সকল অ্যান্ড্রয়েড প্রেমীদের জন্য ভালোবাসা স্বরুপ- অ্যান্ড্রয়েডের জন্য গিগা টিউন।

  আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারকাতু । আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের জন্য থাকছে অ্যান্ড্রয়েডের গেমস, অ্যাপস, লাইভ ওয়ালপেপার, লাঞ্চার এর মেগা কালেকশন। আশা করি কেউ খালি হাতে ফেরত যাবেন না......

বি:দ্র: আমি কিছু কিছু ফাইল এর সাইজ বড় হওয়ায় টরেন্ট লিন্ক দিলাম কেননা টরেন্ট এর সুবিধা অনেক। এই লিন্ক গুল া আমার না সুতরাং কোনওপ্রকার সমস্যা হলে আমি দায়ী নয়। যারা টরেন্ট সম্পর্কে জানেন না তারা দিহান ভাইয়ের এই টিউনটা দেখুন।

আমি এখানে যেসকল অ্যাপস ফ্রি তার গুগল প্লে লিন্ক দিয়েছি এবং যে সকল পেইড অ্যাপ রয়েছে তার 4Shared লিন্ক দিয়েছি। 4Shared থেকে ডাউনলোড করার জন্য প্রথমে এখানে যান এরপর ফাকা বক্সে লিন্ক দিয়ে জেনারেটে ক্লিক করুন।


প্রথমেই থাকছে অ্যাপস এর রিভিউ সহ ডাউনলোড লিন্ক

ভিডিও প্লেয়ার:

1. MX Player

অ্যান্ড্রয়েডে ভিডিও প্লেয়ার এর কথা উঠলেই সবার প্রথমে আসে MX Player এর কথা। সকল প্রকার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই প্লেয়ার এর রয়েছে কোডেক সাপোর্ট ক্যাপাবিলিটি। এছাড়াও রয়েছে স্মার্ট গেটসার ব্যবস্থা যাতে ভিডিও কন্ট্রোল করতে পারবেন অনায়সে। এখন অধিকাংশ ডিভাইসেই সিস্টেমের সাথে বিল্ট ইন ভাবে Mx Player দেওয়া থাকে। যাদের ডিভাইসে নেই তারা প্রথমে নিচের থেকে APK টা ডাউনলোড করে ইনস্টল করুন এরপর আপনার ডিভাইসটির চিপ এর উপর ভিত্তি করে কোডেক ডাউনলোড করতে বলবে। নাম্বার অনুযায়ী গুগলে সার্চ দিয়ে কোডেক ডাউনলোড করে ইনস্টল করুন।

Screenshot


   2. QQ Player

MX Player এর পর আমার কাছে ২য় পছন্দের প্লেয়ার এটাই। এটার আলাদা কোনও কোডেক ডাউনলোড করা লাগে না। এটা প্রায় সব ফরমেটের ভিডিও সাপোর্ট করে। এম. এক্স প্লেয়ার এর মতই এতে রয়েছে সোয়াইপ সুবিধা যা ব্যবহারকারীকে আনন্দ দিবে। স্মার্ট কন্ট্রোল আর সুন্দর ইন্টারফেস এই প্লেয়ারটিকে সত্যিই অনন্য করে তুলেছে। এছাড়াও রয়েছে সুন্দর ভাবে ভিডিও থাম্বনেইল এর ব্যবস্থা। নিচ থেকে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন কোনও প্রকার ঝামেলা ছাড়াই।

Screenshot


3. Mobo Player

আমার ৩য় পছন্দের প্লেয়ার হিসাবে আমি এই প্লেয়ারটার কথাই বলবো। অন্যান্য সকল প্লেয়ার এর মতো এই প্লেয়ার এর উল্লেখযোগ্য সকল সুবিধায় আছে।  নিচ থেকে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।

Screenshot


অডিও প্লেয়ার:

