Samsung Galaxy Tab 3 8.0 হ্যান্ডস অন রিভিউ

স্মার্টফোন এর বাজারে মোবাইল ডিভাইস এর সাথে সাথে ট্যাবলেট ইউজার ও বেড়েছে অধিক হারে। আর ২০১০ থেকে এই পর্যন্ত ট্যাবলেট এর অ্যাওয়ার্ড এর প্রায় বেশিরভাগ এ নিচ্ছে Samsung.  Samsung তাদের Galaxy Tab এর সাথে আমাদের পরিচয় করায় ২০১০ সালে এবং সেটিই ছিল প্রথম এন্ড্রয়েড ট্যাবলেট। প্রথম সেই ট্যাবলেট টি ছিল ৭ ইঞ্চি। তবে পর্যায়ক্রমে আমরা Samsung থেকে পেলাম 8.9 &  10.1 inch এর ভার্সনগুলো। গত বছর Samsung বাজারে দিয়েছে Galaxy Tab 2 তবে ২০১৩ তে নতুন ট্যাব আমরা পেয়েছি Tab 3.  এই ট্যাব টি নিয়ে অনেকে হ্যান্ডস অন রিভিউ চেয়েছেন। তাই আজ লিখতে বসে গেলাম। চলুন দেখে নেই Samsung Galaxy Tab 3 8.0 হ্যান্ডস অন রিভিউ।

Galaxy Tab 3.8.0 hands on review
Samsung Galaxy Note 3.8.0 White
Samsung Galaxy Note 3.8.0

Design: প্রথমেই আসি ট্যাবটির ডিজাইন সম্পর্কে। ট্যাবটি প্রথম দেখাতেই আপনি বুঝতে ভুল করবেন না জে  Samsung এর প্রোডাক্ট। কারণ ট্যাব টি দেখতে অনেকটা Samsung Galaxy S3 এর মত। বলা জায় এস ৩ এর বড় ভার্সন এটি। এস৩ এর মত এটিতে থাকছে হোম বাটন , ক্যাপাসিটিভ বাটন ও ব্যাক বাটন। ট্যাব টি White, Gold দুই কালার এর রিলিজ করা হয়েছে এবং ব্যাক ক্যামেরা টি দেয়া হয়েছে উপরের লেফট কর্নার এ ।

Samsung Galaxy Tab 3 camera review

ডিভাইসটি প্রায় 309.1 গ্রাম এবং 7.36mm চিকন যদিও নেক্সাক্স ৭ থেকে একটু হেভি। বাটন ও পোর্ট সম্পর্কে বলতে গেলে উপরের কর্নার এ থাকছে মাইক্রোফোন জ্যাক এবং ডান সাইড এ থাকছে পাওয়ার বাটন এবং তার নিচেই থাকছে ভলিউম বাটন দুইটি। ডিভাইস টির বটম এ থাকছে মাইক্রইউএসবি পোর্ট এবং দুইটি stereo speakers। এছারাও ডিভাইস এর অপর পাশে থাকছে মাইক্রোএসডি কার্ড স্লট।

samsung galaxy note 3 review hands on

tab 3 review

galaxy note 3 price in bangladesh

Hardware: Galaxy Tab 3 8.0 তে থাকছে 8-inch WXGA (1200 x 800) TFT ডিসপ্লে যা 189 ppi, 1.5GHz dual-core Exynos 4212 Dual SoC প্রসেসর, Mali 400MP GPU, 1.5GB of RAM এবং ১৬ অথবা ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।এছারাও  microSDXC স্লট এ থাকছে আপটু ৬৪ জিবি পর্যন্ত সাপোর্ট। Samsung এর এই ট্যাব টিতে আপনি পাচ্ছে ৫ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 1.3MP ফ্রন্ট ফেইসিং ক্যামেরা। তবে এটার ব্যাটারি থাকছে খুব পাওয়ারফুল। কারন এই ট্যাব এ স্যামসাঙ দিচ্ছে 4,450mAh, IR ব্লাস্টার। এই ট্যাব টি নেটওয়ার্ক এর উপর ভিত্তি করে তিনটি ভার্সন এ পাবেন যেমন- WiFi only, 3G & WiFi, and 4G/LTE & WiFi।

