“Rain-W35” সিমফনি W35 এর জন্য সর্বপ্রথম একটি মডিফাইড Jelly Bean 4.1.1 রম(আপডেটেড Ver-2.0) !!

আসসালামু আলাইকুম। অনেক ঘাটাঘাটি করে সিম্ফনি W35 এর জন্য কোন রম পেলাম না। Xda তে অনেকদিন গুতাগুতি করে ক্লান্ত হয়ে শেষ মেষ নিজেই কিছু মোড আর এপ উইজ করে একটা নিজর চাহিদা মত রম বানায় নিলাম।আপনার আমার মত কিছু সস্তা চাইনিজ Product ব্যাবহার কারীদের জন্য। 😆  😆 😆 আমি XDA ফোরাম এর ঐসব অস্থির অস্থির ডেভেলপারদের মত ব্রিলিয়ান্ট না। আমি ওদের মত রম দেভেলপ করি নাই। আমি শুধু ওদের কিছু টিপস আর কিছু এপস ব্যাবহার করে নিজের TWRP ব্যাকআপ নিয়ে রমটা দাঁর করাচ্ছি। কিছু বাগস আছে। ঘাঁটাঘাঁটি করে অইগুলা সমাধান করে দুই একদিনের মধ্যে ভার্সিটির ওয়াইফাই থেকে উপলোড দিবো যদি আপনারা চান। নিচে কিছু স্কিনসট দিলাম। ভাল লাগ্লে জানাবেন।
Note: Your Phone Must BE ROOTED And TWRP Recovery Enabled. And Most Importantly Before Installing This ROM You MUST KEEP  BACKUP Of your CURRENT ROM.

Features:
Android 4.1.1
kernel 3.4.0 (Stock)
Base-band Stock

Xperia Walkman
Xperia Movie
Xperia Album
Cybershot Camera (Have Some Bugs) 
Motorola Camera (Fully Working)
Galaxy Note III Launcher
SOD Launcher With Floating Notification
Galaxy S4 Lock screen with Notification 
ES Explore Pro
ES Task Manager
Xposed Fremwork
TubeMAte
WP-8 Launcher(Not Full functional, And Don't even think about Updating)
Pie Content
Advanced Power Menu(Reboot, Recovery, Soft Reboot, Screen Shoot)
Full Screen Caller Photo
Proximity Auto Screen Turn Off when Phone is in Pocket.
Shake to Reject Or Mute Call
Skip Track using Volume Button(Have Some Bugs)
Extended Volume Menu.
Super User Pro
Mx Player Pro Arm Ver-7

Facebook, Facebook Messenger, Temple Run, Google SMS MMS CONTACT BACKUP etc.

Requirement:
ROOTED Symphony W35
TWRP Recovery Enabled
A Strong Heart to care about Nothing!

Just Kiding. Nothing is gonna go wrong if you keep back up of your Current Rom(Very Very Important)

File Size:

230MB

Download:

Rain-w35 v2.0

 

Screenshots:

Level 2

আমি সম্পদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai rom back up er tutorial link chai

Bug valluk na thakle valo hoito… Internal space koto faka thakbe…??? RAM 203 Mb deklam image a.. Karnel ki swap supported…???

Level 0

root korbo ki babe

Level 0

vai next e rom make niya tune koriyan. ar rom ar
apps gulo amake alada Galaxy Note III Launcher link diyan.

Level 0

ভাই Walton Primo F1 এর কাস্টম রম আর কাস্টম রম ইন্সটল করার বিস্তারিত টিউন করতে পারবেন?? আমার কাস্টম রম আর তা সেটাপ করা শিখার খুব ইচ্ছা। কিন্তু এ ব্যাপারে একেবারে অজ্ঞ হওয়ায় কিছুই বুঝি না, নেটে সার্চ করে আরো কনফিউজড হয়ে গেছি 😛 যদি পারেন আমার মত dummy’র উপযোগী একটা টিউন কইরেন… ধন্যবাদ।

