আপনার অ্যান্ড্রয়েডের WiFi ম্যানেজ করুন দারুন ও চমৎকার একটি অ্যাপ FoxFi দিয়ে

টেকটিউনস এর সম্মানিত পাঠক ও সদসবৃন্দ .........সবাই নিশ্চিই ভালো আছেন। আজ নিয়ে এলাম একটি অসাধারন অ্যাপস শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের জন্য। আশা করি পছন্দ হবে ভালও লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই অ্যাপসটির দিকে...

foxfi-2

অ্যান্ড্রযেডের (Android) সবচেয়ে আকর্ষনীয় একটি ফিচার হচ্ছে ওয়াইফাই (WiFi) । কারণ, ওয়াইফাই (WiFi) এমনিতেই আমাদের দেশে সবার কাছে জনপ্রিয় এবং অনেক ক্ষেত্রেই উন্মুক্ত পরিলক্ষিত । হ্যাঁ, আজ আপনাদের জন্য এমনটি একটি অ্যাপ FoxFi পোষ্ট করছি যা অলরাউন্ডারের মতো কাজ করবে । এটি দিয়ে

  • ১. ইউএসবি ইন্টারনেট (USB Internet)- যারা ইউএসবি দিয়ে পিসি’তে ইন্টারনেট চালান,
  • ২. ব্লু-টুথ ইন্টারনেট (Bluetooth Internet)- যারা ব্লু-টুথ ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট চালান
  • ৩. ওয়াইফাই ইন্টারনেট (WiFi Internet)- যারা ল্যাপটপ অথবা স্মার্টফোনে হটস্পট তৈরী করে ইন্টারনেট চালাতে চান ।

উপরের তিনটি কাজই করা যাবে । আর অ্যাপটিও সাইজে অনেক ছোট । কোন প্রকার রুট করার দরকার নেই ।
অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন । ধন্যবাদ!

ইছে করলে আমার appstore থেকে ঘুরে আসতে পারেন

Level 0

আমি tariqul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফট-টি আমার কাছে আছে।সত্যি-ই কাজের একটি সফট। পোস্ট এর জন্য ধন্যবাদ

দারুণ!!!!!!! শেয়ারের জন্য ধন্যবাদ।

ওপেন করলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। কি করতে পারি বলুন। Force closed দেখায়।

vai foxfi ar ki dorkar hotspot on dile e to hoi

টেকটিউনে ইদানিং এইধরনের পোস্ট খুব বেরে যাচ্ছে। ভাই সফট তো দিলেন। কোনটা কিভাবে কাজ করাব তা তো দিলেন না। এই ধরনের সর্ট টিউনের কাম কি? আগে টেকটিউনে অনেক ডিটেইলস সহ পোস্ট হইত। আমার মত কম মগজের মানুষের জন্য ঐগুলো খুব উপকারী ছিল। কিন্তু এখন…… 🙁

সিমবিয়ান মোবাইল গুলোর জন্য একটা সফটওয়্যার ছিল নাম (wefi) http://wefi.en.softonic.com/symbian, এটার কয়েকটা কাজের মধ্যে একটা কাজ ছিল ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখা । এই রকম একটা অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যাপ অনেক দরকার ছিল । যদি পারেন তাহলে একটু দেখবেন ।