কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার মনে হচ্ছে টেকটিউন্স মান আমরা দিন দিন কমিয়ে ফেলছি 🙁 আপনাদের সবাইকে বলবো দয়া করে এই সাইট টাকে টিকিয়ে রাখতে সাহায্য করুন। যদি পোস্ট করতে না পারেন তাহলে যারা পোস্ট করছে তাদেরকে উৎসাহ দিন। সরাসরি না পারলেও পরুক্ষ্য ভাবে হেল্প করুন।
অ্যান্ড্রয়েডের ডিভাইসের জন্য এবার নিয়ে এসেছি অনেক সুন্দর একটি ফুটবল গেম। PES গেমটিত অনেকেই খেলেছেন বা নাম শুনেছেন, এটা পিসিতে খেলেছেন এমন লোকই বেশি। এখন যেটা দেবো সেটা হল PES 2012 Pro Evaluation Soccer নামটা একটু ডেঞ্জারাস মনে হচ্ছে, তাই না?
গেমটা আসলেই অনেক মজার, অনেকেই হয়তো ভাবছেন যে ফুটবলের কন্ট্রোল মনে হয় অনেক কঠিন হবে মোবাইলে। কিন্তু না, এই গেমটির কন্ট্রোল অনেক সহজ কোন ধরনের ঝামেলা নেই। সব ধরনের টিম আছে তাই আপনার প্রিয় টিম নিয়ে খেলতে পারেন।
গেমের সাইজ ও বেশি বড় না মাত্র ১১০এমবি ডাটা ফাইল। সে অনুযায়ী গ্রাফিক্স এবং সাউন্ড অনেক ভালো।
ডাউনলোডঃ
ডাটা ফাইল, গুগল মামা (Google Drive)
ইন্সটলঃ
কোন সমস্যা থাকলে/ কোন গেমের ডাউনলোড লিংক এবং রিভিও লাগলে বলবেন। ধন্যবাদ।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা কোন PES কোন Version ??? আমার কাছে PES V1.0.4 ভার্সনটা আছে। এটা যদি upgraded ভার্সন হয় তাহলে ডাউনলোড করবো।