Primo X2 বাজারে আসার একদিন পরই সব চাইতে কম মূল্যের ডুয়েলকোর 3G স্মার্টফোন Primo D2 বাজারে আনলো WALTON.

Walton এর বর্তমান ফ্লাগশিপ প্রিমো X2 বাজারে ছাড়ার একদিন পরই Primo D2 নামে একটি স্বল্পমূল্যের ডুয়েলকোর  3G স্মার্টফোন বাজারে আনলো WALTON. যার দাম ধরা হয়েছে ৪৯৯০ টাকা।

মাত্র কয়েকদিন আগে Primo C2 নামে WALTON নিয়ে আসে বাংলাদেশের বাজারে সবচাইতে কম মূল্যের ডুয়েলকোর স্মার্টফোন মাত্র ৩৯৯০ টাকায়। যা স্বল্প বাজেটের স্মার্টফোন প্রেমীদের মাঝে ব্যপক সাড়া জাগায়। Primo C2 আরো বেশি সাড়া জাগায় এত কম মূল্যে OS হিসেবে Jelly bean 4.2.2 দেয়াতে। তবে ফোনটিত 3G সেবা ছিলনা। এ জন্য যাদের আফসোস, তাদের জন্য Primo C2 তে কিছু আপগ্রেড করে আনা হয় Primo D2. দাম ধরা হয় C2 এর চেয়ে ১০০০ টাকা বেশি, অর্থাৎ ৪৯৯০ টাকা।

Primo D1 এর তুলনায় Primo D2 তে শক্তিশালি প্রসেসর ও GPU দেয়া হয়েছে। কিন্তু D1 এর দাম ৫৯৯০ টাকা আর D2 এর দাম ৪৯৯০। কিন্তু কিভাবে সম্ভব?

মূলত Primo D2 তে কয়েকটা সেন্সর কমিয়ে দেয়া হয়েছে। Proximity sensor, Compass নাই, তাছাড়া GPS নাই, 4GB SD card ফ্রি দিবেনা। এগুলো সবই Primo D1 এর আছে।

সাধারন গেমিং এর জন্য Primo D2  অনেক ভালো হবে Primo D1 তুলনায়।

এই সেপ্টেম্বরেই টেলিটক এর পাশাপাশি 3G সেবা দেয়ার জন্য গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল হয়ত মাঠে চলে আসছে। এ জন্যেই হয়তো WALTON এর এমন প্রস্তুতি।

Primo C2 এর মূল আকর্ষনPrimo C2 এর মূল বিকর্ষন
1Ghz ডুয়েলকোর প্রসেররRam মাত্র 256 MB
Mali 400 GPURom মাত্র 512 MB
Jelly bean 4.2.23G পরিসেবা নাই
HD Video recording (1280x720)Rear camera 1.3 Mp
Antutu benchmark Score 7000+Proximity, light, magnetic field detector(Compass) এই  sensor গুলো নাই।
Front camera (support Skype video call)টিয়া রং এর সাইড বর্ডার।
Motion sensors: Accelerometer (3D)  GPS নাই।
Price: BDT 3990
Primo D2 এর মূল আকর্ষনPrimo D2 এর মূল বিকর্ষন
1Ghz ডুয়েলকোর প্রসেররRam মাত্র 256 MB
Mali 400 GPURom মাত্র 512 MB
Jelly bean 4.2.2
HD Video recording (1280x720)Rear camera 2 Mp ( C2 এর চেয়ে একটু আপগ্রেড)
Antutu benchmark Score 7000+Proximity, light, magnetic field detector(Compass) এই  sensor গুলো নাই।
Front camera (support Skype video call)GPS নাই।
Motion sensors: Accelerometer (3D)
3G পরিসেবা।
Bluetooth V4

Primo D2 তে কোন SD Card Free দেয়া হবেনা। সুতরাং আপনাকে ভালো মানের একটি SD Card কিনে নিতে হবে। আপনাকে Class 6 অথবা Class 10 মানের SD Card কিনতে হবে। আরো বিস্তারিত জানতে এই টিউনটি পড়ুনঃ