samsung galaxy tab 3 in bd

Camera:  আগেও বলেছি ডিভাইসটিতে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অনেকের মনে প্রশ্ন জাগতে  তাই বলে নিচ্ছি এই ট্যাব এ ৫ মেগাপিক্সেল ক্যামেরাটি mediocre এবং ফ্রন্ট এ থাকছে ১.২ মেগাপিক্সেল ফেসিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি ভিডিও চ্যাট এর জন্যে অনেকটা ভালো হলেও একটু স্টিল টাইপ ইমেজ কেপচার করে বলে আমার মনে হয়। এছারাও ক্যামেরা অ্যাপ এ থাকছে ”Sound and Shot” ও “Beauty Face” ফিচার যা ডিফল্ট এ দেয়া হয়েছে। তবে এতে HDR shots পাচ্ছেন না এবং বাই ডিফল্ট ৩.২ মেগাপিক্সেল মুড একটিভ করা আছে মেইন কেমেরায়।

samsung galaxy note 3 camera

Performance:  Samsung এর এই ট্যাব টিতে দেয়া হয়েছে Exynos 4212 dual-core processor clocked at 1.5GHz এবং 1.5GB of RAM।  যদিও কনফিগ টা অতটা খারাপ না তবে আধুনিক ট্যাব হিসেবে আরেকটু ফাস্ট হউয়া দরকার ছিল বলে আমার মনে হয়।

অনেকে আবার বেঞ্চমার্ক এর দিকে প্রায়োরিটি দিয়ে থাকেন তাই আপনাদের জন্যে AnTuTu টাই দিলাম যেখানে ট্যাব টি স্কোর রয়েছে ১০হাজার এর ঘরে। তবে তুলনামূলক ভাবে অন্য ডিভাইস গুলো এর চেয়ে ডাবল স্কোর করছে বেঞ্চমার্ক এ।

samsung galaxy tab 3 banchmark test

Battery: পারফর্মেন্স স্কোর টা তুলনামূলক ভাবে কম হলেও ব্যাটারি রিভিউ করতে গিয়ে রিতিমত অবাক হতে হল। কারন এই ট্যাব টি অসাধারণ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। কারন ডিভাইস টিতে দেয়া হয়েছে 4450mAh সমৃদ্ধ ব্যাটারি। আপনি নরমাল ইউজ করলে ডিভাইস টি প্রায় ১-২দিন ব্যাকআপ দিবে এবং হেভি ইউজ এ প্রায় ১১-১৪ ঘণ্টা ব্যাকআপ পাবেন ব্যাটারিতে যা ইউজারকে এই ট্যাব এর প্রতি আকৃষ্ট করছে।

samsung galaxy tab 3 battery

Software: Samsung এর এই ট্যাব টি বাই ডিফল্ট Android 4.2.2 তে রিলিজ করা হয়েছে তবে এতে আপনি গুগল এডিশন পাচ্ছেন না। আপনাকে স্যামসাঙ এর TouchWiz ইউজার ইন্টারফেস ইউজ করতে হবে। তবে স্মার্টফোন এর ইন্টারফেস ও ট্যাব এর ইন্টারফেস এ কিছুতা ভিন্নতা পাবেন যদিও উভয় touchWiz ইন্টারফেস । এছারাও কিছু আলাদা সফটওয়্যার ফিচার ও থাকছে এতে। নিচে কিছু ইন্টারফেস ও ফিচার এর স্ক্রিনশট দিলাম।

samsung galaxy tab 3

ট্যাব ৩ 2013-08-08 22.15.55

এই হল Samsung Galaxy Tab 3.8.0। ওভারঅল দেখতে গেলে ডিভাইসটি খারাপ না। ১০ থেকে আমি এটাকে ৮ দিবো। এবং প্রাইস নিয়ে যদি বলতে যাই তাহলে অতো বেশি ও না কারন তিনটি ভার্সন এর প্রাইস একটু কম বেশি হলেও আমি মনে করি স্যামসাঙ ইউজার এর নাগালের মদ্ধেই আছে। এছারাও আপনি যদি এই ট্যাবটি কে অ্যাপেল এর নতুন আইপেড মিনি এর সাথে তুলনা করেন তাহলে অপারেটিং সিস্টেম এবং প্রাইস দুইদিক থেকেই স্যামসাঙ এর এই ট্যাব টি এগিয়ে আছে।

Don't expect anything mind-blowing in the camera department

The Tab's battery has a hair more juice

সুতরাং ট্যাবলেট লাভাররা স্যামসাঙ এর এই ট্যাব টি অনায়েসে নিতে পারেন। তবে যদি পারফর্মেন্স আরেকটু ভালো ও সফটওয়্যার আপটুডেট ইউজ করতে চান তাহলে আমার পছন্দ নেক্সাস৭।

আমার অ্যান্ড্রয়েড ব্লগ

Level 0

আমি Androidbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai amar s3 ICS gt i9300 ke kivabe jellybean e update korbo r update korle ki subidha pawaa jabe ektu kindly kew help koren please……….

