আসসালামু আলাইকুম। এর আগের টিউনটিতে আমি সিম্ফনি W35 এর জন্য আমার Rain-W35 রমটির রিভিউ দিয়েছিলাম।আমার ইচ্ছা ছিল পরবর্তি টিউন এ রমের ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেব। কিন্তু আপনাদের কমেন্ট থেকে নিশ্চিত হলাম আপনারা ব্যাকআপ-রিকভারি সম্পর্কে ভালভাবে জানেন না। টাই ব্যাকআপ রাখার উপর টিউনটি করলাম।
যা যা লাগবেঃ
১. রুটেড সিম্ফনি W35
২. TWRP রিকভারি সক্রিয়
বিঃ দ্রঃ আমি যতদুর জানি এবং আমার ধারনা এখন পর্জন্ত এই সেটটা রুট করার যতগুল পদ্ধতি আছে সবগুলই TWRP রিকভারি নির্ভর রুটিং পদ্ধতি। সুতরাং চাহিদা নং ২ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর যাদের রুট করা নেই তারা ভুলেও এই ধরনের পোস্টের ধারে কাছেও আসবেন না। পড়ছেন তো মরছেন...!! 😆
পদ্ধতিঃ
১. প্রথমে আপনার সুস্থ সেটটি বন্ধ করুন! ভাইব্রেশন না হওয়া পর্জন্ত অপেক্ষা করুন।
২. এবার Volume Up এবং পাওয়ার বাটন চেপে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত রিকভারি স্কিন না আসে।
৩. স্ক্রিনে আপনি নিচের অপশন গুলো দেখতে পাবেন। হুবুহু এরকম না দেখে আবার কান্নাকাটি শুরু কইরেন না! অপশন একই রকম থাকবে।
৪. এবার Backup Button এ ক্লিক করুন। নিচের মত স্ক্রিন আসবে। আরে মিয়াঁ আগেই তো কইলাম একি রকম দেখা না যাইতেই পারে! এতে এত আপসেট হবার কি আছে?
৫. চিত্রে যেগুলোতে টিক দিতে বলছি সেই গুলতেই টিক দিয়েন। চাইলে আরও দুই একটা টিক এক্সট্রা মারতে পারেন। তবে আমার মনে হয় বেশী মাতব্বরি না করাটাই ভাল!
৬. Storage নির্বাচন করুন। ইন্টারনাল করাই ভাল। কারন কপিং স্পীড বেশী পাবেন। রিকভারি, ব্যাকআপ সবকিছুই তাড়াতাড়ি হবে।
৭. তারপর ব্যাটা স্লাইডার রে কানে ধইরা ডান থেকে বামে নিয়া জান। অবশ্য আমার মনে হয় বাম থেকে ডানে নেয়াটাই আপনার জন্য ভাল হবে। কারন আমার ডান-বামে প্রবলেম আছে। ঘুলাই ফালাই।
৮. টানার পর উপরের অপশনটি আসতেও পারে আবার নাও আস্তে পারে। আসলে ওকে করেন। আর যদি আপণী পন্ডিত হন তাইলে অন্য কোন নামেও সেভ করতে পারেন।
৯. এর পর আপনার আর কিছু করার নেই। অপেক্ষা করুন। আমার ক্ষেত্রে 129 এর মত লাগে। আপনার ক্ষেত্রে ২০০ বার তার একটু কম বেশী লাগতে পারে।
১০. কাজ সম্পন্ন হয়ে গেলে তিনটা অপশন আসবে। আপনি Reaboot ক্লিক করুন। Next Option এ System ক্লিক করুন।
এভাবে আপনি আপনার সোনার হরিন অরিজিনাল রমটার ব্যাকআপ রাখতে পারেন। অনেক টা লাইফ ইনস্যুরেন্স এর মত। তবে এই ক্ষেত্রে একটু সুবিধা বেশি ই পাবেন...!!
উল্লেখ্য আপনার ব্যাকআপ ফাইলগুলো আপনার নির্ধারিত Storage এ TWRP ফোল্ডারের মধ্যে BACKUP নামের ফোল্ডারে টাইম অনুযায়ী নামের একটি ফোল্ডারে সংরক্ষিত থাকবে।
Symbolically বলতে গেলে TWRP\Backup\2013-10-02--03-16-03 এই ফোল্ডারে। পুরো TWRP folder টাই যত্ন করে রেখে দিন। তারপর সেট উপর টর্চার শুরু করুন। যা খুশি তাই করুন। শুধু কারনেল ফ্ল্যাশ দিয়েন না। একশবার রম দিন, নষ্ট করুন , আবার রেস্টর করে আবার টর্চার করুন।
আমি সম্পদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai apni to rom ta dilan na