স্মার্টফোনের দুরন্ত স্মুথ গতির জন্য একটি মাইক্রো টিউন, কিন্তু গুরুত্বটা মেগা।

এ ছাড়া স্মার্টফোনের Sensor গুলো সম্পর্কে সহজে জানতে নিচের টিউনটি পড়তে পারেনঃ

আসুন, আপনার স্মার্টফোনের সেন্সর গুলোর কারসাজী সম্পর্কে একটু জেনে নেই।

WALTON Primo D2 এর Specification:

Price: 4,990 BDT

Operating System: Android 4.2.2 (jelly bean)

Processor:  Dual Core 1 GHz

GPU: Mali 400

Memory: 256MB

Storage space: 512MB

Call mode: Dual card dual standby

Network parameters

Network type: GSM + UMTS

Network band: GSM 900/1800MHz, WCDMA 2100MHz

Network speed: GPRS / EDGE, HSPA+

Screen parameters

Screen size: 3.5-inch HVGA

Resolution: (320*480) Pixels

External Memory: Support Micro SD card, up to 32GB

Camera

Rear camera: 2.0 Mega pixels

Front camera: VGA

Video recording: HD (1280x720)

Multimedia

Radio: Support with recorder

Battery Capacity: 1500mAh

Type: Lithium battery

Connectivity

WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2

Sensors:

Motion sensors: Accelerometer (3D)

Weight: 107.32g (with battery)

Dimension: 118.63 X 63 X 12.35 mm

এখন সিন্ধান্ত আপনার, ভালো থাকুন, নিচের টিউন গুলো না পড়ে থাকলে, পড়তে পারেন।

PRIMO X2 এর দাম ২৩৯৯০ টাকা নির্ধারিত হলো। যা কিনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে ৩০০০০ টাকার বেশি।

আপনার স্মার্টফোনের ক্যামেরায় বেশি Megapixel মানেই কি, বেশি ভালো ক্যামেরা?

আপনার স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশন এর পেছনে আছে নাকি কোন মন্দ দিক?

একটি মেগা টিপস, টাক মাথায় তাক লাগানো সমাধান

iphone, Samsung galaxy, Xperia, Motorolla, HTC, LG, Lumia, Walton, Symphony এবং অন্যান্য স্মার্টফোনে আচ্ছা করে স্ক্রীন প্রটেক্টর লাগাচ্ছেনতো?

 আপনার মাথায় কি স্মার্টফোন নামে ঘুন পোকা আছে? যা আপনার ক্ষতি করছে।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই চরম। এক সময় ৫/৬ হাজার টাকায় মোবাইল কিনতাম আর ভাবতাম ইশ!! যদি একটা স্মার্ট ফোন কিনতে পারতাম, কতই না ভাল হইতো। কিন্তু সমস্যা হইলো বাজেট। ১৫ হাজার টাকায় নোকিয়ার একটা স্মার্ট ফোন পাওয়া যেত, কিন্তু সত্যি বলতে নামে মাত্র স্মার্ট ফোন, পিডিএফও ঠিক মত পড়া যাবে না ঐটা দিয়ে। আর এখন ৩৯৯৯ টাকাতেই স্মার্ট ফোন, তাও আবার ডুয়েল কোর। মজা রাখি কই 😀
থাঙ্কস চায়না, থাঙ্কস ওয়াল্টন 🙂

Level 0

ভাই আমি walton primeo f2 নিয়েছি রাজশাহী থেকে ,আমাকে 4GB SD card দেই নাই,আসলেই কি মেমরি কার্ড ফ্রি ছিলো এই টার সাথে??????

    Level 0

    @Maruf CSE: মেমরি কার্ড হিসেবে আলাদা ভাবে দিবে না। সেট এর ভিতরে 4GB মেমরি থাকবে। স্টোরেজ থেকে চেক করে নেন।
    Memory: 512MB
    Storage space: 4GB
    http://waltonbd.com/products/mobile/walton-primo-f2

Level 0

Nice post. Thanks, keep it up.