আপনারা কী Real Steel মুভি টা দেখেছেন? যদিও ২০১১ সালের মুভি অনেকে দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে মজার একটা জিনিস মিস করছেন, ফাইটিং জগতের গেইমটি পরিচালনা করতে হয় রোবট দিয়ে, জিতলে টাকা পাবেন না জিতলে আপনার লস।
তেমনি আপনি Android খেলতে পারবেন এই গেইমটি। বর্তমানে আমি খেলে মজা পেয়েছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি Real Steel গেইমটি খেলি, মজা পাওয়ার পর মুভিটা দেখি। খুব অসাধারণ একটা মুভি। দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে।
এই জন্য আমি আপনাদেরকে এক ডিলে দুই পাখি মেরে দিলাম।
প্রথমে গেইম, তারপরে মুভি (দেখাও হল খেলাও হল) দারুন না!!
প্রথমে Real Steel Android Games (Apk + Data) ফাইল সহ মাত্র 126.64 MB (তবে টুরেন্ট থেকে নিতে হবে) (টুরেন্ট থেকে idm এ নিতে হলে http://www.zbigz.com সাইটে যান)
ডাউনলোড লিংক: http://kickass.to/real-steel-hd-v1-2-2-premium-apk-data-mod-all-armor-unlocked-android-joker-t7706041.html
দ্বিতীয়ত Real Steel মুভি (সাইজ 458 MB)
মুভি লিংকে গিয়ে এখানে Close Ad and Watch as Free User বাক্সে ক্লিক করবেন তারপর start video now তে ক্লিক করলে ভিডিওটি অনলাইনে চলবে (যদি PC তে idm install করা থাকে তাহলে ফ্রেমের মধ্যে 458 MB ডাউনলোড ফাইলটা idm এ চলে আসবে) ভালভাবে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড লিংক: http://www.movie4k.to/Real-Steel-watch-movie-1108618.html
যদি পোষ্টটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।
আমি Indrajit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি কয়েকদিন আগেই রিয়েল স্টিল গেমস ইন্সটল দিলাম মোবাইলে। টরেন্ট থেকেই ডাউনলোড করা। তবে খুব একটা মন মত হয় নাই। যদিও মুভি চরম লেগেছিল। মুভিটি দেখেছি অনেক আগেই।