vai apnake ki bole j dhonnobad dibo tar vasha amar jana nai, aptoto dhonnobadta tule rakhlam, rom-ta pabar por unlimited dhonnobad dibo. Khub khub khub bipode achi ei faltu mobile ta kine, ei kane dorechi vai rom-ta den tarpor ei apodtare biday koira walto f2 kinbo. Koyekdin purbe chainfire3D namok ekti baje soft install dite jeye amar mobile-ta boot menu eshe hang hoye thakar problem-e vugchi, apnar moto onek chesta korechi custom rom khujar but kothao pai nai. Matro 1month dhore kinechi, bolen ei olpo shomye mobile-tir ei obostha hole kemon lage..?

jaihok oboseshe rom-ta dile onek kritoggo thakbo. Boroi bipode achi pls help me. (rom inistall-er seystem-ta screen shot-e diyen pls! Pls! Pls!

Level 0

ভাই যত তাড়াতাড়ি সম্ভব রম টা দেন।

    @manoshw35: আপলোড সম্পন্ন হয়েছে। কিন্তু এই মুহূর্তে লিঙ্ক দিয়ে আপনাদের সেট এর বারটা বাজাতে চাই না। রম ব্যাকআপ রাখা এবং ইন্সটল করার উপর দুইটা টিউন লিখছি। শেষ হলে এবং আপনারা ভালভাবে ব্যাকআপ-রিকভারি করা শিখেছেন নিশ্চিত হতে পারলে তবেই লিঙ্ক দিব। আমি বার বার বলছি অবশ্যই এবং অবশ্যই নিজের রমের ব্যাকআপ আগে!

Level 0

upload kortacen na kan vai ??

আপলোড সম্পন্ন হয়েছে। কিন্তু এই মুহূর্তে লিঙ্ক দিয়ে আপনাদের সেট এর বারটা বাজাতে চাই না। রম ব্যাকআপ রাখা এবং ইন্সটল করার উপর দুইটা টিউন লিখছি। শেষ হলে এবং আপনারা ভালভাবে ব্যাকআপ-রিকভারি করা শিখেছেন নিশ্চিত হতে পারলে তবেই লিঙ্ক দিব। আমি বার বার বলছি অবশ্যই এবং অবশ্যই নিজের রমের ব্যাকআপ আগে…!

Rom Backup করার সম্পুর্ন প্রক্রিয়া নিচের লিংক এ পাবেন…

https://www.techtunes.io/android/tune-id/245899

Level 0

ko va. but aktu tara tari………………

বড় ভাই তাড়াতাড়ি আপলোড করুন

ভাই আমি এই ROM তা ইন্সটল করেছি

Bug গুল হচ্ছে :

SIM কার্ড পায় না (সবচেয়ে বড় সমস্যা) *

Sound ঠিক মত Play হয় না । আটকে আটকে যায় । *

আরও কিছু Bug আছে
Boot Animation এ আপনার ফটো কেন ?

    @enigmansary: সিম সঙ্ক্রান্ত বাগ Solve আপনি নিজেই করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। Install করার পরে Reset করুন। সিম প্রবলেম সমাধান হয়ে যাবে। আর রিসেট করার পর কিছু কাজ আপনাকে করে নিতে হবে। Key Board সমস্যা সমাধানঃ
    Reset করার পর LinkSD Software টা ওপেন করুন। Superuser Permission Allowকরুন।Ridimic Keyboard Uninstall করুন। তারপর যে কোন সাইট থেকে রিদিমিক কিবোর্ড এর apk file টা ইন্সটল করুন। এরপরও কোন বাগ থাকলে আমাকে জানান। Install করার পর কি ডেভিলিক ক্যাচ Clear করেছিলেন…? তা করলেও সিম প্রবলেম সলভ হবে।

    @enigmansary: Sorry Brother First Rom তো তাই বাগগুলো ছিল। সব বাগ এর সমাধান করা হয়ে দ্বিতীয় ভার্সনটিতে । এই লিঙ্ক এ যান…
    https://www.techtunes.io/android/tune-id/246924

