Xperia Z1 f Vs iPhone 5s: কোনটি বেছে নিবেন আপনি

ড্রয়েড বন্ধুরা কেমন আছো সবাই? কেমন কাটলো সবার ঈদ? এইদের পর আজ আবার নতুন করে লিখতে বসলাম। আজ লিখছি বর্তমানে স্মার্টফোন জগতে ব্যাপক আলোচিত দুটি ডিভাইস Xperia Z1 f/mini এবং iPhone 5s নিয়ে। এটা অস্বীকার করা কঠিন যে iPhone 5s একটি অসাধারন ডিভাইস। তবে শীঘ্রই বাজারে আসছে সনি পরিবারের নতুন সদস্য Xperia Z1 f/mini.  অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতে মিনি ডিভাইস গুলোর মধ্যে Xperia Z1 f/mini সবার চেয়ে আলাদা। কারণ অন্যান্য মিনি ডিভাইস গুলোর মত এটি সাইজে মিনি হলেও হার্ডওয়্যারের দিক দিয়ে কিন্তু মিনি নয়। Xperia Z1 f/mini হার্ডওয়্যারের দিক থেকে Xperia Z1 এর মতই পাওয়ারফুল। চলুন আজ আমরা দেখে আসি iPhone 5s এবং xperia Z1 f/mini এর কম্পারিজন।

ডিজাইনঃ

ডিজাইনের দিক থেকে দুটি ডিভাইস ই অত্যন্ত আকর্ষণীয়। ডিভাইস দুটির বডি ডিজাইন অনেকটা বক্স আকৃতির এবং মেটালিক। সনির নতুন এই ডিভাইসটির ক্ষেত্রে অনেকগুলো কালার অপশন থাকলেও iPhone 5s এর ক্ষেত্রে তা কিন্তু থাকছে না। iPhone 5c এর ক্ষেত্রে কিন্তু আবার কালার অপশন রয়েছে। iPhone 5s এর কর্নার গুলো কার্ভ শেপের হলেও সনির অন্যান্য ডিভাইস গুলোর মতই Z1 f এর কর্নার গুলো শার্প। বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটি ডিভাইসই অনন্য।

iPhone 5s এর তুলনায় Z1 f আকারে বড় এবং ওজনে ভারি। এছাড়া Z1 f ওয়াটার এবং ডাস্ট প্রুফ হলেও iPhone 5s এ থাকছে না এমন কোন ফিচার। সনির Z1 f এ রয়েছে ডেডিকেটেড ক্যামেরা বাটন এবং iPhone 5s এর সামনের দিকে আছে TouchID sensor.

ডিসপ্লেঃ

সামান্য কিছু তফাৎ ছাড়া ডিভাইস দুটির ডিসপ্লে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। iPhone 5s এ রয়েছে ৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে যার রেজোলিউশান 1,136 x 640, এবং এর পিক্সেল ডেনসিটি 326 পিপিআই. অন্যদিকে Z1 f এ রয়েছে ৪.৩ ইঞ্চি LCD স্ক্রীন যার রেজোলিউশান 1,280 x 720 এবং পিক্সেল ডেনসিটি ৩৪১ পিপিআই। এখানে দেখার বিষয় হল Z1 f  এর ডিসপ্লে iPhone 5s এর তুলনায় বড় হলেও এর পিক্সেল ডেনসিটি 5s এর ডিসপ্লের চেয়ে বেশি। যদিও এই সামান্য তফাৎ আপনার চোখে ধরা পড়বে না।

হার্ডওয়্যারঃ

Xperia Z1 f এ থাকছে কোয়াড কোর ২.২ গিগাহার্জ Qualcomm Snapdragon 800 চিপসেট এবং ২ জিবি র‍্যাম। অপরদিকে iPhone 5s এ রয়েছে অ্যাপলের নতুন ডুয়াল কোর ১.৩ গিগাহার্জ A7 Cyclone প্রসেসর এবং মাত্র ১ জিবি র‍্যাম। র‍্যাম এবং প্রসেসর স্পিড কম হলেও অ্যাপলের ৬৪ বিট প্রসেসর কিন্তু মোটেও অবহেলা করার মত জিনিষ নয়। কারণ অ্যাপল ডিভাইস গুলোর টাচ সব সময়ের মত অনেক বেশি রেস্পন্সিভ।

বেস Z1 f এ থাকবে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ৩২ জিবি পর্যন্ত এক্সপান্ড করা যাবে। আর iPhone 5s এর রয়েছে ১৬,৩২ এবং ৬৪ জিবি তিনটি ভার্সন যা নন এক্সপান্ডেবল। এছাড়া iPhone 5s এর 1560 mAh Li-po ব্যাটারির পরিবর্তে Z1 f এ থাকছে 2300 mAh Li-ion ব্যাটারি।

