হিহিহিহি...... সত্যি কইরা বইলা ফেলেন কে কে মঙ্গল গ্রহের মানুষ, আমি কিন্তু সব বুঝি খালি চুপ থাকি 😛 যারা ভাবতেসেন যে মঙ্গল গ্রহের মানুষ হয়েই গেছেন তাদেরকে ফিরিয়ে আনবো এখন।
কথা কিন্তু সত্য, আমার কাছে তথ্য আছে যে যারা Cadillacs and Dinosaurs মানে Mostofa গেম খেলে নাই তারা সত্যি সত্যি পৃথিবীর মানুষ না 😀 আমি বাচ্চাকালে এই গেম কতো খেলসি পাড়ার ভিডিও গেমস এর দকানে! বাপের পকেটে Coin একটাও থাকতো না 😛
যাই হোক এখন আসেন মূল কোথায়, যারা সতি গেমটা চেনেন না বা ইতিহাস জানেন না তাদের জন্য Cadillacs and Dinosaurs উরুফে Mostofa গেমের সম্পর্কে কিছু কথা।
ছবিতে যাদেরকে দেখতে পারছেন তাদের মধ্যে একটাও আমি না 😀 এরা হলেন গেমের নায়ক নায়িকা।
এগুলা আমি নিজেও জানতাম না আপনাদেরকে জানাতে গিয়ে নিজেও শিখে নিলাম, ভালোই হল 😀
দেখেন Hannah আপু কেমন কইরা গুলি মারতেসে, বাপরে ভয় পাইসি 😀 ইনি হলেন এই গেমের নায়িকা।
ইনি হলেন বস লোক Mustapha , তার নামেই এই গেমটি বাংলাদেশে বেশি পরিচিত।
এই মোটাসোটা ব্যাক্তিটি হলেন Mess, তার এক কিল খাইলে আপনাকে আর উঠে দাড়াতে হবে না, আমি জানি কারন আমি নিজে খাইসি 😛
ওনার নাম হল Jack, গেমের নায়ক বলে পরিচিত (নায়িকার নায়ক :D) তার স্বভাবটাও ভালো।
আমার বলা শেষ!
কি কইলেন !?!? আপনি এইসব জানেন !?!? তাইলে আমি এতক্ষন বকবক কেন করলাম! ধুর মিয়া 😀
আমার কাছে ২ টা ভার্সন আছে স্ক্রীনশট দেখে আপনার পছন্দেরটা ডাউনলোড করুন।
এই ভার্সনের গেমটা চালু করার সময় চিট অপশন আসবে, সবগুলো ঠিক চিহ্ন Uncheck করে তারপর স্টার্টে ক্লিক করুন।
পছন্দ না হইলে Mess এর মতো কিল গুলা আমারে দিয়েন, মজা পাইলাম, আমারে পাইবেন কই? 😛
[বিঃ দ্রঃ- আপনার কম্পিউটারের Anti-Virus কে একটু সাবধান করে দিন, কোন কোন Anti-Virus এই গেমটাকে Virus বলবে কিন্তু এটা Virus না, নিশ্চিন্ত থাকুন]
কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। ভুল হলে মাফ করবেন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, কষ্ট করে আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
আরে ভাই রে কি দিলেন :p ছোট বেলায় ক্লাস ৫ থেকে ক্লাস ৮ পর্যন্ত পাগল ছিলাম এই গেইম এর জন্য। অনেক ধন্যবাদ। কিন্তু ফুল স্কিন এর ডাউন লিঙ্ক কাজ করছে না।