কেমন আছেন সবাই?? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন। সাধারনত আমি techtunes এর একজন পাঠক। আমি তেমন একটা Tune post করিনা। তাই সভাবতই যদি এই tune এ কোন ভুল হয়ে থাকলে বা এই tune আগে কেও করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
আমরা সকলে জানি Android এর Application এর জগতে google play থেকে শ্রেষ্ঠ কোন market নাই। কিন্তু google play এর সবচে বিরক্তিকর বেপার হচ্ছে এখান থেকে application গুলো শুধু মোবাইল এ download করা যায়। computer এ ডাউনলোড করা যায় না।
কিন্তু বর্তমানে বিভিন্ন software বা extension দ্বারা application computer এ ডাউনলোড করা গেলেও টা অনেক ঝামেলা যুক্ত। E-Mail id, Device id ইত্যাদি লাগে। অনেক কাঠ খট্টা পুড়িয়েও দেখা যায় Application ডাউনলোড হয় না। ডাউনলোড হলেও ঠিক মত কাজ করে না।।
তাই আমি আজ আপনাদেরকে পরিচয় করে দিব একটা ওয়েবসাইট এর সাথে যেখান থেকে আপনি apk ফাইল সরাসরি ডাউনলোড করতে পারবেন।
প্রথমে এই লিঙ্কে যান।
তাহলে উপরের ছবি এর মত একটা পেজ পাবেন।
এখন google play তে যান। কোন E-mail id দিয়ে login করা না থাকলেও চলবে।
আপনার পছন্দ মত যে Application টা ডাউনলোড করতে চান সেখানে ঢুকুন।
এখন Full Address link টা copy করুন।
এখন এই পেজ এর যেখানে Package name or Google Play URL লিখা আছে তার নিচের বক্সে Full Address link টা Paste করুন।
তারপর Generate Download Link এ ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, করুন।
লিঙ্ক Generate হয়ে গেলে নিচের ছবি এর মত আসবে।
তারপর Click here to download এর উপর ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত Application টি ডাউনলোড শুরু হয়ে যাবে।
Tune টি পড়ার জন্য ধন্যবাদ।
আমি শীতল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কাজের একটি টিউন করলেন @ অনেক চেষ্টা করেছিলাম পারি নাই Google Play থেকে Apps ডাউনলোড করতে কিন্তু আপনার টিউন থেকে আজকে পারলাম।