জেলিবিন ৪.২.২ তে RTL ল্যাংগুয়েজ যোগ করতে চাই?

আমার কাছে থাকা ওয়াল্টন primo f3 তে ইংলিশ ও বাংলা ল্যাংগুয়েজ আছে। এখন আমি আরবী ল্যাংগুয়েজ (RTL ) যোগ করতে চাচ্ছি। এটা কী সম্ভব?
উলেখ্য, জেলীবিন ৪.২.২ তে Native RTL Support আছে। আর আমার সেটটাও রুট করা। (এমনিতে আরবী এপ্স ব্যবহারে কোন সমস্যা নেই। আমি পুরো সিস্টেমের ভাষা আরবী করতে চাচ্ছি। ধন্যবাদ)
সূত্রঃ http://goo.gl/pgpb2L

আপডেটঃ এই পোস্টে (সূত্রের লিংকে) আরবির জন্য কিছু কোডের উল্লেখ করা হয়েছে; কিন্তু কীভাবে তা প্রয়োগ করতে হয় জানি না। মনে হয় এই কোডগুলো যথার্থভাবে প্রয়োগ করতে পারলে ফল আসবে। কেউ যদি জানাতেন কীভাবে এই কোড গুলো প্রয়োগ করতে হয়! ... বড়ই উপকার হতো!!!

Level 0

আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস