অ্যান্ড্রয়েডঃ জানার আছে অনেক কিছু, হার্ডটেকিদের জন্য!!!

অ্যান্ড্রয়েডঃ জানার আছে অনেক কিছু, হার্ডটেকিদের জন্য!!!
হার্ডটেকিদের জন্য বললাম- কারণ সমস্যাগুলো সাধারণ ইউজাররা সমাধান করতে পারবেন না। তবে তারা এই টিউন থেকে অনেক কিছু জানতে পারবেন অবশ্যই!
তাই হার্ডটেকি ভাইয়েরা সমাধান দিবেন আর আমাদের মত নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জ্ঞানভান্ডারে নতুন কিছু সংযোজন হবে এটাই প্রত্যাশা। তাই বিনীত অনুরোধ টিউনের শিরোনাম নিয়ে কেউ যেন সমালোচনা না করেন। কথা না বাড়িয়ে শুরু করে দেই। (আমি নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, এখানে এমন প্রশ্ন থাকতে পারে যা অন্যের কাছে পানির মতো সহজ, তাই সহযোগিতার মনোভাব কাম্য)
অ্যান্ড্রয়েড জিজ্ঞাসাঃ
১) বুট লুপে আটকে যাওয়া মানে কী?
২) আমার হ্যন্ডসেটটি মাঝে মাঝে স্টার্ট হওয়ার সময় বার স্টার্ট হতে থাকে (ওয়েলকাম স্ক্রীনে Walton এর লোগো আসে তারপর আবার স্টার্ট নেয়) এরকম কেন হয়? (কেনার পরদিনই এ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সব সময় করে না। কোন সময় ৩-৪ বারের সময় স্টার্ট নেয়)
৩) অ্যান্ড্রয়েড ডিভাইসে নিওন সাপোর্ট আছে কিনা জানার জন্য কোন অ্যাপ্স আছে কি? কিংবা জানার পদ্ধতি কী?
৪) র্যা ম DDR 1-2-3 – এগুলো জানার পদ্ধতি কী আর পিসির ন্যায় এগুলোতেও কি বাস স্পীড আছে নাকি? থাকলে জানার উপায় কী?
৫) ডিভাইসে HTML 5- সাপোর্ট থাকা মানে কী?
৬) রিস্টার্ট হতে প্রায় ৩০+ সেকেণ্ড দেরী হয় কী করা যায়? (উল্লেখ্য, android assistant দিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ্স বন্ধ রেখেছি তারপরো এই সমস্যা)
৭) LBE Security Lite নামের এই অ্যাপ্সটি ইন্সটল করার পর অটো রিস্টার্ট হতে থাকে, সমস্যা থেকে উত্তরণের উপায় কী? (সমাধান না পেয়ে ফার্মওয়্যার আপগ্রেড করে এই ঝামেলা থেকে মুক্তি পেয়েছিলাম :P)
৮) স্টক রমের ব্যাকআপ নিয়ে বুটলোডার আনলক করে কাস্টম রম ফ্লাস করে সেই রমের কার্ণেল ইন্সটল করা- এই পর্যন্ত তো কাস্টম রম ইন্সটল করার প্রক্রিয়া নাকি আরো ধাপ আছে? অথবা আমার বোঝার মাঝে ভুল আছে?
৯) যদি আমার কাছে ফার্মওয়্যার থাকে আর আমি কোন ধরণের ব্যাকআপ না নিয়ে শুধু কাস্টম রম ইন্সটল দেই তাহলে কি আবার ফার্মওয়্যার ফ্ল্যাশ দিলে পূর্বের স্টক রমে ফিরে যাবো নাকি অন্য কিছু আছে? যেতে কোন ধরণের সমস্যা হবে কি? (বুট লোডার আনলক, কার্ণেলের পরিবর্তন ইত্যাদির কারণে...) নাকি কাস্টম রম ফ্ল্যাশ দেবার জন্যে স্টক রমের ব্যাকআপ নেয়া বাধ্যতা মূলক। ফার্মওয়্যার আপগ্রেড করলে কাজে আসবে না??
১০) ফার্মওয়্যার আর স্টক রমের মাঝে পার্থক্য কী?
১১) Reverse Thethering সম্পর্কে কারো ভালো ধারণা জানা থাকলে জানান (এক্টিভ করার সহজ প্রক্রিয়া, লেটেস্ট অ্যাপ্স ব্যবহার করে ইত্যাদি...)। এই পদ্ধতি অনুসরণ করলে সুবিধা-অসুবিধা কি হবে জানাতে পারেন।
১২) Android Assistance আর Super Task Killer এই দুনো অ্যাপ্স এক সাথে ব্যবহার করা যাবে কি? দুনোটার কার্যক্ষেত্রে কি ভিন্নতা নাকি অভিন্নতা রয়েছে?
13) Titanium Backup ও Rom Manager এর মাঝে পার্থক্য কী?
(উত্তর দেবার সময় অনুগ্রহ করে আগে প্রশ্নের নাম্বার তারপর উত্তর দিবেন। এতে সকলের বুঝতে সুবিধা হবে, ধন্যবাদ।)

