দেখে মনে হচ্ছে আপনার মনটা আজকে ভালো নেই, কি বেপার বলুনতো মশাই? বুঝেছি,ওওও না বুঝি নাই 😀 বুঝার দরকার নাই। তবে চাঙ্গা খবর হল এই যে আজকে আমার মনটা ভালো তাই আজকে অনেক গুলো গেম একসাথে দিচ্ছি যদিও সবগুলো ক্রিকেট খেলা।
অনেকেই আমাকে বলেছে অ্যান্ড্রয়েডের জন্য ক্রিকেট গেম দেওয়ার জন্য। আমি ক্রিকেট গেমের তেমন ভালো Fan ছিলাম না কিন্তু খেলতে গিয়ে তো আমি Fan থেকে একেবারে Air Conditioner হয়ে গেলাম 😀 অনেক গুলো গেম ডাউনলোড করে ইন্সটল দিলাম খেলার পর বুঝতে পারছিলাম না কোন গেমটা নিয়ে পোস্ট করবো বা কোন গেমটা আপনাদের ভালো লাগতে পারে। তাই অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিলাম সবগুলোই দিয়ে দেই, কি ভালো সিদ্ধান্ত না? আসুন শুরু করি।
এটা শুধু ক্রিকেট খেলা নয়, আপনি এখানে টিমকে কন্ট্রোল করবেন, পয়সা অর্জন করতে হবে এবং প্লেয়ার দের পাওয়ার সহ আরও অনেক কিছু কিনার জন্য। এই গেমটিতে Multi-Player ও আছে তাই মজার শেষ নাই।
Zip ফাইলটি Extract করার পর ২ টা ফাইল পাবেন, APK আর Data ফাইল।
২) World Cricket Championship Pro:এই গেমটা অনেক ভালো এবং মজার, খেলার পর তৃপ্তি পাবেন। তবে একটু সমস্যা আছে, এই গেমটা চালো করতে হলে প্রথমে একটু ইন্টারনেট Connect করতে হবে। আর কিছ লাগবে শুধু ইন্টারনেট থাকলেই হবে।
এটা অনেক মজার গেম, সাইজ ছোট মাত্র ১৫এমবি তাই সাইজের তুলনায় অনেক ভালো একটি ক্রিকেট গেম। আমার মনে হয় বেশি কথা বলে লাভ নেই আপনারা পড়বেন না (আসলে আমি কি লিখবো খুঁজে পাচ্ছি না 😀 )
আমিতো চিন্তায় আছি, Fever মানে কি জ্বর না? তাহলে সব ক্রিকেট খেলোয়ারদের জ্বর আসলো, নাকি ক্রিকেট গেমের জ্বর আসলো 😀 ? বিষয়টা কেউ বুঝলে আমাকে মন্তব্যে জানান। যাই হোক এই গেমটাও অনেক সুন্দর এবং মজার। তফাত আপনি নিজেই বুঝবেন। গেমটির সাইজ হল মাত্র ১৪.৯এমবি।
নাম দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা একটু অন্যরকম হবে। ঠিক তাই, এই খেলাটা আমরা পারায়জেমন রাস্তায় ক্রিকেট খেলি ঠিক তেমন। সমুদ্র সৈকতে ক্রিকেট খেলা, কোন পরিচিত টিম বা খেলোয়াড় নেই তবে অনেক মজা, রাস্তায় খেলার মতই।
আপনাদের কাছে যদি আরও কোন ক্রিকেট গেমের নাম থাকে তাহলে আওয়াজ দিন।লিংকে কোন সমস্যা হলে বলবেন।
আজকে মাইর খাওয়ার মুড আছে তাই গেম মজা না লাগলে আমারে ধইরা ঘারান 😛 হেহেহে.........মজা পাইলাম, আমারে পাইবেন কই? 😀
ভালো থাকবেন, টা টা।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, কষ্ট করে আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
আমি অবশ্য ফুটবলের পাগল, ক্রিকেট গেম অতটা খেলা হয় না। তবে এর মাঝে ২টা আগে খেলেছি। কম মেগাবাইটের মধ্যে দারুণ গেম। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।