       1. Poweramp Music Player

অনেকের মতে এটাই অ্যান্ড্রয়েডের সেরা মিউজিক প্লেয়ার। আমার পছন্দের তালিকায় এটা থাকছে সবার উপরে। সহজ কন্ট্রোল আর অসাধারণ সুন্দর ইন্টারফেস সত্যিই আপনাকে মুগ্ধ করবে। সাথে রয়েছে প্রিলোডেড ইক্যুলাইজার সেট যার মাধ্যমে আপনি আপনার গান শোনার পরিবেশটাকেই বদলে ফেলতে পারবেন। এছাড়াও ইক্যুলাইজার এডিট করার সিস্টেম তো থাকছেই। সাথে রয়েছে ৫টা দৃষ্টিনন্দন উইজেট যার মাধ্যমে আপনি হোমস্ক্রীণ থেকেই আপনার গানকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও রয়েছে অনলাইন থেকে লিরিক্স ডাউনলোড করে গানের সাথে শোনার সুবিধা। যেটা আপনাকে ইংরেজি গান শুনতে সাহায্য করবে। এছাড়াও হেডসেট কানেক্ট-ডিসকানেক্টের মাধ্যমে ট্রাক প্লে-পজ করার ব্যবস্থা থাকছে। সবথেকে আকষর্ণীয় দিক হচ্ছে এটার ট্রাকে আপনি আপনার গ্যালারি থেকে ইচ্ছামতো ইমেজ অ্যাটাচ করতে পারবেন।

Screenshot


          2. TTpod

আমার পছন্দের তালিকায় এটা ২য় সেরা মিউজিক প্লেয়ার। Poweramp এর লাইসেন্স ভেরিফাই করা ঝামেলা থাকায় অনেকেয় বিকল্প হিসাবে এটা ব্যবহার করেন। সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের জনপ্রিয় এই মিউজিক প্লেয়ার এর সুন্দর ইন্টারফেস সত্যিই প্রশংসার দাবিদার। ২টি সুন্দর হোমন্ক্রীণ উইজেট সহ রয়েছে আধুনিক মিউজিক প্লেয়ার এর সকল সুবিধায়।

Screenshot


   3. Winamp

পিসির জনপ্রিয় এই প্লেয়ারটি জনপ্রিয়তার দিক থেকে অ্যান্ড্রয়েডেও অনেকটা এগিয়ে। এতে আছে আধুনিক মিউজিক প্লেয়ার এর সকল ফিচার। আমার মনে হয় শুধুমাত্র এর ইন্টারফেসের জন্য এটি একটু পিছিয়ে রয়েছে।

Screenshot

মিক্সড অ্যাপস

          1. Adobe Reader

অ্যাডৌবি রিডার কি তা হয়তো নতুন করে আপনাদেরকে বলে দিতে হবে না। আপনার স্মার্টফোনে PDF পড়ার জন্য নি:সন্দেহে এটি সেরা। আছে যে কোনও স্থানে নোট করে রাখার সুবিধা। এছাড়া ভেতরের লিন্ক থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে যাওয়ারও সুবিধা আছে। আমার মতো যারা বই পাগলা তাদের জন্য দারুণ উপকারী একটি অ্যাপ।

Screenshot


            2. Android Assistant 

অ্যান্ড্রোয়েড অ্যাসিস্টান্ট সম্পর্কে সবাই কমবেশী জানেন। ফোন ম্যানেজমেন্টের জন্য দারুন একটি অ্যাপ। এছাড়াও সিস্টেম সম্পর্কে ধারণা পেতে, ব্যাটারী ইউজ সম্পর্কে জানতে, ইনস্টল অ্যাপস এর ব্যকআপ রাখতে বহুল ব্যবহৃত হয়।

Screenshot


                         3. X-plore

সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের জনপ্রিয় এই ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড প্লাটফর্মেও দারুণ সফল।ফাইল ম্যানেজমেন্টের সকল সুবিধাই রয়েছে এতে।রয়েছে কাজের সুবিধার্তে দুই পাশ্বেই ফাইল ব্যবস্থাপনা।হিডেন ফাইল রিনেম করা এর একটি বিশেষ গুণ যেটা ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়ে হয়না।

