Google play থেকে apk ফাইল Download করুন সরাসরি আপনার কম্পিউটারে। কোন software বা extension এর সাহায্য ছাড়া।

কেমন আছেন সবাই?? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন। সাধারনত আমি techtunes এর একজন পাঠক। আমি তেমন একটা Tune post করিনা। তাই সভাবতই যদি এই tune এ কোন ভুল হয়ে থাকলে বা এই tune আগে কেও করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।

আমরা সকলে জানি Android এর Application এর জগতে google play থেকে শ্রেষ্ঠ কোন market নাই। কিন্তু google play এর সবচে বিরক্তিকর বেপার হচ্ছে এখান থেকে application গুলো শুধু মোবাইল এ download করা যায়। computer এ ডাউনলোড করা যায় না।

কিন্তু বর্তমানে বিভিন্ন software বা  extension দ্বারা application computer এ ডাউনলোড করা গেলেও টা অনেক ঝামেলা যুক্ত। E-Mail id, Device id ইত্যাদি লাগে। অনেক কাঠ খট্টা পুড়িয়েও দেখা যায় Application ডাউনলোড হয় না। ডাউনলোড হলেও ঠিক মত কাজ করে না।।

তাই আমি আজ আপনাদেরকে পরিচয় করে দিব একটা ওয়েবসাইট এর সাথে যেখান থেকে আপনি apk ফাইল সরাসরি ডাউনলোড করতে পারবেন।

প্রথমে এই লিঙ্কে যান।

তাহলে উপরের ছবি এর মত একটা পেজ পাবেন।

 

এখন google play তে যান। কোন E-mail id দিয়ে login করা না থাকলেও চলবে।

আপনার পছন্দ মত যে  Application টা ডাউনলোড করতে চান সেখানে ঢুকুন।

এখন Full Address link  টা copy করুন।

 

এখন এই পেজ এর যেখানে  Package name or Google Play URL  লিখা আছে তার নিচের বক্সে Full Address link টা  Paste করুন।

 

তারপর Generate Download Link এ ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, করুন।

 

লিঙ্ক Generate হয়ে গেলে নিচের ছবি এর মত আসবে।

তারপর Click here to download  এর উপর ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত Application টি ডাউনলোড শুরু হয়ে যাবে।

 

Tune টি পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি শীতল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের একটি টিউন করলেন @ অনেক চেষ্টা করেছিলাম পারি নাই Google Play থেকে Apps ডাউনলোড করতে কিন্তু আপনার টিউন থেকে আজকে পারলাম।

    @হোছাইন আহম্মদ: আপনাকে ধন্যবাদ।

অসাধারণ 😀

হয় না ভাই । লেখা আসছে Please use Chrome Extension to download APK file instead…এখন কি করবো ?

    @সোহাগ সাতক্ষীরা: আপনি মনে হয় Chrome ছাড়া অন্য কোন ব্রাউজার দিয়ে করেছেন। Google Chrome দিয়ে ছেস্তা করেন। হবে।

    Level 0

    @সোহাগ সাতক্ষীরা: vaiya apuni akhan thekeo valo valo games download korte parben topsapk.blogspot.com

      @masud625: Trusted বিহিন website থেকে apps ডাউনলোড খুব বিপদজনক। Virus, Malware , Trojan horse থাকার ভয় থাকে।

কাজের টিউন. ধন্যবাদ।

Level 0

Kaj Hoi Na ( Please use Chrome Extension to download APK file instead )

    @jmahamod: মাঝে মাঝে এমন সমস্যা হই। কিছুক্ষণ পর চেষ্টা করেন। হবে ভাই।

এই সাইটের এড্রেসটা অনেক আগেই জানা ছিল। কিন্তু এই সাইটের প্রধান সমস্যা হলো বেশির ভাগ ক্ষেত্রে কাজ করে না। আর বড় ফাইল হলেও কাজ করে না। আর ক্রমের এক্সটেনশন দিয়ে আগে অনেক ফাইল ডাউনলোড লোড করেছি। কিন্তু কেন জানি এখন আর কাজ হয় না আমার 🙁 উপরে ডাউনলোডে ক্লিক করলে Error: Can not download this app! 403 Forbidden ম্যাসেজ দেখায়। কি সমস্যা বুঝলাম না। অনেক দিন থেকেই এই সমস্যা।
আর সব চেয়ে বড় প্রবলেম আমি ক্রমে আইডিএম ইউজ করতে পারি না। আমি চাই আইডিএম এর মাধ্যমে রিজুম সাপোর্ট সহ ডাউনলোড করতে। অনেক থার্ড পার্টি সফটওয়্যারও ইউজ করে দেখেছি। সব চেয়ে বড় প্রবলেম আইডিএম। এবং ডাউনলোডের কিছুক্ষন হবার পর হয়তো থেমে যায়, রিজুম সাপোর্ট নাই, ডাউনলোড স্পীড স্লো। বিকল্প কোন বুদ্ধি কি কারো জানা আছে?

Ops, we are out of quota, please try again in another hour or try others apps. – Server ID: main
Please donate to us so we can get more servers
Please use Chrome Extension to download APK file instead

You also can request the apps at here, we will upload for you.

Generate Download Link

Level 0

ami jokon download dilam apps amar computer onk onk slow hoa gase onk virus malware asa pls update this…….

    @sakib2001: Kise virus?? Apnar kotha ta thik bujllam na

Great

Apna-k onek onek Dhonnobad bro. Ai post ti amr onek upokar koreche……
Bro, many many thanks…

    @Cleaver Munna: Apnar kaje eseche jante pere amio onek khusi

আপনে তো Real Hero

    @rahib parvez: কি কারনে ভাই???

Level 0

Many many Thanks…. Very Good Post…

    @MINHAZ: আপনাকেও ধন্যবাদ ভাই।

Level 0

Kono virus nai. ami ta anek applecation download disi. kono problem haini.

Level 0

many Many ধন্যবাদ
কাজে আসার মতো টিউন

thanx boss. you are real big boss