দুনিয়ার যে কোন স্থান থেকে আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।

শিরনাম দেখেই নিশ্চই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর একটি কথা এই বিষয় নিয়ে টেকটিউনস এ টিউন আছে কিনা আমি তা জানি না। যদি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

১. মনে করুন আপনি বাসায় মোবাইলটি রেখে গেলেন এখন আপনার জরুলী এস.এম.এস/ ফোন আসতে পারে সে গুলো ত দেখার কোন সুযোগ নাই। তাই না? কারণ আপনি ফোন থেকে অনেক দুরে আছেন।
২. এই সমস্যার সমাধান করে দিচ্ছে  mysms.com অথবা http://www.mysms.com/index.php  প্রথমে এই সাইচে গিয়ে দুইটি জিনিস করতে হবে। আপনার মোবাইল অনুসারে (এন্ডয়েড, আইফোন, ইত্যাদি) মোবাইল এর জন্য Apps Download করবেন। এবং আপনার কম্পউটারের জন্য অপারেটিং সিস্টেম অনুসারে (Windows Xp, Windows 7, Mac) Software download করবেন। তবে ভাল হয় যদি কম্পিউটারের জন্য প্রথম সফটওয়ারটি ডাউনলোড করে Next, Next করে সেট দিলেই আপনার ফোন নাম্বার চাওয়া হবে। আপনি আপনার নাম্বারটি দিবেন।

৩. আপনার মোবাইলে চলে আসবে একটি এস.এম.এস সেখান থেকেই আপনি পাবেন মোবাইল এর জন্য Apps download করার লিংক। আর আপনি চাইলে সরাসরি প্লে-স্টোর থেকেই ডাউনলোড করতে পারেন।
লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mysms.android.sms


৪. আর এই সব গুলো এই পর্যন্ত আসা পর্যন্ত আপনার মোবাইল এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা দরকার সেটি নিশ্চই বুঝতে পেরেছেন।

৫. মোবাইলে যে Apps টি ইনস্টল করবেন সেটির সেটিং অপশানে গেলেই আপনি পেয়ে যাবেন কি কি কাজ দুরবর্তী স্থান অথাৎ আপনি অনলাইন এর মাধ্যমে আপনি সুযোগ সুবিধা পাবেন তা নিধারণ করতে হবে। যেমন। কল-লগ দেখা, ফোন রিসিভ করা, মেইল, ড্রপবক্স, গুগুল ড্রাইভে এস.এম.এস যাবে কি না। এই গুলো।

৬. আপনি এখন https://app.mysms.com যান, আপনার যে নাম্বারটি দিয়েছিলেন এবং পাসওয়াড দিয়েছিলেন কম্পিউটারের সফটওয়ার সেটআপদেওয়ার সময় সেটি দিন। যদি না দিয়ে থাকেন তা হলে নতুন করে Sign up করে নিন।

৭. এখন আপনার মোবাইলটি যেখানেই থাকুক না কেন যদি ইন্টারনেট কানেক্ট থাকে তা হলে সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন : (আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।)

৮. আর যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্সন না থাকে অথবা বন্ধ অবস্থায় থাকে তাহেলে সর্বশেষে যে লগিং করেছিলেন সেই অনুসারে এস.এম.এস. / কল -লগ/ আর কন্টাক নাম্বার গুলো দেখতে পারবেন।

যাই হক একটু চেষ্টা করুণ কাজে লাগার মইত একটি জিনিস। আমি নিজে ব্যবহার করে সকল কিছু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেউ সমস্যায় পরেন অবশ্যই আওয়াজ দিবেন।

ফেইসবুক এ আমি: https://www.facebook.com/Mehedi6060
[email protected]
বানান ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।

Level 0

আমি মেহেদী হাছান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইটে ৪০৪ ইরর দেখাচ্ছে ।

http://www.mysms.com/index.php বস আর একবার ট্রাই করেন । প্লিজ।

rose333@ আমার পোস্টের সাথে আপনার কমেন্টর কি সম্পর্ক রয়েছে বলুনত। আমি এডমিনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরুধ করব।

ধন্যবাদ , এইবার হইছে । এইরকম টিউন আরও আশা করছি ।

Level 0

ভাই এইখান থাইকা কি ফ্রী এসএমএস পাঠানো যাবে

hasib_reza@ sorry free sms pathano jay na..
free sms ar jonno http://afreesms.com/ use koren…

Level 0

valoiiiiiiiiiiii laglo vai

xossarif@ Thanks.

Level 0

আতাকি simbin phone hebe na ?

Level 0

Thats nice.