মনে হচ্ছে এক বছর পরে লিখছি 😀 আপনারা কেমন আছেন? আমি ভালো নেই কারন আমার আগের TT ID টার টিউনারশিপ বন্ধ করে দিয়েছে টেকটিউন্স। তবে আমার দোষ আছে বলেই বন্ধ করা হয়েছে কিন্তু আমাকে জানানো হয়নি কতদিনের জন্য বন্ধ করা হয়েছে নাকি আজীবনের জন্য বন্ধ করেছে কে জানে! টেকটিউন্স ডেস্কে বলেছি, ১ সপ্তাহ পরেও কোন সাড়া পাই নি, ৯০ টা পোস্ট এখনো Unmarked আছে 🙁 আমার মনে টেকটিউন্সের এডমিন সংখ্যা বাড়ানো দরকার। আপনারা কেউ হেল্প করতে পারলে জানাবেন।
এবার কাজের কথায় আসি, অনেক মজার একটা অ্যান্ড্রয়েড গেম শেয়ার করবো আপনাদের সাথে। গেমটার নাম Ant Smasher কাজ হচ্ছে পিঁপড়া মারা 😛 অন্যরকম বলে মনে হচ্ছে তাই না?
আসুন কিছু স্ক্রীনশট দেখি।
স্ক্রীনের উপর পিঁপড়া হাটবে আপনার কাজ শুধু পিঁপড়া গুলোকে টাচ করা। মাঝে মাঝে মাছিও আসবে, প্রজাপতির আন্ডা ও আসবে সব মারবেন খালি মৌমাছি দেখলে ছেড়ে দেবেন। আপনার বন্ধুদের কেও চ্যাপ্টা করতে পারবেন সেজন্য Smash Your Friend এ ক্লিক করে ছবি সিলেক্ট করে দিন। আপনার স্কোর ফেসবুকে ও শেয়ার করতে পারবেন। আমার স্কোর ১৫০০ 😀
প্রথম দিকে খুব সহজ মনে হবে কিন্তু স্কোর যখন ২০০ হবে আপনি পিঁপড়া চেহারা ভুলে গিয়ে মৌমাছিকেই মারবেন আর নিজে মরবেন 😀 পোলাপাইনের জন্য আদর্শ গেম এটা তবে বড়রা খেলেও সমান মজা পাবেন।
ডাউনলোডঃ সাইজ মাত্র ৮ এমবি
আবার বলছি মৌমাছি ছাড়া বাকি সব মারবেন। পারলে মোবাইলটা মুরগীর সামনে নিয়েন দেখবেন সেও পিঁপড়া খাইতে পারে 😀
ধন্যবাদ, পোস্টের প্রথমে যে বিষয়টা লিখেছি একটু পরবেন। আমার মনে হয় কাউকে ব্লক করলে জানানো উচিৎ যে Permanently করা হয়েছে নাকি সীমিত সময়ের জন্য, আপনাদের কথা এডমিনরা শুনবে আমার কথা না শুনলেও।
গেমটা মজা না লাগলে এমবি ফেরত দেব, ফেরত পেতে প্রতিদিন সকাল ৬ টায় ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে 😀
আমি Sohag। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.techtunes.io/tuner/mad-singer-sohag
স্কোর ফেসবুকে ও শেয়ার করতে ki korta hoba??