Screenshot


                     4. Camera JB+

যাদের ফোন এখনও জেলীবিনে আপগ্রেড করা হয়নি তাদের জন্য দারুণ একটি অ্যাপ...........এর মাধ্যমে আপনারা ক্যামেরা এবং গ্যালারীর ক্ষেত্রে জেলীবিন এর সাধ পাবেন.....এছাড়াও সাথে রয়েছে ফটো এডিটিং এর জন্যে ধারুণ এডিটর। আশা করি আপনাদের পছন্দ হবে।

Screenshot


                 5. ES File Xplore

এটাও দারুণ একটা ফাইল ম্যানেজার। এর মাধ্যমে ফাইল ম্যানেজমেন্টের সকল কাজই করা যায়। এছাড়াও বিশেষ সুবিধা হিসাবে রয়েছে Wifi এর মাধ্যমে ফাইল ট্রান্সফার এর সুবিধা।এতে অবশ্য দৃই ডিভাইসেই এই অ্যাপটা রানিং থাকতে হয়।

Screenshot


                                             6. Ants in my pants

                                                                                              এটা সম্পর্কে বেশী কিছু বলবো না। কিছুদিন আগে সোহাগ ভাই এটা সম্পর্কে লিখেছেন। সোহাগ ভাইয়ের রিভিউ পড়ত এখানে ক্লিক করুন। তবে ব্যবহার করে চরম মজা পাবেন এটা নিশ্চিত।


                                7. Photaf Panorama Pro

                                                                                  এখনকার অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্টভাবে প্যানোর‌্যামা মোড দেওয়া থাকে। অনেক ক্ষেত্রেই এই ডিফল্ট প্যানোর‌্যামা মোড বিরক্তিকর হয়ে দেখা দেয়। এর থেকে সমাধানের জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটি নিয়ে আমি আগেও রিভিউ লিখেছি। তাই আর কিছু বলবো না। আমার পুরাতন রিভিউটি পড়তে এখানে ক্লিক করুন।


                      8. Easy Battery Saver 

                                                                     আমার সবথেকে পছন্দের ব্যাটারী অ্যাপ। অ্যান্ড্রয়েডের সবথেকে বড় প্রব্লেম ব্যাটারী নিয়ে। এই অ্যাপটি ইউজের মাধ্যমে আপনার ব্যাটারীকে অনেকটা সাশ্রয় করতে পারবেন। আছে দারুণ ইন্টারফেস আর ইচ্ছামতো প্রোফাইল তৈরী এবং ব্যাবহারের সুবিধা। সবথেকে ভাল লেগেছে এর নেটওয়ার্ক মনিটরিং। যার মাধ্যমে রুট না করেই আপনি আপনার অ্যাপস এর নেট ইউজকে কন্ট্রোল করতে পারছেন।

Screenshot


                        9.Instant Heart Rate

                                                                     এটা দিয়ে হার্ট বীটের গতি / ব্লাড প্রেশার মাপা যায় । তবে এ জন্য আপনার মোবাইল আবশ্যই ক্যামেরা ও ফ্ল্যাশ থাকতে হবে।এই সম্পর্কে হীরা ভাইয়ের এই টিউনটা দেখতে পারেন।

Screenshot 


                     10. Fake iPhone 4s 

অনেকেরই ইচ্ছা হয় আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে আইফোনের রুপ দিতে। এর জন্য অনেক মেথড থাকলেও কোনটাই সত্যিকারের আইফোনের ইন্টারফেস তৈরী করতে পারে না। আমার দেখা মতে এর মধ্যে সবথেকে সেরা এই অ্যাপটি। এটি আপনাকে কিছুটা হলেও আইফোন ইন্টারফেসের স্বাদ দিবে।

Screenshot


11.Colour Booth Pro

                                             আমার পছন্দের দারুণ একটি অ্যাপ।এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার Photo-কে এত Creative বানাতে পারবেন যে আপনিই অবাক হয়ে যাবেন।দেরি না করে ঝটপট ডা্‌উনলোড করে দেখুন।

