অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৯] :: Mostofa গেম যে খেলে নাই সে মঙ্গল গ্রহের মানুষ! পৃথিবীর মানুষ হইতে চাইলে এখনি খেলুন, Cadillacs and Dinosaurs (Mostofa) অ্যান্ড্রয়েড ভার্সন।

অ্যান্ড্রয়েড গেম

হিহিহিহি...... সত্যি কইরা বইলা ফেলেন কে কে মঙ্গল গ্রহের মানুষ, আমি কিন্তু সব বুঝি খালি চুপ থাকি 😛 যারা ভাবতেসেন যে মঙ্গল গ্রহের মানুষ হয়েই গেছেন তাদেরকে ফিরিয়ে আনবো এখন।

কথা কিন্তু সত্য, আমার কাছে তথ্য আছে যে যারা Cadillacs and Dinosaurs মানে Mostofa গেম খেলে নাই তারা সত্যি সত্যি পৃথিবীর মানুষ না 😀 আমি বাচ্চাকালে এই গেম কতো খেলসি পাড়ার ভিডিও গেমস এর দকানে! বাপের পকেটে Coin একটাও থাকতো না 😛

যাই হোক এখন আসেন মূল কোথায়, যারা সতি গেমটা চেনেন না বা ইতিহাস জানেন না তাদের জন্য Cadillacs and Dinosaurs উরুফে Mostofa গেমের সম্পর্কে কিছু কথা।

ছবিতে যাদেরকে দেখতে পারছেন তাদের মধ্যে একটাও আমি না 😀 এরা হলেন গেমের নায়ক নায়িকা।

  • গেমটি ১৯৯৩ সালে মুক্তি পায়, অ্যান্ড্রয়েড ভার্সন কবে বের হইসে এইটা আমার বাপেও জানে না 😀
  • গেমটি বানায় জাপানি গেমিং কোম্পানি Capcom
  • গেমটির একটা Comic Book এবং Animation Series আছে যা ১৯৯৩ সালেই পাবলিশ হয়
  • গেমের Character গুলো হল Jack Tenrec, Hannah Dundee, Mustapha Cairo, Mess O'Bradovich

এগুলা আমি নিজেও জানতাম না আপনাদেরকে জানাতে গিয়ে নিজেও শিখে নিলাম, ভালোই হল 😀

দেখেন Hannah আপু কেমন কইরা গুলি মারতেসে, বাপরে ভয় পাইসি 😀 ইনি হলেন এই গেমের নায়িকা।

ইনি হলেন বস লোক Mustapha , তার নামেই এই গেমটি বাংলাদেশে বেশি পরিচিত।

এই মোটাসোটা ব্যাক্তিটি হলেন Mess, তার এক কিল খাইলে আপনাকে আর উঠে দাড়াতে হবে না, আমি জানি কারন আমি নিজে খাইসি 😛

ওনার নাম হল Jack, গেমের নায়ক বলে পরিচিত (নায়িকার নায়ক :D) তার স্বভাবটাও ভালো।

আমার বলা শেষ!

কি কইলেন !?!? আপনি এইসব জানেন !?!? তাইলে আমি এতক্ষন বকবক কেন করলাম! ধুর মিয়া 😀

ডাউনলোড করেনঃ

আমার কাছে ২ টা ভার্সন আছে স্ক্রীনশট দেখে আপনার পছন্দেরটা ডাউনলোড করুন।

১) প্রথমটা এরকম লম্বা স্ক্রীন।

২) দ্বিতীয়টা ফুল স্ক্রীন।

এই ভার্সনের গেমটা চালু করার সময় চিট অপশন আসবে, সবগুলো ঠিক চিহ্ন Uncheck করে তারপর স্টার্টে ক্লিক করুন।

পছন্দ না হইলে Mess এর মতো কিল গুলা আমারে দিয়েন, মজা পাইলাম, আমারে পাইবেন কই? 😛

[বিঃ দ্রঃ- আপনার কম্পিউটারের Anti-Virus কে একটু সাবধান করে দিন, কোন কোন Anti-Virus এই গেমটাকে Virus বলবে কিন্তু এটা Virus না, নিশ্চিন্ত থাকুন]

কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। ভুল হলে মাফ করবেন।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, কষ্ট করে আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই রে কি দিলেন :p ছোট বেলায় ক্লাস ৫ থেকে ক্লাস ৮ পর্যন্ত পাগল ছিলাম এই গেইম এর জন্য। অনেক ধন্যবাদ। কিন্তু ফুল স্কিন এর ডাউন লিঙ্ক কাজ করছে না।

    Level 0

    @Biswajit Das: ধন্যবাদ মন্তব্যের জন্য।

zippyshare থেকে নিলাম

    Level 0

    @Biswajit Das: লিংকতো ২ টাই কাজ করছে।

ওই মিয়া কি ফাইল দিসেন? গুগল মামু কইতেসে :

“দুঃখিত, এই ফাইলটি একটি ভাইরাস দ্বারা সংক্রামিত

ক্ষতিগ্রস্ত ফাইলগুলি ডাউনলোড করার জন্য কেবলমাত্র মালিকই মঞ্জুরিপ্রাপ্ত৷”

মনডা চাইতেসে হ্যাচা হ্যাচা আপনেরে Mess এর মতো দুইটা কিল দেই (একটু মজা লইলাম, মাইন্ড খাইয়েননা :P)

    @ধূপছায়া: তবে বস টিউনটা কিন্তু ভালা পাইসি 🙂

      Level 0

      @ধূপছায়া: ভাই আমি জানি গুগল মামা জালাইবো এই কারনেই তো Zippyshare দিলাম, আসলে কোন Virus নাই। 🙂

Level 0

bish gun kon version tai ase? nicher TAI ACE?

    Level 0

    @Ratul007: ভাই বিশ কোনটাতেই নাই 🙁

I love Mess

    Level 0

    @shofiqsohel48: আমিও!! 😀

Level 0

@Sohag: vai amar primo f2 and galaxy young e cheat check o uncheck korar poreo cholchhena.
how can I run this?

    Level 0

    @Sea hawk: প্রথম বার চালো হতে একটু সময় লাগবে, ওয়েট করেন…………

Level 0

dhonnobad vai.

    Level 0

    @sabujdesh: আপনাকেও