আপনাদেরকে আজ দেখাব কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন রুট করবেন আপনার ফোন থেকেই তাও আবার কোন পিসি , ড্রাইভার এসব ছাড়াই।
FramaRoot এর কল্যাণে এখন ফোন রুট-আনরুট করা ডাল ভাত। কখন যে আপনার ফোন রুট করা হয়ে যাবে টেরই পাবেন না।
এবার আসি কাজের কথায় , এই সফটওয়্যার দিয়ে রুট করতে হলে আপনার ফোনটিকে অবশ্যই android 4.1 অথবা তার উপরের যেকোনো ভার্সন হতে হবে।
প্রথমে এখান থেকে FramaRoot. ( মাত্র 908 KB) ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে ওপেন করুন
তারপর Install SuperSU সিলেক্ট করুন। এরপর Boromir এ ক্লিক (টাচ) করুন। তাহলে একটি success মেসেজ দেখাবে এবং ফোন রিবুট করতে বলবে। এখন ফোন রিবুট করুন অর্থাৎ ফোন অফ করে আবার অন করুন। অন করার পর মেনুতে SuperSU নামে নতুন একটি অপশন দেখাবে।
****Congratulation****
আপনার ফোন এখন Rooted. ইনজয় করুন রুটেড ফোনের স্বাধীনতা আর ইউজ করুন অসংখ্য রুট এপ্লিকেশন।
আমি আমার W71 এভাবে রুট করেছি।
আমি আর একটা লিঙ্ক দিচ্ছি এখানে
১. রুট কি।
২. রুট করার টিউটোরিয়াল।
৩. Framaroot.apk
৪. BusyBox.apk
৫. Root Checker Pro.apk
এবং Mobile Uncle Tools.apk
এই ফাইল গুলো ZIP করা আছে।
Easy root .zip (মাত্র 4.81 MB) এই ফাইলটি ডাউনলোড করে আনজিপ করুন এবং How to Root এ দেওয়া টিউটোরিয়াল ফলো করুন তাহলে খুব সহজেই সফল ভাবে আপনার ফোনটি রুট করতে পারবেন।
Link: Framaroot.apk
https://www.dropbox.com/s/nikung8nz4bizrr/3.%20Framaroot.apk
Easy root .zip
https://www.dropbox.com/s/vlgtvu1fw229sn8/Easy%20root%20.zip
যেকোনো সমস্যা হলে এবং কোন কিছু না বুঝলে কমেন্ট করবেন আর কোন ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি tufantamim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Framaroot Samsung Galaxy S Duos s7562 support করবে কি? করলে, কত Version?