Screenshot



             12. Advanced Mobilecare

                                                                   এটি একটি দারুণ কাজের সফটওয়্যার। অনেকেই হয়তো এর পিসি ভার্শন ব্যবহার করেছেন। এটি যে কতটা কার্যকর তা আপনি না ব্যবহার করে বুঝতে পারবেন না। আপনার ফোনকে সকল প্রকার সমস্যা থেকে সুরক্ষা দেবে এটি। অ্যাপ ইনস্টল হওয়ার পর তার মেইলওয়ার, ব্যাড সেক্টর চেক সহ ফোনকে টিউন করার জন্য অতুলনীয় অ্যাপ। রয়েছে ব্যাটারী সেভিংস অপশনও। এছাড়াও রয়েছে গেমিং প্রোফাইল যেটা আপনাকি নিবিঘ্নে গেম খেলার নিশ্চয়তা দিবে।

Screenshot


                                13. Instagram

                                                               ওয়ান টাচ ফটো ইফেক্ট এবং অনলাইনে ফটো শেয়ারিং এর জন্য এক কথায় অসাধারণ অ্যাপ। আপনি এর মাধ্যমে এক ক্লিকেই ফটোতে দারুণ সব ইফেক্ট দিতে পারবেন।শেয়ার করতে পারবেন অনলাইন বন্ধুদের সাথে। 

Screenshot


                             14. PicSay pro

                                                              ফটো এডিটিং এর জন্য দারুণ একটি পেইড অ্যাপ। এটাই আছে দারুণ কিছু ইফেক্ট যা সত্যিই আপনার ফটোকে সুন্দর করে তুলবে। এর ইন্টারফেসও আপনাকে নি:সন্দেহে মুগ্ধ করবে।ফ্রেন্ডের ছবি নিয়ে মজা করার জন্য দারুণ একটি অ্যাপ।

Screenshot


                  15. Sidebar Pro

                                                       অ্যান্ড্রয়েডের জন্য দারুণ একটি অ্যাপ।এর মাধ্যমে হোমস্ক্রীণ এর যে কোন একপাশে এই সাইডবারটি রাখতে পারবেন। এবং প্রয়োজনানুসারে সোয়াইপ করে আপনার পছন্দের অ্যাপ দ্রুত ওপেন করতে পারবেন।

Screenshot


                                16. Contacts Backup Pro

                                                                                      এই অ্যাপস এর মাধ্যামে আপনি সহজেই আপনার কন্টাকস এর ব্যকআপ রাখতে পারবেন। এরপর অন্য যে কোনও স্থানে সংরক্ষণ করতে পারবেন। পরে ফোন ফরমেট দিলেও আবার এটার মাধ্যমে কন্টাকস রিস্টোর করতে পারবেন।

Screenshot


লাইভ ওয়ালপেপার

আমি কখোনোই কাউকে লাইভ ওয়ালপেপার ব্যাবহার করার পরামর্শ দেয় না । কেননা এটা ফোনের প্রসেসরকে ব্যপক ব্যাস্ত রাখে এবং প্রচুর ব্যাটারী খায়। কিছু কিছু লাইভ ওয়ালপেপার আছে যা একটু কম ব্যাটারী খায় তবে সেগুল া অতটা ভালো না। তবে যায় হোক অনেকেই লাইভ ওয়ালপেপার ব্যাবহার করতে পছন্দ করেন।তাদের জন্য আমি আমার কিছু পছন্দের লাইভ ওয়ালপেপার দিলাম। ভালো না লাগলেও খারাপ লাগবে না মনে হয়।

                             1. Anipet aquarium

আমার পছন্দের তালিকায় এই ওয়ালপেপারটার অবস্থার সবার উপরে। এটা এতাটায় সুন্দর যে মনে হয় আপনার ফোনটায় অ্যাকুরিয়াম হয়ে গেছে। রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর মাছ এবং প্রাণী। সবথেকে ভালো লেগেছে এর ব্যকগ্রাউন্ড পরিবর্তন করার সুবিধা। আপনি এর পেছনে পছন্দের ওয়ালপেপার সেট করতে পারবেন।