    @abuhamja96: আপনাকে আপনার ফোনের about অপশন এর স্ক্রিনশট মেইল করতে বলেছিলাম

Level 0

vei ipad to ipad e er sathe compare kre lav nei.

হাতের মুঠোয় 3G. এজন্য অনেকেই Smart Phone কিনতে চান। যারা Samsung Galaxy Core কিনতে চান তারা আর কিনেন না। Samsung Galaxy Core নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যেন আমার মতো বিপদে না পড়েন।
আমি গত 17/09/2013 ইং তারিখে একটি Samsung Galaxy Core কিনি। এরপর থেকেই বিভিন্ন সমষ্যা দেখা দিতে থাকে (যেমন- ব্রাউজিং, গ্যালারীতে ছবি দেখা এবং গেম খেলার সময় হ্যাং হয়ে যাওয়া) এছাড়াও ব্যাটারীর সমষ্যা তো আছেই । তারপর আমি গত 02/10/2013 ইং তারিখে ধানমন্ডি এ.আর প্লাজা (সামস্যাং এর কাষ্টমার কেয়ার) এ নিয়ে যাই। তারা আমাকে বললো আগামি 04/10/2013 তারিখে এসে আপনার ফোন সেট টি নিয়ে যাবেন। 04/10/2013 তারিখ সকালে +8809612300300 (স্যামস্যাং কেয়ার এর নাম্বার) থেকে কল দিয়ে বললো আপনার সেট টি ওকে আছে এসে নিয়ে যান। এর পর আমি কেয়ার সেন্টারে যাই এবং সেখান থেকে বললো আপনার সেট টি এখনও ঠিক হয় নি দুই দিন পরে এসে নিয়ে যাবেন। এর পর 06/10/2013 তারিখে আমি +8809612300300 নাম্বারে ফোন দিলাম তারা বললো আপনার সেটটি ওকে আছে এসে নিয়ে যেতে পারেন। যথারীতি আমি সেটটি আনতে এ.আর প্লাজাতে যাই কিন্তু সেখানে যাবার পর তারা বললেন আপনার সেট টি তে IMEI দেওয়া হয় নি । তাই আপনাকে আমরা সেট টি দিতে পারছিনা। (চিন্তা করেন মেজাজ টা কেমন গরম হতে পারে আর কেমন সার্ভিস)। তারপর তারা বললেন আগামী 30/10/2013 তারিখের আগে আপনাকে সেটটা দিতে পারছিনা। 30/11/13 তারিখে যাওয়ার পরে বললো যে ডাটা কেবল দিয়ে IMEI দিতে হয় তা আমাদের কাছে নেই । ইন্ডিয়া থেকে আনতে হবে আপনি আরো কিছুদিন অপেক্ষা করেন। এই হলো স্যামস্যাং এর সার্ভিস। কথা, কাজ ও সার্ভিসের কোন মিল নেই। যতটুকু জানতে পারলাম স্যামস্যাং এর বাংলাদেশে সার্ভিস খুব একটা ভালো না। তারা বাংলাদেশের সার্ভিস নিয়ে মাথাঘামায় না। এজন্য যারা আমার মতো Samsung Galaxy Core কিনেছেন তারা সার্ভিস নিতে গেলে ভেবে নেবেন। আর যারা কিনতে চান তারা দয়া করে কিনবেন না। আর পারলে স্যামসাংকে বাদ দিয়ে অন্য ব্রান্ডের ফোন কেনার চেষ্টা করুন। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে তারা অনেকে লুমিয়া বা Xperia নিয়ে ভালো আছে।
বিশেষ করে বাংলাদেশী যারা তারা আমার মতো বিড়াম্বনায় পড়তে না চাইলে স্যামস্যাং কিনেন না।

    Level 0

    @emdadulhossain: ভাই আপনি দেখছি NOKIAর মারকেটিং এর লোক।
    এভাবে স্যামস্যাং না কিনার পরামর্শ দিচ্ছেন কেন? এই পৃথিবীর কোটি মানুষ SAMSUNG ইওজ করে। কোটি কোটি product এর মধ্য 2/1 টি খারাপ হতেই পারে, তাই না। আমি তু প্রায় ৩ বছর যাবত use করছি, আল্লাহর রহ্মতে problem হয় নি। যদি android সম্পরকে ধারনা থাকে তাহলে সেট কিভাবে fast রাখতে হয় বুজতে পারতেন। আর NOKIA ত শেয়ার মার্কেট থেকে দিন দিন পরে জাচ্ছে- খবর জানেন?