আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আমার Sony Ericsson aino / U10i মডেলের একটি জাভা প্লাটফরমের ফোন আছে । ফোনটির মায়া ছাড়তে পারিনা । তাই এখনও Android এর পাশাপাশি আমি জাভা ব্যবহার করি । কিন্তু নেট ব্যবহারের জন্য সবসময় Android ব্যবহার করি । কখনও যদি jar ফাইল / জাভা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় Android ফোন থেকে ডাউনলোড করি । কিন্তু কিভাবে ?
১। খুব সহজ । ব্রাউজার ওপেন করুন । আপনি যে jar ফাইল / জাভা অ্যাপ ডাউনলোড করতে চান তার Download option এ গিয়ে প্রেস করে হোল্ড করুন । Open in new tab এ ক্লিক করুন । তাহলে new tab ওপেন হবে । new tab এর অ্যাড্রেস বার থেকে পুরো অ্যাড্রেস কপি করুন ।
২। এবার এখানে যান ।
৩। Archive converter অপশনে যান ।
৪। Convert to ZIP সিলেক্ট করুন ।
৫। Or enter URL of the file you want to convert to ZIP অপশনের নিচের ঘরে ঐ কপি করা অ্যাড্রেস ( ১ নং ) পেস্ট করুন ।
৬। Convert file এ ক্লিক করুন ।
৭। ডাউনলোড অপশন দিবে ,ডাউনলোড করুন ।
৮। জিপ ফাইল extract করে jar file পাবেন ।
সবাই ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এন্ড্রোয়েডে কি জাভা সাপর্ট করে?