সুপ্রিয় টিউনার ভাইয়েরা আমার নতুন টিউনে আপনাদের স্বাগত জানাই । আজকের টিউনটি আমার আগের টিউনের আপডেট বলতে পারেন ।
যদি আপনি আপনার GALAXY TAB 2 GT-P3100 কে ইতিমধ্যে আপডেট করে ফেলেছেন বা করেননি এবং আপডেটের পরে রুট অ্যাক্সেস চাইছেন তাহলে আজকের টিউন শুধু আপনার জন্য ।
আমাদের যা যা লাগবে.........।
১. GALAXY TAB 2 GT-P3100 সাথে Android 4.2.2 ( GALAXY TAB 2 GT-P3100 কে কিভাবে Android 4.2.2 তে আপডেট করবেন তা দেখতে এই লিঙ্কে যান ।
২. Samsung Kies ডাউনলোড লিঙ্ক
৩. Odin ডাউনলোড লিঙ্ক
৪. রুট ফাইল ডাউনলোড লিঙ্ক
সবার প্রথমে আপনার ট্যাবে USB DEBUGGING enable করুন ।
Android 4.2.2 তে USB DEBUGGING enable করতে হলে আপনাকে DEVELOPER OPTIONS আগে আনলক করতে হবে, সেজন্য SETTINGS এ যান তারপর ABOUT DEVICE সিলেক্ট করুন ও সবশেষে BUILD NUMBER এর ওপর পর পর ৭ বার ক্লিক করুন ।
SETTINGS>>ABOUT DEVICE>> BUILD NUMBER (৭ বার)>>DEVELOPER OPTIONS>> USB DEBUGGING
এবার Odin ও রুট ফাইলকে extract করুন winrar বা 7zip ব্যবহার করে ।
Odin307.zip extract করলে নিচের মত ৪ টি ফাইল পাবেন ও রুট ফাইলকে extract করলে CF-Auto-Root-espressorf-espressorfxx-gtp3100.tar.md5 নামে একটি ফাইল পাবেন ।
এবার Samsung Kies ইন্সটল করুন । নিচের মত আসলে Unified Driver Installer এ ক্লিক করতে ভুলবেন না ।
এবার আপনার ট্যাবের Power Off করুন ও এবার ট্যাবটির POWER BUTTON + VOLUME DOWN BUTTON একসাথে এতে আপনার ডিভাইস স্ক্রিন নিচের মত আসবে
এবার VOLUME UP BUTTON চাপলে নিচের মত আসবে এবং আপনার ডিভাইস ডাউনলোড মোডে আসবে
এবার Odin3 v1.85.exe ফাইলটি Administrator Moode run করান ও Data Cable দিয়ে ট্যাবটি পিসির সাথে connect করুন । Connection ঠিক ভাবে হলে নিচের মত দেখাবে এবং মেসেজ বক্সে Added!! দেখাবে
এবার
১. PDA ট্যাবে ক্লিক করুন ও CF-Auto-Root-espressorf-espressorfxx-gtp3100.tar.md5 নামের ফাইলটির Path সিলেক্ট করুন ।
২. Auto Reboot ও F. Reset Time বক্সে মার্ক করুন ।
৩. Start ক্লিক করুন ।
ইন্সটল শুরু হলে আপনার ট্যাবের স্ক্রিনটি নিচের মত দেখাবে ও ইন্সটল progress দেখাবে
সব ঠিক হলে নিচের মত pass মেসেজ আসবে ।
এবার Device Disconnect করে Power On করুন । Root ঠিক ভাবে হলে আপনার Appliation মেনুতে SuperSU নামে একটি App আসবে , তার মানে আপনার Device Rooted ।
Root করার পরে আমার নিজের ট্যাব GT-P 3100
উপরের পদ্ধতিটি আমার পরীক্ষিত। তবু যা করবেন নিজ দায়িত্বে করবেন।
আমার আগের টিউন দেখতে এখানে ক্লিক করুন
ভাল লাগলে বা কোন সমস্যা হলে কমেন্ট করবেন । ফেসবুকে আমি
আমি nirjharmistry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ফোন টা GT-S6012 (GALAXY MUSIC DUOS), কিভাবে রুট করবো। প্লীজ হেল্প করুন