বিঃদ্রঃ আমি বর্তমানে আমার জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোন (Walton-Primo F3- Jellybean-4.2.2-Rooted) ব্যবহার করছি।

[ক্রোমে দেখতে আমার পিসি থেকে সমস্যা হচ্ছে, অন্য ব্রাউজার দিয়ে দেখতে পারেন]

Level 0

আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

3. CPU-Z Software ব্যবহার করতে পারে NEON আছে কিনা দেখার জন্য।
1. Phone Hang করা।
5. HTML 5 থাকা মানে হলে Phone টি Flash Support করে।
6. আনেক সময় Phone-e Virus Attack করলে এমন হয় অথবা আন
12. দুটিই একসাথে ব্যবহার করা যাবে কিন্তু দুটির কাজ ভিন্ন।

Level 0

1. Boot loop a atke jaowa mane apner kernel start hosse but Rom start hosse na.

2. Jehato apne kiner por din thakai a problem hosse tai apner utchit selo customar care a nia jaowa. Ai mohurte a bapare er chaite bistarito bola somvob na.

3. Apner phone neon support kina ata jante, phone er CPU details jante hobe. Walton primo f3 device er processor ARM base. Tai apner phone neon supported.

4. Bortoman kesu high end device nirmata company ram DDR 1/2/3 ai sommondhe clear kore bole dai. Amar jana mote ai information diar jonno kono third party apps nai. Apne chaile apner ram er speed check korte paren “A1 SD Bench.apk” ai apps dia.

5. Bortoman web page latest HTML 5 coding dia toire kora hoi. apner phone er web browser latest HTML 5 coding support kore.

6. Ata kono problem e na, every android device take at least 30s+. 😀

7. Jehato firmware upgrade er por problem solve hoia gase , tai bola jai ata apner firmware er bug selo.

8 + 9. Phone full flash er jonno apnake kesu continuous process jante hobe.
1st bootloader. Apne Jodi custom Rom+kernel use korte Chan tobe apnake bootloader unlock korete hobe. Jodi o kesu kesu Rom+kernel ase j gulo use korte bootloader unlock korar dorkar nai. (tobe mtk chipset er jonno bootloader unlock korar dorkar ase ke nai ta ami bolte parbo na cause ami Sony user, amader bootloader unlock korte hoi)

2nd backup Rom. Apner kase Jodi stock firmware take tobe apner kono chinta nai r Jodi na thake tobe be carefull system nia ghataghati korben na. Mtk chipset a Rom backup er 2 way ase 1) CMW/TWRP {most popular} [using phone] 2) mtkdroid tools [using pc] {but this method can backup full firmware 😀 }

3rd flashing Rom+kernel. A khatre duita kotha 1) stock Rom base custom Rom / fully custom Rom +stock kernel/custom kernel 2) stock Rom+ stock kernel/ custom kernel.
Kono custom Rom a Jodi custom kernel requirement thake tobe, 1st apnake kernel flash korte hobe than recovery mode use kore sd card thake Rom er zip ti install korte hobe.
R ai sob process a Jodi kono problem hoi tobe apner phone ti brick or bootloop a Porte pare. Ai rokom somossai akmatro stock firmware e apnake help korte pare but full brick hole phone dead. Jodi apne sudu custom Rom flash den tobe problem hole backup 1 method (Jodi recovery CMW/TWRP use kore solve hobe.

