স্বল্প বাজেটের ভালো একটি স্মার্টফোন, কম সামর্থ্য সম্পন্ন অনেক বন্ধুদের সাধের স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে পারে। এই টিউনটি আমি ৬৫০০ টাকা থেকে ৮৫০০ টাকার মধ্যে যে স্মার্টফোন গুলো পাওয়া যায়, তাদের মধ্যে একটি কার্যকরী তুলনা মূলক বিশ্লেষন। যা আপনার বাজেটের মধ্যে সবচাইতে ভালো স্মার্টফোনটি কিনতে অনেক যাহায্য করবে । ইতিমধ্যে আমি স্মার্টফোনের মূল্যের উপর ভিত্তি করে, তুলনা মূলক বিশ্লেষণ দিয়ে দুটি টিউন করেছি।
প্রথম টিউনঃ অসাধারন কয়েকটি স্মার্টফোন, মাত্র ৫০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন।
আজকের টিউনটি ৬৫০০ টাকা থেকে ৮৫০০ হাজার টাকার মধ্যে। এই টাকার মধ্যে, আপনি যে কয়েকটি ভালো মানের স্মার্টফোন হাতে পাবেন, যা আপনার মধ্যমানের স্মার্টফোনের সাধ মেটাবে ভালোভাবেই।
Symphony এর W35, W65, W68, W71
Walton এর F1, F2
এই স্মার্টফোন গুলোর দাম ৬৫০০ টাকা থেকে ৮৫০০ টাকার মধ্যে। এখন কোন স্মার্টফোনটি আপনি কিনবেন? সিদ্ধান্ত নেয়াটা কঠিন।
আসুন সহজ করে দেই, নিচের তুলনা মূলক বিশ্লেষনটি দেখুন।
উপরের টেবিলটা যদি খেয়াল করি, তাহলে দেখব কিছু যায়গায় লাল রং এর চিহ্ন দেয়া আছে। লাল রং দ্বারা চিহ্নিত ফিচার, ঐ স্মার্টফোনের দুর্বল দিক, যেটা আপনাকে স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে প্রায়ই সমস্যায় ফেলবে, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস ও গেমস খেলতে পারবেন না, ভালো ছবি তুলতে পারবেন না, ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। সুতরাং চেষ্টা করুন লাল দাগ এরিয়ে চলার।আমার পরামর্শঃ আপনার বাজেট অনুযায়ী লাল চিহ্ন যত কমিয়ে স্মার্টফোন কিনতে পারবেন তত ভালো।
উপরের তথ্য গুলো দেখলে আমরা যা পাই | |
Price | মুল্য কমের দিকে এগিয়ে আছে W65 |
3G | এখানে সবাই সমান |
Processor | 1.3 Ghz ডুয়েলকোর প্রসেসর নিয়ে এগিয়ে আছে F2, F3 |
Ram | এখানে সবাই সমান |
ROM | W65 শুধু একা পিছিয়ে |
GPU | এখানে সবাই মোটামুটি সমান |
OS | এখানে সবাই সমান |
Camera | 5 MP Auto Focus Camera নিয়ে একই এগিয়ে আছে F3 |
Front Camera | ফ্রন্ট ক্যামেরা নিয়ে এগিয়ে আছে W71 |
WiFi | এখানে সবাই সমান |
GPS | এখানে সবাই সমান |
Displey | এখানে 4.5” IPS Display নিয়ে এগিয়ে আছে F3 |
Proximity , compass & Light sensor | এখানে সবচাইতে বেশী সংখ্যক সেন্সর নিয়ে এগিয়ে আছে F2,F3 |
Battery | 1800 mAh দিয়ে এগিয়ে আছে F3 |
তবে উপরে উল্লেখিত সবগুলো স্মার্টফোনই ভালো মানের। দামের তুলনায় কোয়ালিটি ভালো। SYMPHONY এর মার্কেটিং পলিসি আর WALTON এর মার্কেটিং পলিসি এক নয়। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন SYMPHONY প্রান্তিক থেকে শীর্ষ গ্রাহকদের লক্ষ করে ফোন বাজারে ছাড়ে। আর WALTON শুরু করেছে সচেতন গ্রাহকদের দিয়ে।এজন্য WALTON এর এ পর্যন্ত ২১ টি স্মার্টফোনের মধ্যে ১০ QUAD CORE প্রসেসর দিয়ে।আর SYMPHONY ৩২ টি এর মধ্যে মাত্র ৬টি QUAD CORE প্রসেসর দিয়ে।
আজ অনেক হয়েছে। স্মার্টফোনের SD Card সম্পর্কে অতি গুরুত্ব পুর্ন টিপস পেতে আমার এই টিউনটি পড়ুন।
“স্মার্টফোনের দুরন্ত স্মুথ গতির জন্য একটি মাইক্রো টিউন, কিন্তু গুরুত্বটা মেগা।
“স্মার্টফোনের সেন্সরগুলো সম্পর্কে জানতে আমার এই টিউনটি পড়ুন।
আসুন, আপনার স্মার্টফোনের সেন্সর গুলোর কারসাজী সম্পর্কে একটু জেনে নেই।
আজ এটুকুই, ভালো থাকুন। কিছু জানার থাকলে কমেন্টে লিখুন।
আমার আরো টিউন পড়তে এই পেজে ক্লিক করুনঃ https://www.techtunes.io/tuner/rasel.mahfuj
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাহহা… সিম্ফোনি ডব্লিউ ৬৮ এর রিভিউ দিয়া লাভ নাই। এই সেটা মার্কেটে নাই। আর পাইলেও ১,৫০০/- টাকা বেশী দিতে হইব।