আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারকাতু । আশা করি সকলেই ভাল আছেন।
আমাদের সকলেরই হাতে বর্তমানে এন্ড্রয়েড স্মার্টফোন দেখা যাচ্ছে। অনেক সুবিধা নির্ভর এই অ্যান্ড্রয়েডের আছে বেশকিছু ঝামেলা যা একজন সাধারণ ইউজারকে অসন্তুস্ট করতে পারে।
তেমনি একটি সমস্যা হচ্ছে গ্যালারীর SD Card এ থাকা সকল ছবি এবং ভিডিও কালেক্ট করে নেওয়া। অনেক ব্যবহারকারীই এতে বিচলিত হন। কেননা আপনার কোনও পার্সোনাল ইমেজ আছে যেটা আপনি অন্য কাউকে দেখতে দিতে চাননা। কিন্তু অনেক সফটওয়ার ব্যবহার করেও আপনি এর থেকে মুক্তি পাননি। আজকে আমি আপনাকে ফাইল লক করে রাখার জন্য সবথেকে সুন্দর, নিরাপদ এবং সোজা ট্রিকসটি দেব।
প্রথমে আপনি যে ফাইলটি লুকাতে চান সেটা খুজে বের করুন। এরপর ফাইলটির ওপর ট্যাপ করে রিনেম অপশনে যান। এবার ফাইলটির নামের শেষে দেখুন ফাইলটাইপ লেখা আছে। যেমন ধরুন আমি আমার SD Card এ থাকা Kasie Mujhe-Ghajini.mkv এই গানটাকে হাইড করবো। এটাকে রিনেম করে চিত্রানুযায়ী যেকোন অক্ষর বা এমন একটি ফরমেট লিখুন যেটা আপনার স্মার্টফোন সাপোর্ট করে না। যেমন: আমি লিখেছি Kasie Mujhe-Ghajini.mkv.u তাহলে এটা দেখুন রিনেম করার ফলে Unknown File হিসাবে শো করছে। তারপর এটি আপনার ইচ্ছামতো ফোল্ডারে সংরক্ষণ করুন।
আবার ফাইলটা দেখতে চাইলে রিনেম করে এটাকে পূর্বের নামে করে দিন। এরপর দেখুন ফাইলটা Usable হয়ে গেছে।
এই ট্রিকসটা পিসি এবং মোবাইল দুটোতেই করা যায়।
পিসি এর ক্ষেত্রে:
প্রথমে আপনি আপনার প্রয়োজনীয় সকল ফাইল একটা Folder এ রাখুন। এরপর Winrar বা এধরনের কোনও আর্চিভার ব্যবহার করে ফাইলটিকে Rar ফরমেটে রুপান্তর করুন। এরপর এটি আপনার স্মার্টফোনে ট্রান্সফার করুন। এটা দেখার জন্য আপনার ফোনে X-plore ফাইল ম্যানেজার বা অন্য কোনও RAR Viewer থাকতে হবে।
ফোন এর ক্ষেত্রে:
আপনার ফোনে X-Plore ফাইল ম্যানেজার ইনস্টল করুন। না থাকলে নিচ থেকে নামিয়ে নিন। এরপর X-plore এর মাধ্যমে আপনার সেই Rar File টি খুজে বের করে ওপেন করুন। X-plore এর মাধ্যমে আপনি যে কোনও ফোল্ডারকে Zip File এ রুপান্তর করতে পারবেন। এজন্য যে ফোল্ডারটি Zip করতে চান তার উপর ট্যাপ করে Create Zip এ কমান্ড দিন। এরপর Destination Folder দেখিয়ে দিয়ে Ok দিন।
বি: দ্র: RAR বা Zip ফাইল গ্যালারী বা ্অন্য কোন প্লেয়ার সার্চ করতে পারে না।এজন্য ফাইলটি অনাহুত ব্যাক্তির কাছে হিডেন হয়েই থেকে যায়।
যারা 4Shared থেকে ডাউনলোড করতে পারেন না, তারা প্রথমে এখানে যান এরপর খালি স্থানে 4Shared File এর লিন্কটা দিয়ে Generate এ ক্লিক করুন। দেখুন একটু পর আপনার ফাইল ডাউনলোড শুরু হবে।
কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।
ভাল লাগলে প্রিয় টিউনসে যুক্ত করতে ভুলবেন না।
ফেসবুকে আমাকে পাবেন এখানে।
আমার স্কাইপ আইডি ঃ moin...khulna
আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কমন ট্রিক্স কিন্তু অনেকের মাথায় আসবে না। ধন্যবাদ ভাই