সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। অনেক সময় ভুলবশত আমাদের এন্ড্রয়েড মোবাইল বা ট্যাব এর ফাইল ব্রাউজার বা ফাইল ম্যানেজার রিমুভ/আনইন্সটল হয়ে যায়। এবং তখন পড়তে হয় মহা সমস্যায়। কোন প্রকার ফাইল ব্রাউজার না থাকায় কোন এপ্লিকেশন ইন্সটলও করা যায়না এবং মেমরীতেও ঢোকা যায় না। তখন উপায় হলো: আপনার ডিভাইস টির ফ্যাক্টরি ডাটা রিসেট করা এটা করলে আপনার ডিভাইসের ডিফল্ট ফাইল ব্রাউজার ফিরে আসে কিন্তু সমস্ত ইন্সটলকৃত এপ্লিকেশন ইরেজ হয়ে যায়। মনে করেন আপনার ডিভাইসে অনেক সফটওয়ার আছে ইন্সটল করা কিন্তু তার কোন ফাইল আপনার কাছে নেই। তাহলে সেই সফটওয়ার গুলো বাচাবেন কি করে? ঠিক এই রকম সমস্যায় পড়ে আমার কাছে এক ভাই ফোন করে ছিল। তাই তারই অনুরোধে আমার আজকের এই পোষ্ট।
কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে কোন প্রকার ফাইল ব্রাউজার বা ফাইল ম্যানেজার ছাড়া কিভাবে ইন্সটলকৃত সফটওয়ার বাচিয়ে আপনার এন্ড্রয়েড ডিভাইসে সফটওয়ার ইন্সটল করবেন:
প্রথমে আপনি যে সফটওয়ার টা ইন্সটল করতে চান সেটি কম্পিউটার বা অন্য মোবাইলে নিয়ে রিনেম করুন ঠিক এই ভাবে:
রিনেম করার আগে: etc.apk
রিনেম করার পরে: 1.apk
এখন এই সফটওয়ার টি আপনার এন্ড্রয়েড ডিভাইসের মেমরী কার্ডের রুটে নিয়ে নিন। কোন ফোল্ডারে না। এবার মেমরী কার্ডটি আপনার এন্ড্রয়েড ডিভাইসে লাগান এবং সেট টি অন করুন। এবার আপনার এন্ডয়েড মোবাইল বা ট্যাব এর মেনু তে যান। সেখানে নিচের ছবির মত একটা ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার দেখতে পাবেন (সব ডিভাইসেই থাকে)। সেটি ওপেন করুন।
এখন উপরের এড্রেস বারে লিখুন: file:///sdcard/1.apk এবং Go বাটনে ক্লিক করুন। ঠিক এই রকম:
এর পর আপনার ডিভাইসের স্ক্রীনে এই রকম দেখতে পাবেন:
সেখান থেকে Open ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন:
এখান থেকে স্বাভাবিক নিয়মে আপনার সফটওয়ার টি ইন্সটল করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই পোষ্ট টি প্রথম প্রকাশ: আমারটিউন্স
আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।
ভালো পোস্ট তবে ২ মাস আগে দিলে আমার এক ফ্রেন্ড এর নেক্সাস ৭ তিন দিন অকেজো পরে থাকতো না।