ভাই ফাইলটা দয়া করে মিডিয়াফায়ারে আপলোড করেন

ভাই অনেক কষ্টে ১জিবি প্যাকেজ চালু করে রম ৩টি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিতে যেয়ে অনেক বার এমবি নষ্ট্ও করেছি। ৩টি পার্ট 7zip দিয়ে Extract Here দিলে ১ম পার্ট সফল ভাবে হয় (যদিও আপনি বলেছেন শুধু ১নং Extract Here করতে) কিন্তু পরের ২ অংশ Extract Here হয় না।যাক শেষে আপনার দেখানো নিয়ম অনুযায়ী আপনার ব্যাকআপকৃত ১নং ফাইলটি রি-ষ্টোর করি কিন্তু Restore Complete Failed দেখায়। এই অবস্থায় আমি কি করতে পারি?। কি যে বিপদে আছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না।

উল্রেখ্য: ব্যাকআপ ফাইলটি সিলেক্ট করলে Android Secure; Boot; Cache; Data; Nvram; System & Uboot অপশনগুলো আসে Recovery নামের কোন অপশন আসে না।

    @টেকনোলজিষ্ট: আমার মনে হয় আপনি ঠিক মত ডাউনলোড সম্পন্ন করতে পারেন নি। তাছাড়া এরকম হবার কথা নয়। বেশ কয়েকজন ডাউনলোড করে রমটা install করেছেন। তাদের যখন কোন সমস্যা হয়নি তাহলে ধরে নেয়া জায় প্রবলেমটা আপনার নিজের। আপনি ফেসবুকের এই পেজ এ প্রমান পাবেন https://www.facebook.com/groups/symphonyw35/ আর আমি বাগ মুক্ত ভার্সন আজকেই আপলোড দিচ্ছি।

    @টেকনোলজিষ্ট: আপনি ভার্সন টু ইন্সটল করুন। আপনার Canifire 3d সমস্যার সমাধান হবে।

রমটা তো ডাউনলোড করতে পারছি না। কি ভাবে ডাউনলোড করবো। আপনার লিংক এ গেলে মুল সাইটে যায়।

ভার্সন টু…! বাগ ভাল্লুক ফ্রি…!!!!

https://www.techtunes.io/android/tune-id/246924

বাগ ভাল্লুক নেই আবার কি রকম ক্যামেরাতে ছবি তোলা যায় কিন্তু ভিডিও করা যায় না।

ভাই অই একটা বাগ ই আছে। তাও ইচ্ছা করেই রাখছি। কারন Motorola এর এই ক্যামেরা অ্যাপ টার ক্যাপচার করার স্টাইল জোস। ছবিও ভাল ওঠে। স্কিনে যেকোন জায়গাতে ক্লিক করলেই হয়। এইটার ভিডিও করার অপশন কাজ করে না। যদি ভিডিও করাটাকে খুব জরুরি মনে করেন তাহলে নিচের লিঙ্ক থেকে জেলি বিন এর ওরিজিনাল ক্যামেরা অ্যাপ তা ডাঊণলোড করে নিন…
http://www53.zippyshare.com/v/26094420/file.html (ফ্রি)
অথবা
https://play.google.com/store/apps/details?id=com.moblynx.camerajbplus (যদি বাপের অনেক টাকা থাকে :p)

    @সম্পদ: ভাইয়া, putlocker.com. resume সাপোর্ট করে না। অনেক বার চেষ্টা করার পরও ডাউনলোড ফেইল্ড হচ্ছে। একটা সমাধান দিন।

Advanced Power Menu(Reboot, Recovery, Soft Reboot, Screen Shoot)
Full Screen Caller Photo
Proximity Auto Screen Turn Off when Phone is in Pocket.
Shake to Reject Or Mute Call
Mx Player Pro Arm Ver-7
এই গুলো তো নাই। দয়াকরে এগুলো ডউনলোড লিংক দিলে ভাল হয়।

bro…ame 2ta custom rom namai se kento install korta parse na.. kevaba install korbo w35 a plz help koran………