Screenshot


                              2. Sunrise Live Wallpaper   

                                                                                      এটাও দারূণ একটা ওয়ালপেপার।আমি নিশ্চিত এটা আপনাকে মুগ্ধ করবে। এটা সম্পর্কে আর কিছু বলার নেয়। ডাউনলোড করে ব্যবহার করে দেখুন কেমন লাগে।

Screenshot 


                             3. Space Colony

                                                                   আপনি এটা ব্যবহারের পর শুধু একটা কথায় বলবেন----দারুণ।

Screenshot


                               4. Juice Pro Live Wallpaper

                                                                               একটা শব্দই যথেষ্ট -----অসম-----তবে একটা সমস্যা লো এন্ডের ফোনগুলাতে একটু ল্যাগ করে। এটি অনেক বেশী র‌্যাম এবং ব্যাটারী খায়।

Screenshot


                                           5.  Thunderstorm Live Wallpaper

                                                                   কিছুই বলার নেই। শুধু ডাউনলোড করেন।

Screenshot


                                        6. Photo FX Live Wallpaper

                                                                                 অনেকেই চান তাদের অনেকগুালো ফটো দিয়ে একসাথে কলেজ ওয়ালপেপার তৈরী করবেন। তেমনি এটা দিয়ে আপনার পছন্দের ইমেজকে শো করে লাইভ ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারবেন। রয়েছে নির্দিষ্ট ফোল্ডার বা ইমেজ সিলেক্ট করার সুবিধা।

Screenshot


                              7. Snowfall Live Wallpaper

                                                          কিছুই বলার নায়।

Screenshot


                               8. Koi Live Wallpaper

                                                                             এটার সম্পর্কে নতুন কিছুই হয়তো বলা লাগবে না। অনেকের পছন্দেই এটি সবার উপরে থাকে।

Screenshot


               9. Samsung Galaxy Note2 Feather Live Wallpaper

এটা স্যামসাং গ্যালাক্সী নোট২ এর ফেদার লাইভ ওয়ালপেপার। আপনাদের ভালো লাগবে আশা করি।

Screenshot


                       10. Grass Live Wallpaper

                                                                                এটা অনেক ফোনকম্পানী নিজেদের রমএডিট করে এই লাইভ ওয়ালপেপারটাকে দিয়ে থাকে। র‌্যাম সাশ্রয়ী এই লাইভওয়ালপেপারটি সিম্পল এর মাধ্যমে সত্যিই অনেক সুন্দর।

Screenshot


Launcher

লাঞ্চার কি সেটা হয়তো কোনও অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীকে নতুন করে বলে দিতে হবে না। অনেকেই ডিফল্ট লাঞ্চার ব্যবহার করেন না। এজন্য নিজের পছন্দ অনুযায়ী লাঞ্চার ব্যাবহার করেন। এখানে আমি তেমনি সেরা ৫টি লাঞ্চার এর রিভিউ দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

                 1.Go Launcher Ex

যদি র‌্যাংকিং বিবেচনা করা হয়, তাহলে এই লাঞ্চারটি সকলের উপরে। এর সুন্দর ইন্টারফেস আর স্মুথ টাচ কন্ট্রোল একে অনন্য করে তুলেছে। রয়েছে হাজার হাজার থিম ডাউনলোড করার সুবিধা। যে কারনে কখনই ইউজার বোরিং ফিল করবেন না।

Screenshot


                         2. Next Launcher 3D

                                                                    আমার দারুণ পছন্দের এই লাঞ্চারটিকে রাখলাম ২য়তে। এর আছে অনেক সুবিধা এবং থিম এর ব্যবহার। দেখলে সত্যিই কেমন একটা 3D ভাব মনে হয়।

Screenshot


                                          3. Windows Phone 8 Launcher

                                                                                                অনেকের কাছেই অ্যান্ড্রয়েডের থেকে লুমিয়ার তথা উইন্ডোজ ফোনের ইন্টারফেস ভালো লাগে। তাদের জন্য থাকছে এই লাঞ্চার। এর মাধ্যমে আপনি আপনার ফোনকে উইন্ডোজ ফোনের ইন্টারফেসে রুপান্তর করতে পারবেন।

