ঈদ এবং পূজার শুভেচ্ছা সবাইকে।
আজকে বাড়ি যাবো তাই ভাবলাম একটা পোস্ট দিয়ে যাই 🙂 আজকের বিষয়টা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে PSP এর গেম খেলবেন। যারা PSP চেনেন না তারা এখানে ক্লিক করুন। পিএসপির গেমগুলো অ্যান্ড্রয়েড মোবাইলে খলেতে হলে একটা অ্যাপ লাগবে যার নাম PPSSPP Emulator.
ডাউনলোড করার পর ইন্সটল করুন, এবার যেকোনো PSP গেম ডাউনলোড করুন। PPSSPP ওপেন করে Load এ ক্লিক করে সেই গেমের ফাইলটা দেখিয়ে দিন। এবার PSP এর মজা অ্যান্ড্রয়েডনিতে থাকুন। PSP-এর যেকোনো গেম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পিএসপির গেম খলতে RAM একটু বেশি লাগে, যাদের মোবাইলএর RAM কম তাদের গেম স্লো হবে।
ভালো থাকবেন, সবার উৎসব আনন্দে কাটুক এই প্রত্যাশা করি।
কোন সমসসা হলে আমার যোগাযোগ করুন।
আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, কষ্ট করে আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান। যারা একটু হলেও গান গাইতে পারেন তারা অপেক্ষা করুন, ঈদের পর ভিডিও Tutorial সহ খুব সহজে গান Compose করা শিখাবো, সাথেই থাকুন। 🙂
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
vai psp er game gula paouer jnne ja link ta delen seta not found dakhasse. kindly problem ter solution koren.