অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পিসিতে ইন্টারনেট ব্যবহার

এটা আমার প্রথম টিউন কিন্তু ভিজিটর অনেক পুরাতন।

কয়েক দিন আগে এই নিয়ে টিউন হয়েছে কিন্তু ফুলর্ভাশন ছিলনা তাই কিছুকন পর পর ডিসকানেক্ট হত এটা ফুলর্ভাশন।

প্রথম কম্পিউটারে ইনস্টল করুণ এই      Download   ফাইলটি ইন্টল এর সময় অবশই মোবাইল লাগানো থাকতে হবে। ইনস্টল হবার সময় মোবাইলে দেখুন একটি ফাইল অটো ইনস্টল হয়েছে, যার নাম Pdnet+ এখন মোবাইলে ইনস্টল হওয়া ফাইলটি আন-ইনস্টল করুন।

দ্বিতীয় ধাপে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুণ-  Download

ডাউনলোড হলে আনজিপ করুণ

                                                                                                   এখানে রাখা ফাইলটা মোবাইলে ইস্টল করুণ ব্যাস উপবোক করুণ ইন্টারনেট।

যারা নতুন তাদের জন্য

(যাদের মোবাইলে Developer options টি নেই তাদের জন্য - Settings > About phone > Build number এই Build number এ কম করে হলেও ৫ বার ক্লিক করুণ এবার দেখুন Developer options টি এসে গেছে। )

পিসির সাথে কানেক্ট করার পর ডাটা স্টোরেজ আসলে বেক বাটন এ ক্লিক করুণ। এবং এই ধাপটি অনুসরণ করুণ Settings > Developer options > USB debugging এর এখান মার্ক চিহ্ণ দিন এবং নতুন ইনস্টল হওয়া Pdnet+ টি অপেন করুণ Activate USB Tether মার্ক করুণ। অবশই লক্ষ্য রাখবেন ডাটা কানেকশন দেওয়া আছে কি না। এবার নিচের মত কানেক্ট দিন ব্যস কাজ শেষ।

প্রথম পোস্টত তাই একটু এলোমেলো হল। ক্ষমা করবেন, আজ ২৩.১০.২০১৩ রাত ৩.১০ এ পোষ্ট করছি তাই দিনে ছাড়া কমেন্ট এর উত্তর দিতে পারবনা। 

Facebook ID- Join

Level 2

আমি নোমান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Activate USB Tether মার্ক করলেই তো হয়। এত ঝামেলা কেন করতে হবে?

    Level 2

    @anofed: আমি আপনাদের রাস্তায় চেষ্টা করলাম গরুর গাড়ীর মত নেট ব্রাউজ করতে হয় আর এটা দিয়ে অনেক ফাষ্ট। ধন্যবাদ

anofed thik bolcha vi, ato jamela korer dorker acha.

Level 0

2nd step a download kora file install kora jassa na. bar bar This application not install successfully show korse.

    Level 2

    @rozen1991: প্রথমে আগের ইনস্টল হওয়া ফাইলটি আন ইনস্টল করুণ তার পর ইনস্টল করুণ আশা করি হবে। ধন্যবাদ

Level 0

Android phone kono Software charai net use kora jai…..

    Level 0

    @pixiemnz: Android diye pc te kono software charai net use kora jai

Level 2

4.2.2 তে হয় না। যদি হয় তাহলে বিস্তারিত টিউন করুণ সকলে উপকৃত হবে। ধন্যবাদ।

এত কষ্ট করে সফটওয়্যার ব্যবহারের দরকার নাই, প্রথমে মোবাইলে ইন্টারনেট চালু করুন। এবপর ইউএসবি কেবল লাগান, এরপর সেটিংস থেকে more Wireless–>tethering & portable hotspot–>USB tethering এ টিক চিহ্ন দিয়ে দিন। ব্যাস আর কিছু করতে হবেনা, শুধু ব্রাউজার খুলে ব্রাউজ করুন।

Level 0

vay windows xp te ki hobe ?