Screenshot


                                   4. Apex Launcher Pro

                                                         এটা সম্পর্কে কিছুই বলবো না ভালো লাগলে ডাউনলোড করুন।

Screenshot


5. Smart Launcher


Games

এখন অ্যান্ড্রয়েড ফোন শুধুমাত্র কথা বলা আর ক্যামেরা ইউজের মধ্যেই সীমবিদ্ধ নেয়। এখন প্রায় সকল স্মার্টফোনেয় শক্তিশালী প্রসেসর আর জিপিইউ দেয়া হচ্ছে যাতে করে আপনি অনায়সে মাল্টি টাস্কিং করা সহ বিভিন্ন গেম খেলতে পারেন। আমি এখানে কিছু বড় গেম এবং কিছু ছোট গেম শেয়ার করলাম।

                                            1. Modern Combat 4 Zero Hour

ফাস্ট পার্সন শুটিং গেম এর মধ্যে সকলেই এই গেমটাকে সেরা বলে। এই গেমটার অত্যাধুনিক গ্রাফিক্স আর গেমপ্লে আপনাকে পাগল করে তুলবে। ১২ টি লেভেলের এই গেমটি খেলতে খেলতে আপনি যেন অন্য এক জগতে হারিয়ে যাবেন। আসলে এর এফ পি এস টা এতটাই অসাধারণ যে মনে হয় যেনও সত্যিকার যুদ্ধক্ষেত্রে অবস্থান করছেন। আমার মতে বিখ্যাত গেম সিরিজ কল অফ ডিউটি মডার্ণ ওয়্যারফেয়ার এর তিনটা ভার্সনেরই ছায়া রয়েছে এই গেমটাতে। গেমলফটের তৈরী এই গেমটি সবত্রই প্রশংসা কুড়িয়েছে।

Screenshot


                                     2. Need For Speed Most Wanted

                                                                                   রেসিং গেম এর ক্ষেত্রে পিসি কনসোলের পর অ্যান্ড্রয়েডেও Need For Speed Most Wanted দারূণ সফল। উচ্চমানের গ্রাফিক্স আর দারুণ গেমপ্লে আপনাকে এতটাই আকৃষ্ট করবে যে একবার খেল া শুরু করলে আর উঠতেই মন চাইবে না । মোশন সেন্সর েএর কন্ট্রোল এতসুন্দর যে সত্যি গেমটাকে রের্সিং গেমের মধ্যে সকলের উপরে রাখা যায়।

Screenshot


                                      3. GTA Vice City

                                                             GTA Vice City এর নাম শোনেননি বা খেলেননি এমন লোক পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। রকস্টার গেমসের তৈরী দুনিয়াকাপানো এই গেমটি অবশেষে অ্যান্ড্রয়েডে এসেছে কিছুদিন আগে। পিসি কনসোলের সেই গ্রফিক্স আর গেমপ্লে ধরে রেখেই মুক্তি দেওয়ায় জনপ্রিয়তা পেয়েছে আকাশ সমান। আশা করি আপনারা অনেকেই হয়তো এর মধ্যে খেলে ফেলেছেন। যারা খেলেননি ঝটপট ডাউনলোড করে খেলা শুরু করে দিতে পারেন।

Screenshot


                                    4. Chess Master 2013

                                                       যারা অবসর সময়ে দাবা খেলতে ভালোবাসেন তাদের জন্য এই গেমটি হতে পারে আদর্শ। আশা করি ভালো লাগবে।

Screenshot


                                                      5. Sniper Killer 3D

                                                           যারা অল্প মেগাবাইটের মধ্যে ভালো গেম খোজেন তাদের জন্য এই গেমটা ভালো হতে পাবে। খেললে মনেই হয় না যে মাত্র ১৫এমবি এর গেম খেলছি।

Screenshot


HD Wallpaper

যখন একবার বলেছি যে আপনার কেউ খালি হাতে ফিরবেন না, তো সে কথা আমি রাখবো। উপরের কোনও কিছুই যদি আপনার পছন্দ না হয় তাহলে এবার আশা রাখি নিচের এই সিম্পল ওয়ালপেপারগুলা পছন্দ হবে। এগুলা ডা্উনলোডের জন্য ছবির উপর রাইট ক্লিক করে সেভ ইমেজ এজ দিন।

