পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনার এন্ড্রয়েড রুট করুন নিজের ফোন থেকেই। পিসি,ক্যাবল,ড্রাইভার কোন কিছুই দরকার নেই।

আপনাদেরকে আজ দেখাব কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন রুট করবেন আপনার ফোন থেকেই তাও আবার কোন পিসি , ড্রাইভার এসব ছাড়াই।

FramaRoot এর কল্যাণে এখন ফোন রুট-আনরুট করা ডাল ভাত। কখন যে আপনার ফোন রুট করা হয়ে যাবে টেরই পাবেন না।

এবার আসি কাজের কথায় , এই সফটওয়্যার দিয়ে রুট করতে হলে আপনার ফোনটিকে অবশ্যই android 4.1 অথবা তার উপরের যেকোনো ভার্সন হতে হবে।

প্রথমে এখান থেকে FramaRoot. ( মাত্র 908 KB) ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে ওপেন করুন
তারপর Install SuperSU সিলেক্ট করুন। এরপর Boromir এ ক্লিক (টাচ) করুন। তাহলে একটি success মেসেজ দেখাবে এবং ফোন রিবুট করতে বলবে। এখন ফোন রিবুট করুন অর্থাৎ ফোন অফ করে আবার অন করুন। অন করার পর মেনুতে SuperSU নামে নতুন একটি অপশন দেখাবে।
****Congratulation****
আপনার ফোন এখন Rooted. ইনজয় করুন রুটেড ফোনের স্বাধীনতা আর ইউজ করুন অসংখ্য রুট এপ্লিকেশন।

আমি আমার W71 এভাবে রুট করেছি।
আমি আর একটা লিঙ্ক দিচ্ছি এখানে
১. রুট কি।
২. রুট করার টিউটোরিয়াল।
৩. Framaroot.apk
৪. BusyBox.apk
৫. Root Checker Pro.apk
এবং Mobile Uncle Tools.apk
এই ফাইল গুলো ZIP করা আছে।
Easy root .zip (মাত্র 4.81 MB) এই ফাইলটি ডাউনলোড করে আনজিপ করুন এবং How to Root এ দেওয়া টিউটোরিয়াল ফলো করুন তাহলে খুব সহজেই সফল ভাবে আপনার ফোনটি রুট করতে পারবেন।

Link: Framaroot.apk

https://www.dropbox.com/s/nikung8nz4bizrr/3.%20Framaroot.apk

Easy root .zip

https://www.dropbox.com/s/vlgtvu1fw229sn8/Easy%20root%20.zip

যেকোনো সমস্যা হলে এবং কোন কিছু না বুঝলে কমেন্ট করবেন আর কোন ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি tufantamim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Framaroot Samsung Galaxy S Duos s7562 support করবে কি? করলে, কত Version?

Level 0

ডাউনলোড লিঙ্কে সমস্যা…লিঙ্ক আপডেট করেন…

can i root my symphony T7i Tab by following this process?

And with beg respect to all, can anyone inform me about CWM backup process for my android device(Symphony T7i Tab)..? Please anyone help me…………………please……………

চরম চরম চরম!!!
ভাই যে ফাটিয়ে দিলেন। এমন সহজ পদ্ধতির রুটই তো খুজছিলাম। symphony w35 এ হবে তো।

Level 0

ভাই আপনার ফোন নাম্বারটা মেইল করা যাবে?
[email protected]

Level 0

রুট করার পর ইচ্ছে করলে আনরুট করে নেয়া যাবে?

Framaroot walton primo g1 এ support করবে কি? করলে, কত Version? আর এটা কি পূনাঙ্গ রুট? এতে কি ওয়ারেন্টি বাতিল হবে?

w65 root hobe ki?

ami sony xperia x8 use kri.
eta root hobe??

ভাই অনেক ধন্যবাদ। আমার Walton F3 রুট সাকসেস হয়েছে। আবারও ধন্যবাদ আপনাকে। আপনার যদি কখনও প্রিমিয়াম হোস্টিংয়ের প্রয়োজন হয় আমাকে বলবেন। আমি ফ্রি দিব আপনাকে ১ জিবি।

    @Techno Sabbir: সবার জন্য উন্মুক্ত ভাবে ৫১২ এমবি করেই দেন ভাই 😛

ভাই চরম। আমি success hoichi Symphony xplorer w68.অসেশ ধন্যবাদ।কিন্তু Symphony xplorer w35 e Framaroot ta kaj kore na.pls help.

