অ্যান্ড্রয়েড প্লে storyage সরাসরি ইন্সটল হওয়া এ্যাপস Backup রাখুন মেমোরিতে।

অ্যান্ড্রয়েড প্লে storyage সরাসরি ইন্সটল হওয়া এ্যাপস Backup রাখুন মেমোরিতে।

আসসালামু আ্লাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আমার প্রথম টিউন। আশা করি আগামীতে ও আপনাদের আর ভালো ভালো টিউন উপহার দিতে পারবো।
আজকের টিউন টি হল কিভাবে অ্যান্ড্রয়েড প্লে storyage সরাসরি ইন্সটল হওয়া এ্যাপস Backup রাখবেন।

যারা প্লে storyage থেকে এ্যাপস ইন্সটল করি। পরবতটিতে ফোন Factory data Reset করার পর আপনার ফোনের সব এ্যাপস Data চলে যায়।
তার কারনে বার বার ইন্সটল করার জামেলা আপনাকে ভোগ করতে হয়।
আর নয় বার বার ইন্সটল করার জামেলা। Clean Master যার ধারা অ্যান্ড্রয়েড ফোনের Backup রাখতে পারবেন। আগে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করুন। তারপর ইন্সটল করুন। এবার Clean Master ওপেন করুন।

তারপর App Manager ওপেন করুন। উপরে Uninsttaller Backup এবং Move লেখা Uninsttaller এ প্রবেশ করুন। এবার যে এ্যাপস গুলো Backup রাখতে চান সে গুলো selecet করুন। এবার নিচের Backup এ টাচ করুন। এখন আপনি আপনার মেমরিতে Clean Master এ আপনার প্রয়োজনীয় ফাইল গুল পেয়ে যাবেন।

ডাউনলোড করুন।

আজকের জন্য আতুটকই। আবার আসব নতুন কিছু নিয়ে।

অ্যান্ড্রয়েড এ্যাপস আমার পেজ"

আপনার প্রয়োজনে আমি ফেসবুক এ আছি ।

Level 0

আমি Tamim Ikbal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice post……..

Android Assistant এ ও এই কাজটি করা যায়।