সিম্ফনী W125 এ গান কোয়ালিটি নিয়ে অনেকেই হতাশ ছিলেন। আশা করছি আপনাদের হতাশার অনেকাংশই পূরণ হবে।
এজন্য প্রথমেই প্রয়োজন একটি রুটেড ডিভাইস। এতদিনে হয়ত রুট করেছেন অলরেডি। আর যদি না করে থাকেন রুট করার প্রকৃয়া আপনি Android কথন থেকে দেখে নিতে পারেন। আর প্রয়োজন হবে Root explorer যা আপনি পেতে পারবেনঃ এই লিঙ্ক থেকে
প্রথমে এই ফাইলটি ডাউনলোড করুন। মুলত এটি গুগলের Play Music ফাইল। এবার Root Explorer এর সাহায্যে GN_Music.apk এবং GN_Music.odex ডিলিট করে দিন বা নিচের চিত্রের মত ব্যাকআপ রেখে দিন।
এবার ডাউনলোডকৃত GN_Music.apk টি root/system/app এ পেস্ট করুন এবং সকল প্রকার নোটিফিকেশন অ্যালাউ করুন। এবার ফাইলটি কিছুক্ষণ প্রেস করে রাখলে Permission নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে নিচের চিত্রের মত অপশনগুলোতে টিক চিহ্ন রেখে বাকি গুলো টিক উঠিয়ে দিয়ে OK প্রেস করে বেড়িয়ে আসুন এবং ফোন রিস্টাস্ট দিন।
এবার অ্যাপমেনুতে প্লে মিউজিক নামে একটি অ্যাপ দেখতে পারবেন। এখানের Settings অপশনে যেয়ে আপনি Equalizer অপশন এ আপনার পছন্দ অনুযায়ী সেট করে গান শুনুন।
আমি russell310। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
app install hoyna. details bolun