Level 0

পূর্নাঙ্গ রুটের জন্য Easy Root.zip ডাউনলোড করেন। এটাতে সব কিছু একসাথে দেওয়া আছে। আর mobile uncle tools.apk দিয়ে আপনার ফোন থেকেই CWM Recovery ইন্সটল করা যাবে। আমার কাছে W71 এর জন্য মোডিফাইড CWM Recovery আছে, চাইলে লিঙ্ক দিতে পারি।

Level 0

ভাই আমার সিম্ফনি W71 প্লিজ এটার CWm টা দেন।

Level 0

নতুন একটা টিউটোরিয়াল লিঙ্ক দিচ্ছি, এটাতে রুট করার বিস্তারিত পদ্ধতি ও CWM ইন্সটল করার পদ্ধতি দেওয়া আছে। মাত্র 6 KB. সবাই এটা ডাউনলোড করে নিন। আর যারা এখনও ফোন রুট করেননি তারা FramaRoot দিয়ে চেষ্টা করতে পারেন, এটা দিয়ে Root-Unroot দুটোই করা যায়।

টিউটোরিয়াল লিঙ্কঃ
https://www.dropbox.com/s/fd2ctkt2bkxcd24/2.%20How%20to%20Root.html

W71 এর cwm নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। recovery.img এবং MT6577_Android_scatter_emmc.txt
দুটোই ডাউনলোড করবেন এবং Easy Root.zip ফাইলটাও ডাউনলোড করে নিন এবং লিঙ্কে দেওয়া টিউটোরিয়াল ফলো করুন।

cwm (only for W71) লিঙ্কঃ
https://www.dropbox.com/sh/j1mq9bmamb7bz34/xuYK2ncaZG

Level 0

CWM কিভাবে ইন্সটল করবো একটু যদি বলতেন কষ্ট করে

Level 0

apnake chommma dite echa kortace. root kore felce. thxxxxxx

Level 0

টিউটোরিয়াল পেয়েছি ধন্যবাদ। তবে CWm recovery এটা কি ইংলিশ ভার্শন? আর ফার্মা রুট পদ্ধতিতে রুট করলেও কি ওরান্টি ভয়েড হিয়ে যাবে?

How to Root Samsung Google Nexus S?

Level 0

যারা যারা আমার দেওয়া পদ্ধতিতে তাদের ফোন রুট করতে পেরেছেন তাদের সবাইকে
****Congratulation****

আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি ছোট ছোট এপ্লিকেশনের লিঙ্ক দিচ্ছি যেগুলো রুট এক্সেস ছাড়া ইউজ করা যায়না।
এগুলো দিয়ে ফোনের র‍্যাম , রম বাড়াতে পারবেন, প্রসেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন ইন্টারনেটের ডেটা খরচ কমাতে পারবেন, ফোনের অরিজিনাল এপ্লিকেশন রিমুভ করা ছাড়াও আরও অনেক কিছু।

লিঙ্কঃ
https://www.dropbox.com/sh/9sy12somkbdfxsi/V52IrSc-Ak

ভাই অনেক ধন্যবাদ W68 Rut করলাম!! কিন্তু Framaroot soft টা uninstall দিলে কি কোন problm হবে???

Level 0

symphony w10 এ হবে কি?

Level 0

ভাইয়া আমি HTC ONE X root করতে গিয়ে স্টার্ট স্ক্রীনে “simply brilliant ” এ আটকে গিয়েছি । please help me out from this inconvenience . আপনি আপনার ইমেইল or সেল নম্বরটা আমাকে দিলে আমি আপান্র সাথে contact করব। [email protected]

samsung galaxy note3 রুট করা যাবে????

Level 4

অনেক অনেক /ধন্যবাদ / আপনাকে ,আমি maximus max908 করেছি!

samsung galaxy star pro (GT7262) কোন app দিয়ে রুট করতে হবে? দরকার হলে pc ব্যবহার করতে পারি। শুধু রুট হলেই হবে।

ভাই আমার sony st26i রুট করতে পারতাসিনা।
দয়াকরে গরিবেরে একটু উপকার করেন।

ভাই symphony T7 pro আপডেট করতে গিয়ে Error আসছে। এখন কিছুই হচ্ছে না।কি করতে পারি?