জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাট’ ছাড়ার কথা জানিয়েছিল গুগল। জেলি বিন নামের সংস্করণটির পর অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির নামকরণে নেসলের জনপ্রিয় চকলেটের নামটিই বেছে নিয়েছে গুগল। এ অপারেটিং সিস্টেম টেবলেট ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে। গুগল কর্তৃপক্ষ এ নতুন অপারেটিং সিস্টেমকে গুগল সার্চে ভিন্নরূপে দেখাতে পারে।
বিবিসি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিনের পরবর্তী সংস্করণটির জন্য কি লাইম পাইয়ের পরিবর্তে কিটক্যাট নামটি বেছে নিয়েছে গুগল। এর আগে গুগল নতুন সংস্করণটির নাম ‘কি লাইম পাই’ রাখতে পারে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো খবর প্রকাশ করেছিল।
কিটক্যাট নাম বেছে নেওয়ার জন্য নেসলের সঙ্গে একটি চুক্তিও করেছে গুগল কর্তৃপক্ষ। কিটক্যাট নাম ব্যবহারের জন্য কোনো পক্ষকেই কোনো অর্থ পরিশোধ করতে হবে না। - See more at: http://www.jamunanews24.com/index.php/it-view/40501-2013-09-21-10-14-04.html#sthash.6DdSsYOg.dpufPopular Bangladeshi online newspaper jamunanews24.com , online newspaper and website design by pqsit.com
জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাট’ ছাড়ার কথা জানিয়েছিল গুগল। জেলি বিন নামের সংস্করণটির পর অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির নামকরণে নেসলের জনপ্রিয় চকলেটের নামটিই বেছে নিয়েছে গুগল। এ অপারেটিং সিস্টেম টেবলেট ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে। গুগল কর্তৃপক্ষ এ নতুন অপারেটিং সিস্টেমকে গুগল সার্চে ভিন্নরূপে দেখাতে পারে।
বিবিসি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিনের পরবর্তী সংস্করণটির জন্য কি লাইম পাইয়ের পরিবর্তে কিটক্যাট নামটি বেছে নিয়েছে গুগল। এর আগে গুগল নতুন সংস্করণটির নাম ‘কি লাইম পাই’ রাখতে পারে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো খবর প্রকাশ করেছিল।
কিটক্যাট নাম বেছে নেওয়ার জন্য নেসলের সঙ্গে একটি চুক্তিও করেছে গুগল কর্তৃপক্ষ। কিটক্যাট নাম ব্যবহারের জন্য কোনো পক্ষকেই কোনো অর্থ পরিশোধ করতে হবে না।
আমি smenayetk17। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।