ওয়াল্টন হল আমাদের দেশি ব্রান্ডের স্মার্ট ফোন ও ইলেকট্রনিক্স পন্য সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান । একের পরে এক অসাধারন ফিচারের স্মার্ট ফোন ওয়াল্টন বাজারে এনে ক্রেতা ও বিক্রেতাদের মন কেড়েছে । আমি নিজেও ব্যাক্তিগত ভাবে আগে সিম্ফনি ব্যাবহার করতাম এই জন্য আমি একটা নতুন ফিচারের ফোন কিনতে বাজারে গিয়েছিলাম আমার পছন্দ ছিল সিম্ফনি w140 কিন্তু এই একই দামের ভিতরে ওয়াল্টনের একটা সেট ছিল প্রিমো আর ২ , এক কথায় সিম্ফনি w140 এই সেটের কাছে কিছুই না ,
যাই হোক না কেন এটা আমার ব্যাক্তিগত মতামত, এবার আমাদের টিউন সম্পর্কে আসি , ওয়াল্টন তাদের নতুন ফোন প্রিমো এক্স ৩ বাজারে নিয়ে আসার কথা চিন্তা করতেছে, জদিও এখন পর্যন্ত ওয়ালটনের পক্ষ থেকে কিছুই জানানো হয় নি তবে নির্ভর যোগ্য সুত্রে পাওয়া তথ্য জানা গেছে যে এই ফোনে নিম্ন লিখিত ফিচার থাকতে পারে ।
এই সেট এর দাম ধরা হতে পারে ৩২০০০/- হাজারের কাছাকাছি
সৌজন্যে: মোবাইল বাজার
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৩২,০০০৳ হলে ভাল ব্রান্ডের (স্যামসাং/সনি) সেট কেনাই যুক্তিসম্মত।