জিপি কে বাশ দিতে পারছেন না আপনার এন্ড্রুয়েড জেলিবিন 4.2.2 দিয়ে? তাহলে টিউনটি আপনার জন্য

জিপি এমএমএস সেটিং দিয়ে অনেকেই জিপি সিমে ফ্রি নেট ইউজ করছেন। কিন্তু সম্প্রতি কিছু সেট যেমন সিম্ফনি w68, প্রিমো f2 ইত্যাদি 4.2.2 ভার্সন চালিত সেট গুলোতে জিপি এমএমএস সেটিং এ E চিহ্ন আসে না। তাই বাশ প্রদান সম্ভব হইতেছে না অনেকেরই পক্ষে। আর চিন্তা নাই। সমাধান নিয়ে নিন।

কাজের ধাপ :
১/ sim টি mobile এ ভালোভাবে লাগান।
Mobile open করুন।
২/ Message option এ যান। P1 লিখে
5000 number-এ message send করুন।
তিনটি ফিরতি message আসবে। পরার
দরকার নেই।
৩/ Setting-এ যান, More-এ যান,
Mobile Networks-এ যান.
Access Point Name-এ যান,
Grameenphone-এ যান।
৪/ Mobile-এর নিচের থেকে option-এ
click করেন। New Apn নামের একটি
লেখা আসবে। সেটাতে click করেন।
একটা writable page আসবে।
সেখানে নিচের
মত করে পুরণ করুন।

Name : GP-MMS
APN : gpmms
APN Type : শুধু Default-এ ✔ চিহ্ন দিন।
Proxy : 10.128.1.2
Port : 8080
Username : কিছু করতে হবেনা।
Password : কিছু করতে হবেনা।
Server : কিছু করতে হবেনা।
MMSC : http://mms.gpsurf.net/servlets/
mms
MMS Proxy :10.128.1.2
MMS Port : 8080
MCC : 470
MNC : 01
Authentication Type : কিছু করতে হবেনা।
APN protocol : IPv4
APN roaming protocol : IPv4
APN enable/disable : ✔চিহ্ন দিন।
Bearer : Unspecified

এবার নিচে option-এ গিয়ে save দিন।
save করার সময় কোনো yes/no
confirmation
চাইলে yes দিয়ে save করুন।
এখন দেখবেন আপনার একটি নতুন APN
তৈরি
হয়েছে। এটির ডানপাশে দেখবেন select
করার
option আছে। ওখানে একটি click করে
select করুন।
Mobile restart করুন। কিছুক্ষণ
অপেক্ষা করুন।
6. Mobile-এর উপরে দেখুন Internet-এর
E চিহ্নটা এসেছে।

তো আর কি? এবার ধুমিয়ে বাশ দেয়া শুরু করুন। আর হ্যা..ফেসবুক ইউজ করার জন্য ডিফল্ট ব্রাউজার ইউজ করুন এবং ডাউনলোডের জন্য uc browser 9.0.2 ইউজ করুন।

এই trick-টি যে Mobile-
গুলোতে পরীক্ষিত :
Symphony Xplorer W85,
Symphony Xplorer W82,
Symphony Xplorer W35,
Symphony Xplorer W68,
Symphony Xplorer W60,
Symphony Xplorer W71,
Symphony Xplorer W70,
Walton Premo F2,
Walton Premo D2,
Walton Premo C2.

আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

samsung galaxy s5570i hoi na

Walton primo te hoi na.

ধন্যবাদ Misbah Mashu আমি এই সেটিং ব্যবহার করছি।

Level 0

samsung galaxy s dous হবে কি ?

symphony xplorer w35 set e opera mini official er jekono 1ta browser dia kivabe Free net chalabo. plzzz somebody help me……!!!!

আমি সফল হয়েছি Symphony Xplorer W35 এ।
MMSC : http://mms.gpsurf.net/servlets/mms প্রথমে লিখতে ভূল লিখছিলাম।

    @জোবায়ের রাসেল: আমারওতো এই একই সেট। তো আমারটায় হয়না কেন??

    @জোবায়ের রাসেল: আমার টায় E আসে কিন্তু কাজ হয় না। uc 9.0.2.299 version চালাচ্ছি।

Level 0

Bro symphony w32 te hoyna. UC 9.0.2 dia browse korte gele blank page ase but upore E chinno ase. Sobchaite boro mojar bepar ki sudhu twitter use korte pari…. Google eo dhokena. Please bro help me..

Level 0

vai walton primo h2 te hoy na pls help helpme

vaijan airtel a kivabe korbo pls janan

এজ সাইন এসেছে কিন্তু ব্রাউজিং বা ডাউনলোড করা যায় না। কোঁন ব্রাউজার ইউজ করবো? হ্যান্ডলার ইউজ করতে হবে? ডিফাল্ট ব্রাউজার, অপেরা মিনি, ক্রোম, ডলফিন, ইউসি একটাতেও কাজ হয় না। তবে ফেসবুক এপ দিয়ে ফেসবুক চলছে!

ভাইয়া আমি কয়েকদিন যাবত বাংলালিংকে ফ্রী নেট ইউজ করছি। কিন্তু দুইদিন যাবত এটা কাজ করছে না।
তাই এখন গ্রামীনে ট্রাই করলাম। কিন্তু E চিহ্ন আসে না। জেলীবিন 4.2.2 ওয়ালটন প্রিমো H2….please help me brother …..

Level 0

এর চেয়ে সহজ নিয়ম হয় না। সব কিছুই ঠিক ঠাক মতো করলাম। E সাইন আসে। ডিফল্ট ব্রাউজার দিয়ে ঢুকলাম । কিন্তু কাজ হল না। আমার w35 রুট করা। তারপরেও কাজ হল না। । কতই না চেষ্টা করলাম। ভাবলাম, এবার বুঝি হবে। পোড়া কপাল!!!!!!!!!