিরভাগ লোক ফ্রী ইন্টারনেট ব্যাবহার করেন যার স্পীড কচ্ছপের মতো, ডাউনলোড করতে অনেক সময় লেগে যাবে, কষ্ট করে ডাউনলোড করুন মজা পাবেন।

৫১২ এমবি রাম হলেই চলবে আর অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩ বা তার বেশি লাগবে।

সাইজ একটু বড় তাই ২-৩ জায়গায় আপলোড করতে পারলাম না, দুঃখিত।

প্রথমে com.uppercut_games.epoch নামের ZIP ফাইলটি Extract করে একই নামে একটি ফোল্ডার পাবেন। ফোল্ডারটি SD Card/Android/obb তে কপি করবেন। এবার APK ইন্সটল করে গেম রান করুন।

গেম খেলে মজা পাইলে ভালো আর না পাইলে কি করবেন? আজকে আর বললাম না ঘারাইলে তো ঘারাইবেনি 😀

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি বলেন আমি কালকে 830MB Size এর Six-Guns নামের একটা গেম নামালাম ফাটাফাটি একটা গেম।
এইটা কি resume হবে..?

    Level 0

    @Borhan Sultan: হ্যাঁ resume হবে। যারা গেম খেলতে চায় তারা কখনো এমবি বা সময়ের দিকে নজর দেয় না 😀

চমৎকার রিভিউ 🙂
ডাউনলোড করলাম, দারুন মজা 🙂
ধন্যবাদ দারুন এক্তি গেম শেয়ার করার জন্য

    Level 0

    @রাহুল এ্যাশ: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য 🙂

Level 0

stunning graphics and gameplay…. thanks for share bro. apnar kase Asphalt 7 heat game tar kono link ase…?

    Level 0

    @sifat19: টরেন্ট লিঙ্ক আছে। আমার সাথে ফেবুতে যোগাযোগ করুন।

Level 0

ভাই দুর্দান্ত একটা জিনিস, শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    @saif: আপনাকেও ধন্যবাদ ভাই, সুন্দর মন্তব্যের জন্য 🙂

@Sohag vai, apk file not available, showing ”
The file you were looking for could not be found, sorry for any inconvenience.’

please check , anyway nice post