symphony w125 স্টকরমে ক্যামেরা সমস্যা! SOLVED

সিম্ফনী w125 এর স্টকরমে থার্ডপার্টি ক্যামেরা অ্যাপ্লিকেশন(যেমনঃ Camscanner, Goggles, Barcode scanner ইত্যাদি) ব্যাবহার করতে গেলে প্রিভিউ বা তোলা ছবি অন্ধকার দেখায়। এই সমস্যা সমাধানের জন্য আপনার ডিভাইস অবশ্যই Rooted এবং কাস্টম রিকভারী(যেমন CWM) Flashed থাকতে হবে।

রুট ও রিকভারীর জন্যঃ

কিভাবে রুট করবেন তার জন্য এই লিঙ্কে এবং কাস্টম রিকভারী ফ্লাশ করার জন্য এই লিঙ্কে -র সহযোগিতা নিতে পারেন।

ক্যামেরা সমস্যা সমাধানের জন্যঃ

এই লিঙ্ক থেকে ফ্লাশ ফাইলটি ডাউনলোড করে SD Card এ রাখুন। Mobile Uncle Tools অ্যাপলিকেশন থেকে রিকভারীতে প্রবেশ করুন অথবা ফোন বন্ধ করে চালু করার সময় Power+Vol Up বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে রাখুন।

যেহেতু এটি CWM রিকভারী তাই টাচ কাজ করবে না। আপনাকে ভলিউম আপ ডাউন করে কাজ করতে হবে এবং সিলেক্ট করার জন্য Power বাটন প্রেস করতে হবে।

এবার Install zip from sdcard সিলেক্ট করুন। তারপর Choose zip from sdcard সিলেক্ট করুন। অতঃপর W125 Camera Fix.zip ফাইলটি সিলেক্ট করুন। ফ্লাশ হয়ে গেলে রিস্টার্ট দিন।

ব্যস!

Level 0

আমি russell310। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhai please symphony w90 er jonno akta jellybean or kitkat custom rom din i need it badly 🙂

    Level 0

    @Âßîr Hóssãìñ: Bro, Ektu kosto kore Google search koren. Ar amr chokhe porle janabo.

Root korle warranty r thake na aita, ki shotto?

    Level 0

    @tousif rehman: Ji Sotto. Tobe apni unroot korte paren.

      @russell310: unroot korle ki warranty thakbe?

        Level 0

        @tousif rehman: Apno root korai agrohi hole koren, cwm diye backup rekhe den. Warrantyr dorkar hole backup theke restore kore diye unroot korlei ar kono problem nei.

রাসেল ভাই, আপনি কি টিউনটি করার আগে নিজে পরীক্ষা করে নিয়েছিলেন ?

যদিও আমার আপনার মতো ক্যাম স্ক্যানার, বারকোড ভিউয়ার ইত্যাদিতে সমস্যা পাইনি তবুও আপনার সংগ্রহ করা এই জিপটি আমি ইন্সটল করে দেখতে চেয়েছিলাম যে বাগ ফিক্স করায় কতটা ভালো হয়েছে । মনে করেছিলাম যে বাগ ফিক্স না হলেও মূল কোয়ালিটি ঠিক থাকবে । কিন্তু ইন্সটল করার পর ক্যামেরার “আটোফোকাস” তো কাজ করেই না উপরন্তু ভিউফাইন্ডারের মাঝ বরাবর হালকা নীলাভ হয়ে থাকে !!!!

আপনি পরীক্ষা করে টিউন করলে এমন কেন হল সেটাও একটা বাগ, কিন্তু পরীক্ষা না করে টিউন করলে বলবো এই টাইপের টিউনের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হয়ে টিউন করা উচিৎ ।

    Level 0

    @রুমার: ভাই, আপনার সমস্যার জন্য দুঃখিত। আমি আমার ফোনে ফ্লাশ করে নিশ্চিত হয়েই পোস্ট করেছি। আমার ফোনে এই ধরণের সমস্যা হচ্ছে না। সমস্যা সমাধান না হলে প্লিজ মেইল করবেন। [email protected]

    Level 0

    @রুমার: ভাই, আপনার যদি ব্যাকআপ না থাকে তাহলে আপনি https://www.dropbox.com/s/m6ads42wqdtf40x/W125%20Stock%20Camera.zip ফ্লাশ করে নিন। আশা করি সমস্যা সলভ হবে। না হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

      @russell310: ধন্যবাদ ভাই … আমার স্টক রম ব্যাক-আপ করা আছে …

        Level 2

        রাসেল ভাই@রুমার: ভাই আপনার স্টক ক্যামেরা রম টা কি শেয়ার করতে পারবেন। খুব ভালো হয়।

ভাই স্টক রম ব্যাকআপ কোন স্যিস্টেম থেকে করে দয়া করে জানাবেন।

    Level 0

    @Sakib Hossen: ভাই আপনার প্রশ্ন বুঝতে পারলাম না। আপনি যদি স্টক রম ব্যাকআপ কিভাবে করে এই প্রশ্ন করেন তবে,
    CWM Recovery দিয়ে ব্যাকআপ নিতে পারবেন।

Level 2

ভাই বাগ ফিক্স হইছে কিন্তু আর বড় বাগ দেখা দিছে। ফ্ল্যাশ দিবার পর থেকে ফ্রন্ট ক্যামেরা আর কাজ করে না। :/
হেল্প করেন প্লিজ।

    Level 0

    @Nasir Rony: ভাই, http://forum.gsmhosting.com/vbb/f781/firmware-stock-rom-symphony-w125-stock-rom-1682712/ ফলো করতে পারেন, ফুল রম দেয়া আছে।

      Level 2

      @russell310: ভাই এই স্টক রম এ কি ক্যামেরা প্রব্লেমটা ঠিক হবে? নাকি আবার আগের মত থার্ডপার্টি ক্যামেরা অ্যাপ্লিকেশনে ক্যামেরাতে তোলা ছবি অন্ধকার হবে।

        Level 0

        @Nasir Rony: অন্ধকার হবে