ক্যামেরাঃ

এবার আসছি সবচেয়ে ইন্টারেস্টিং সেকশনে যেখানে আমরা ডিভাইস দুটির ক্যামেরা কম্পারিজন করবো। দুটি ডিভাইসেই রয়েছে বর্তমান বাজারে থাকা বিভিন্ন স্মার্টফোনের তুলনায় উন্নত ক্যামেরা। iPhone 5s এর ক্যামেরা পারফর্মেন্স যথেষ্ট ভাল। কিন্তু এখন দেখার বিষয় হল যদি Z1 f এর ক্যামেরা পারফর্মেন্স Xperia Z1 এর মত হয় তাহলে তা হবে অনেকটাই হতাশাজনক।

কারণ Z1 এর ক্যামেরা কোয়ালিটি বর্তমান বাজারের অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের তুলনায় উন্নত হলেও ২০.৭ মেগাপিক্সেল হিসেবে এর পারফর্মেন্স যতটা ভাল হওয়ার কথা ছিল ততটা ভাল নয়। স্পেসিফিকেশন অনুযায়ী iPhone 5s এ রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে Z1 f এ থাকছে ২০.৭ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সফটওয়্যারঃ

নতুন এই ডিভাইস দুটির সফটওয়্যার বা iOS7 বনাম Android 4.2.2 নিয়ে আমার তেমন কিছু বলার নেই। কারণ এখানে ভাল বা খারাপ লাগা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভরশীল। শুধু এইটুকুই বলতে পারি যে Android 4.2.2 তে আপনি যে পরিমাণ কাস্টমাইজেশন সুবিধা পাবেন তা iOS7 এ সম্ভব নয়।

কানেক্টিভিটিঃ

Xpera Z1 f connectivity features:

LTE

Wi-Fi 820.11 a/b/g/n/ac

Bluetooth 4.0 with APT-X

GPS/GLONASS

USB 2.0 MHL and

NFC

iPhone 5s connectivity features:

LTE,

Wi-Fi 802.11 a/b/g/n,

Bluetooth 4.0 with A2DP,

GPS/GLONASS and

Lightning connector

Sony Xperia Z1 fApple iPhone 5s
SystemAndroid 4.2.2iOS7
Display4.3-inch LCD (1.280 x 720 pixels), 341 ppi4-inch IPS LCD, 1,136 x 640 pixels, 326 ppi
ProcessorQuad-Core Snapdragon 800, 2.2 GHz (32-bit)Dual-core Apple A7 Cyclone, 1.3 GHz (64-bit)
RAM2 GB1 GB
Internal Memory16 GB (microSD expansion up to 64 GB)16 / 32 / 64 GB (non-expandable)
Camera20.7 MP, ƒ/2.0 aperture, 1/2.3″ Sony Exmor RS image sensor, Sony G Lens (rear-facing), 2 MP (front-facing), 1080p video recording8 MP, ƒ/2.2 aperture, 1/3” sensor iSight camera with 1.5µ pixels (rear-facing), 1.2 MP (front-facing), 1,080p video recording
ConnectivityGSM/HSPA/Xi LTE, WiFi 820.11 a/b/g/n/ac, Bluetooth 4.0 with APT-X, GPS/ GLONASS, USB 2.0 (MHL), NFCGSM/CDMA/HSPA/LTE, Wi-Fi 820.11 a/b/g/n, Bluetooth 4.0 with A2DP, GPS/GLONASS
BatteryNon-removable Li-Ion 2,300 mAhNon-removable Li-Po 1,560 mAh
Dimensions127 x 64.9 x 9.4 mm123.8 x 58.6 x 7.6 mm
Weight140g112 g
Price16 GB model (approx.) 730 USD16 GB model 650 USD

সব শেষে দুটি ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটিকে বিজয়ী ঘোষণা করা যায় তা নির্ধারণ করা আসলেই কঠিন কাজ। অনেকের মনে হতে পারে কনফিগারেশনের দিক থেকে যেহেতু Z1 f এগিয়ে তাহলে এই ডিভাইসটিকেই বিজয়ী বলা যায়। কিন্তু না বন্ধুরা পারফর্মেন্স বলে একটা কথা আছে। Z1 f এখনো রিলিজ পাওয়ার পর পারফর্মেন্স বিবেচনা করেই বিজয়ী ঘোষণা করতে হবে। তবে এ কথা সত্য যে কিছু দিক দিয়ে Z1 f  অনেকটা এগিয়ে, বিশেষ করে ডাস্ট এবং ওয়াটার প্রুফ প্রোটেকশানের দিক দিয়ে। এখন শুধু Z1 f এর ক্যামেরা পারফর্মেন্স কেমন হবে তাই দেখার অপেক্ষা।

আমার এন্ড্রয়েড ব্লগ

Level 0

আমি Androidbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অবশ্যই Z1 f কারন এর কনফিগার, ডাস্ট এবং ওয়াটার প্রুফ প্রযুক্তি । আমাদের দেশের যে আবহাওয়া তাতে ধুলাবালি ও ময়লার জন্য সেট খুব তারাতারি নষ্ট হয়ে যায় তাই Apple iPhone 5s এর চেয়ে Sony Xperia Z1 f ই ভালো।

Level 0

এক্সপিরিয়া জেট ওয়ান মিনি ইজ বেটার দ্যান আইফোন ৫

Level 0

সহমত।