10. Theoretically Firmware=Rom+kernel & stock Rom= stock system without kernel.

11. Reverse Thethering holo laptop /pc thake edge or 3g internet connection apner phone a nia net use kora. Playstore a search dia popular apps ti namai nin. Ar jonno root permission dorkar hote pare. Ate subida holo apne ak modem use korai pc o phone a net use korte parben. Aosubida sobar nao hote pare.

12. Android Assistance.apk apps ti valoi but Android Assistance.apk & super task killer.apk ak shathe use korle ke hobe ta bolte parbo na.

13. Titanium Backup.apk use hoi apner phone a install thaka apps er data backup korar jonno. Example: apne opera mini dia page save korsen but opera mini uninstall kore Dile save page r thakbe na. Tai Titanium Backup dia opera mini backup rakle apne save page gulo back paben.
R Rom manager holo most popular recovery mode CMW er appst but Rom manager all band er sob phone support kore na tai Developers ra bad pora phone er jonno CMW toire korse. Ati different.

    Level 0

    @atiqurxp: আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় ব্যয় করে উত্তর দেবার জন্য। আপনার শ্রমকে সার্থক করে তোলার জন্য নীচের আপনার করা বাংলিশের কমেন্টের বাংলা তুলে ধরলাম। বাসায় নেট নেই তাই ক্যাফে থেকে কমেন্ট করছি। পরে সময় পেলে আপনার কমেন্টের উপর আমার কিছু প্রশ্ন ছিলো। আবারো ধন্যবাদ।
    ১. বূট লূপে আটকে যাওয়া মানে আপনার কার্ণেল স্টার্ট হচ্ছে কিন্তু রম স্টার্ট হচ্ছে না।
    ২. যেহেতু কেনার পরদিন থেকেই আপনার এই প্রব্লেম হচ্ছে তাই আপনার উচিত ছিলো কাস্টমেয়ার কেয়ারে এ নিয়ে যাওয়া। এই মহুর্তে এ ব্যাপারে এর চাইতে বিস্তারিত বলা সম্ভব না।
    ৩. আপনার ফোন নিওন সাপোর্ট করে কিনা জানতে ফোনের সিপিউর ডিটেইলস জানতে হবে। ওয়াল্টন প্রিমো এফ ৩ ডিভাইসের প্রসেসর এ আর এম বেইসড। তাই আপনার ফোন নিওন সাপোর্টেড।
    ৪. বর্তমানে কিছু হাইএন্ড ডিভাইস নির্মাতা কোম্পানি রেম ডিডি আর ১/২/৩ এই সম্বন্ধে ক্লিয়ার করে বলে দেয়। আমার জানা মতে এই ইনফোরমেশন দেয়ার জন্য কোনো থার্ড পার্টি এ্যাপ্স নাই। আপনি চাইলে আপনার রেমের স্পীড চেক করতে পারেন “A1 SD Bench.apk” এই এ্যাপ দিয়ে।
    ৫. বর্তমানে ওয়েবপেজ লেটেস্ট HTML5 কোডিং দিয়ে তৈরি করা হয়। আপনার ফোনের ওয়েব ব্রাউজার লেটেস্ট HTML5 সাপোর্ট করে।
    ৬. এটা কোনো প্রব্লেম নয়। প্রতিটি এন্ড্রয়েড ডিভাইস কমপক্ষে ৩০+ সে, সময় নেয়।
    ৭. যেহেতু ফার্মওয়্যার আপগ্রেড এর পর প্রবলেম সলভ হয় গেসে তাই বলা যায় এটা আপনার ফার্মওয়্যার এ বাগ ছিলো।
    ৮+৯. ফোন ফুল ফ্লাশের জন্য আপনাকে ধারাবাহিক প্রসেস জানতে হবেঃ
    (ক) বূটলোডারঃ আপনি যদি কাস্টম রম+কার্ণেল ইউজ করতে চান তাহলে আপনাকে বূটলোডার আনলক করতে হবে। যদিও কিছু কিছু রম+কার্ণেল আছে যেগুলি ইউজ করতে বূটলোডার আনলক দরকার হয় না। (তবে MTK চিপসেটের জন্য বূটলোডার আনলক করার দরকার আছে কিনা তা আমি বলতে পারবো না, কারণ আমি সনি ইউজ করি, আমাদের বূটলোডার আনলক করতে হয়)
    (খ) ব্যাকাপ রমঃ আপনার কাছে যদি স্টক ফার্মওয়্যার থাকে তাহলে আপনার কোন চিন্তা নাই আর যদি না থাকে তবে be carefull!!! সিস্টেম নিয়া ঘাঁটাঘাঁটি করবেন না।
    MTK চিপসেটে রম ব্যাকাপ নেয়া ২ টি পদ্ধতি আছেঃ
    [১] CMW/ TWRP {Most Popular/Using Phone}
    [২] MtkDroid Tools/ Using Pc {But this method can backup full Firmware}
    (গ) ফ্লাশিং রম+কার্ণেলঃ এক্ষেত্রে ২টি কথা,
    (১) Stock Rom Base Custom Rom / Fully Custom Rom
    +Stock Kernel/Custom Kernel.
    (২) Stock Rom+ Stock
    Kernel/ Custom kernel.
    কোন কাস্টম রমে যদি কাস্টম কার্ণেল Requirement থাকে তাহলে (১) প্রথমত আপনাকে কার্ণেল ফ্লাশ করতে হবে তারপর (২) রিকভারী মোড ইউজ করে এসডি কার্ড থেকে রম এর জিপ -টি করতে হবে। আর এই সব প্রসেসে যদি কোনো প্রবেলম হয় তাহলে আপনার ফোনটি ব্রিক অর বূটলূপে পড়তে পারে। এই রকম সমস্যায় একমাত্র স্টক ফার্মওয়্যারই আপনাকে হেল্প করতে পারে। কিন্তু ফুল ব্রিক হতে ফোন ডেড!!! যদি আপনি শুধু কাস্টম রম ফ্লাশ দেন তাহলে প্রবলেম হলে ব্যাকাপ এর ১ম মেথড [কাজে আসবে] ( যদি CMW/TWRP ইউজ করে সল্ভ হবে।
    ১০. Theoreticall, Firmware=Rom+Karnel & Stock Rom=Stock System Without Karnel.