সবশেষে থাকছে বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারের সেরা দুইটা ছবি


আমার এত সাধনার পড়েও যদি আপনি এখান থেকে খালি হাতে ফেরত যান তবে আমি দু:খিত। তবে দয়া করে আমাকে খালি হাতে ফেরাবেন না । দয়া করে আপনার মূল্যবান কমেন্ট করুন যা আমাকে পরবর্তী টিউন করতে অনুপ্রেরণা দিবে।

সবথেকে খুশি হবো যখন দেখবো আপনি এই টিউনটাকে প্রিয় টিউনসে যুক্ত করেছেন অথবা নির্বাচিত টিউনের জন্য মনোনয়ন দিয়েছেন।

ফেসবুকে আমাকে পাবেন এখানে। 

আমার স্কাইপ আইডি ঃ moin...khulna

সবশেষে পোস্ট টি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ আপনার টিউনটির জন্য।
আমার এন্ড্রয়েড সেট এর র‌্যাম খুব বেশী কাজ করে। অনেক র‌্যাম ক্লিনার দিয়ে বুস্ট করলে,র‌্যাম ঠিক হলেও,সাথে সাথেই আবার বেরে যায়। ফলে সেট ব্যবহারে সমস্যা হচ্ছে । আপনি কি এ ব্যাপারে সাহায্য করতে পারবেন।

    Level 0

    @ASHIK_SAJJAT: এর সমাধান একটাই কম অ্যাপস ইনস্টল করতে হবে। আপনি যদি বেশী অ্যাপস ইনস্টল করে থাকেন, তাহলে কোন অ্যাপস দিয়েই আপনার র‌্যামকে কন্ট্রোল করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে।

Level 0

সরাসরি প্রিয়তে নিলাম………………………।।

    Level 0

    @Delowar_2: ধন্যবাদ।

Level 0

অনেক কষ্ট করেছেন, গিগা না এটা টেরা টিউন হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

    Level 0

    @Sohag: হয়তোবা যখন আপনার মতো অ্যান্ড্রয়েডবিদ এ কথা বলেছেন তাহলে মেনে না নিয়ে উপায় নেয়।

Thanks a lotttttttttttttttttttt

    Level 0

    @সাইফুল ইসলাম সোহেল: আপনাকেও ধন্যবাদ।

অনেক ধৈর্য্য এর কাজ করছেন ভাই…… THANKS

    Level 0

    @অন্তিমআর্তনাদ: ধন্যবাদ।

Level 0

thnx bro…..ek sathe eto kisu!!!

    Level 0

    @sifat19: আরো কিছু দেওয়ার ইচ্ছা ছিলো সময়ের অভাবে দেওয়া হয়নি।

We want more !!!! Good work bro.

    Level 0

    @sickboy: I also want give you more……..Stay tuned with Techtunes…………..

অসাধারন। উপকারের অনেক কিছু পাইলাম ভাই।

    Level 0

    @আশরাফ: আপনাদের উপকারের জন্যই এই টিউন। যাক শুনে খুশি হলাম একজনের উপকার হয়েছে।

Level 0

৥মইন, ধন্যবাদ ।

    Level 0

    @Mustafa: আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

@মঈন I think category wise this is one of the best tunes I have ever seen.very very thanks.

but bro I dont know how to download from playstore via pc.Can u help me pls?

    Level 0

    @Sea hawk: টিউনটি আপনার ভালো লাগলো শুনে অনেক ভালো লাগলো। আর পিসি দিয়ে প্লে স্টোর থেকে ফাইল ডাউনলোডের বিষয়ে টিটিতে অনেক টিউন হয়েছে ……….আপনি একটু খুজে দেখলেই এ বিষয়ে অনেক টিউন পাবেন……………..

    Level 0

    @Sea hawk: এটাও দেখতে পারেন…… https://www.techtunes.io/android-apps/tune-id/246067