বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালা-মু-আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন? এটা আমার প্রথম টিউন। দয়া করে ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম Symphony Xplorer W20 রুট করার সবচেয়ে সফল এবং সহজ পদ্ধতিটি।
প্রথমে আপনি আপনার এন্ড্রয়েট ফোনটি পিসিতে ডাটা ক্যাবল দিয়ে সংযোগ করে নিন এবং পিসিতে ড্রাইভার ইন্সটল হতে দিন।
তারপর ইউএসবি ড্রাইভার ইন্সটল হয়ে গেলে নিচের লিঙ্ক থেকে eroot software টি ডাউনলোড করে নিন।
এবার eroot soft ওপেন করুন।
আপনার Symphony W২০ হ্যান্ডসেটের Settings এ যেয়ে Unknown sources এবং Application>>Development থেকে USB Debugging অন করে নিন।
এবার ইউএসবি ক্যাবল দিয়ে আপনার Symphony W২০ পিসিতে কানেক্ট করুন।
রুটিং টুলকিটে W২০ লিখা দেখতে পাবেন। যদি কোন কারণে টুল কিট আপনার ডিভাইস ডিটেক্ট করতে না পারে তাহলে টুল কিট টি ক্লোজ করে আবার ওপেন করুন।
W২0 লিখা উঠার পর এবার টুলকিটের ROOT বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন। টুলকিটে পর পর ৪ টি স্টেপে টিক চিহ্ন দেখতে পাবেন।
ব্যাস আপনার কাজ শেষ। রুট হয়ে গেল আপনার এন্ড্রয়েড ফোনটি।
দেখুন আপনার অ্যাপ ড্রয়ার এ সুপার ইউজার অ্যাপ চলে এসেছে।
আর এভাবে এন্ড্রয়েড এর অন্যান্য মোবাইল গুলোও ট্রাই করে দেখতে পারেন। মনে হয় কাজ হবে।
আমার টিউন টি ভাল লাগলে কমেন্ট করে আপনার মতামত জানালে খুশি হব
ধন্যবাদ
সোহেল আহম্মদ
আমি Sohel Ahammad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
What do u want to know? just ask me!
এতোদিন কোথায় ছিলে গুরু ?? কাজ হয়েছে । অনেক ট্রাই করছি এর আগে ফোনটা রুট করার জন্য কিন্তু ব্যর্থ হয়েছিলাম । এইবার সফল হয়েছি । আপনাকে অনেক ধন্যবাদ । 😀