    ১১. Reverse Thethering হলো ল্যাপ/পিসি থেকে এজ/৩জি ইন্টারনেট কানেশন আপনার ফোনে নিয়ে নেট ইউজ করা। প্লে স্টোর এ সার্চ দিয়ে পপুলার এপ্স নামিয়ে নিন। এর জন্য রুট পারমিশন দরকার হতে পারে। এর সুবিধা হলো, আপনি এক মডেম ইউজ করেই পিসি অর ফোনে নেট ইউজ করতে পারবেন। অসুবিধা সবার নাও হতে পারে।
    ১২. এন্ড্রয়েড এসিস্ট্যান্ট ভালো তবে সুপার টাস্ক কিলারের সাথে ইউজ করলে কী হবে বলতে পারবো না।
    ১৩. Titanium Backup.apk ইউজ হয় আপনার ফোনে ইন্সটল থাকা এপ্স এর ডাটা ব্যাকাপ করার জন্য। উদাহরণঃ
    আপনি opera mini দিয়ে পেজ সেভ করে রাখছেন। কিন্তু opera mini uninstall করে দিলে অপেরা সেভ পেজ আর থাকবে না। তাই Titanium Backup দিয়ে opera mini ব্যাকাপ রাখলে আপনার সেভপেজগুলো ব্যাক পাবেন।
    আর
    রম ম্যানেজার হলো মোস্ট পপুলার রিকভারী মোড CMW এর এপ। কিন্তু রম ম্যানেজার সব ব্র্যান্ডের সব ফোন সাপোর্ট করে না। তাই ডেভেলপাররা বা পড়া ফোনের জন্য CMW তৈরি করছে। এটি Different!

আপনার ফোন ওয়াল্টন হলে ২ নং সমস্যা টা কোন সমস্যাই না । কারণ ওয়াল্টনের যে কয়টা ফোন আমি দেখেছি , প্রত্যেক ফোনেই আমি এটা দেখেছি ।

ওয়াল্টন হলে ২ নং সমস্যা টা কোন সমস্যাই না । আমিও নতুন কিনেছি আমার টাও দেরী হয়….

Level 0

thanks bdboy for ur hardwork.

ধন্যবাদ