দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি কোর অ্যাডভান্স নামে গ্যালাক্সি সিরিজের নতুন একটি স্মার্টফোন আনছে।গ্যালাক্সি সিরিজের User Experience বাড়াতে নতুন এই সংযোজন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে আগামী বছরের শুরুতেই স্মার্টফোনটি বাজারে আসতে পারে।এ বছরের জুন মাসে চার দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে সুবিধার গ্যালাক্সি কোর স্মার্টফোনটি বাজারে এনেছিল স্যামসাং।বর্তমানে দেশের বাজারে ১৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে গ্যালাক্সি কোর।
ব্যবহারকারিরা অন্যান্য গ্যালাক্সি সেটের মত এখানেও S Voice, S Translator, Sound & Shot, Group Play and Easy Mode ব্যবহার করতে পারবেন। এই সেটের সবচেয়ে আকর্ষণীও ফিচার Optical Scan,যার সাহায্যে যেকোনো image থেকে text নেওয়া যাবে।এছাড়াও text to speech , Voice Guided Camera,Instant Voice Recorder আছে।
গ্যালাক্সি কোর অ্যাডভান্স স্মার্টফোনটিতে থাকবে চার দশমিক সাত ইঞ্চি মাপের টিএফটি ডিসপ্লে। ১৪৫ গ্রাম ওজনের স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জেলি বিন সংস্করণ সমর্থন করবে। ডুয়াল কোরের প্রসেসরনির্ভর স্মার্টফোনটিতে এক গিগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ সুবিধাও রাখবে স্যামসাং। এ ছাড়াও থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধাও থাকবে। স্মার্টফোনটির পেছনে থাকবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সাদা ও নীল রঙের এ স্মার্টফোনটির দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।
Feature | Product Specifications |
Network | HSPA 14.4/5.76 Mbps GSM 850/900/1800/1900 MHz HSDPA 850/900/1900/2100 MHz (EUR) |
Processor | Dual Core 1.2 GHz |
Dimensions | 133.3 x 70.5 x 9.7 mm, 145g |
Display | 4.7” WVGA TFT |
Memory | 1GB RAM + 8GB Internal Memory, microSD up to 64GB |
Camera | 5MP AF + VGA |
Battery | 2,000 mAh |
OS | Android 4.2 Jelly Bean |
Connectivity | Wi-Fi b/g/n/, 2.4 GHz; USB 2.0 H/S; NFC; BT 4.0; GPS + GLONASS |
Features & Services | Sound & Shot, Group Play, S Translator, Easy Mode, S Voice, S Beam, Instant Voice Recorder, Voice Guidance (TTS, Voice Guided Camera, Text Reader), FM Radio |
সংগৃহীতঃ আমার ড্রয়েড
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074
দাম কত ভাই… ????