অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৩] :: Contract Killer 2, যারা শুটিং গেম পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটি গেম।

অ্যান্ড্রয়েড গেম

কেমন আছেন সবাই? ভালো থাকেন এই প্রত্যাশা সব সময় করি। টেকটিউন্সে পোস্ট করার পর সবার সাহায্য পেয়েছি এবং উৎসাহিত হয়েছি নতুন কিছু দেওয়ার জন্য। আপনারা সাথে থাকলে সব টিউনার ভাই বোনদের লিখার আগ্রহ বেরে যায়, তাই দয়া করে পোস্ট ভালো লাগলে কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃপণতা করবেন না।

আগে আরও ২ টা পোস্ট করেছি অ্যান্ড্রয়েড গেম নিয়ে ইচ্ছা হলে দেখে আসতে পারেন।

অ্যান্ড্রয়েড গেম [পর্ব ২]: Despicable Me: Minion Rush চরম মজার গেম, মজা না লাগলে MB ফেরত। 😀

অ্যান্ড্রয়েডের গেম [পর্ব ১]: Rayman Jungle Run, আমার দেখা অ্যান্ড্রয়েডের সেরা গেম। ফুল ডাউনলোড লিঙ্ক।

আজকে আপনাদের জন্য নিয়ে আসেছি অনেক মজার একটি শুটিং গেম। নাম Contract Killer 2 অনেকে হয়তো গেমটি পিসি তে খেলেছেন। এবার মোবাইলে খেলার পালা।

HD গেম যারা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে এই শুটিং গেমটি। আমি অনেক দিন খেলেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। গেমটির সাউন্ড এবং গ্রাফিক্স অসাধারন।

গেমটির কিছু সমস্যা আছে যেগুলো আপনাদের জানা দরকার।

  • ১) যাদের মোবাইলের মেমরি কম তারা খেলতে পারবেন না, কারন গেমটির জন্য প্রায় 1.5GB স্পেস দরকার। (ভয় পাবেন না, ডাউনলোড করতে হবে মাত্র ২৯৭ MB 😀 )
  • ২) RAM বেশি লাগে নইলে স্লো চলে (১ GB RAM ওয়ালা মোবাইলে ভালো চলে)
  • ৩) মোবাইলের চাইতে ট্যাবে খেলে মজা বেশি পাবেন।

ডাউনলোড লিঙ্কঃ

Contract Killer 2 APK Google Drive

Contract Killer 2 Data Google Drive

Torrent Link (দুঃখিত অন্যের লিঙ্ক দিলাম)

ডাউনলোড শেষ হলে ইন্সটল করার পালা,

  • ১) প্রথমে Contract Killer 2 v3.0.0 ফাইল টি Extract করে APK ফাইলটি ইন্সটল করুন।
  • ২) তারপর com.glu.contractkiller2 ফাইলটি Extract করে যে ফোল্ডার পাবেন সেটা কপি করুন এখানে SDCard/Android/obb (মনে রাখবেন Data ফোল্ডারে না! obb ফোল্ডার না থাকলে একটা বানিয়ে নিন)
  • ৩) এবার গেমটি চালান, প্রথমবার লোড হতে একটু সময় নেবে এবং তখনই আপনার মেমরি স্পেস দরকার হবে।

অল দ্যা বেস্ট 🙂

সমস্যা হলে অথবা এত বড় গেম শেয়ার করার দোষে আমাকে বকুনি দিতে নিচে মন্তব্য করুন। 😀

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন (আমি ফেসবুকে)

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

40-50 MB er Moddhe game thakle link deyen.

    Level 0

    @HYBRID CLONE: দেবো, তবে ভাই মজা বেশি পেতে হলে সাইজ একটু বড় হবেই।

Level 2

ধন্যবাদ

    Level 0

    @shaonx: আপনাকেও।

জটিল টিউন। চালিয়ে যান।

    Level 0

    @মোঃরিয়াজ উদ্দিন: ধন্যবাদ ভাই।

Level 0

আমার একটু সমস্যা হচ্ছে। আমি ঠিকভাবে ইনস্টল করেছি। গেমটা চালু করলে ডাটা এক্সট্রাক্ট হতে থাকে। ডাটা এক্সট্রাক্ট শেষ হলে গেমটা চালু না হয়ে আবারও প্রথম থেকে ডাটা এক্সট্রাক্ট হতে থাকে।

    Level 0

    @মঈন: আপনার ফোনের মেমোরি স্পেস কতো?

vai walton primo r2 te cholbe?phone memory 805mb r sd card 8gb

    Level 0

    @arif_nirjhor: অ্যাপ্স কি External মেমরিতে ইন্সটল দেওা যায়? যদি হয় তাহলে খেলতে পারবেন। আর যদি ফোন মেমরিতে ইন্সটল হয় তাহলে পারবেন না।

গেমটা খেলতেছি গত সপ্তাহ থেকে। সেই রকম মজা লাগতেছে খেলে

    Level 0

    @ইমরান খান: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।