আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আপনারা যারা নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী , তাদের জন্য জানা-অজানা কিছু বিষয় । আপনি হয়ত জানেন কিন্তু আপনাকে মনে করিয়ে দিতে আমার এ টিউন ।
contacts import and export : - আপনার ফোনে হাজারো contacts সেভ করা থাকে । আপনি এই contacts গুলো import এবং export করতে পারেন । ধরুন আপনি symbian / java ব্যবহার করতেন , বর্তমানে নতুন অ্যান্ড্রয়েড নিয়েছেন । এখন আপনার ঐ হাজারো contacts গুলো প্রয়োজন । আপনি কি করবেন ? আপনার symbian / java ফোনের ফোনবুক এ যান , backup phonebook / vcard অপশন থেকে সব contacts মেমোরি কার্ডে ব্যাকআপ নিন । মেমোরি কার্ডটি অ্যান্ড্রয়েড ফোনে তুলুন এবং import contacts অপশন থেকে ঐ contacts গুলো import করুন ।
ঠিক একই ভাবে অ্যান্ড্রয়েড ফোনে export অপশন থেকে আপনি contacts মেমোরি কার্ডে ব্যাকআপ রাখতে পারেন , কারন ভবিষ্যতে এটি আপনার কাজে আসবে ।
Google accounts এ contacts ব্যাকআপ রাখুন - আপনার Google accounts / gmail accounts এ contacts ব্যাকআপ রাখুন । তাহলে contacts import and export করার প্রয়োজন হবে না । Accounts and sync setting থেকে gmail accounts এ sync Contacts এ টিক দিন । ব্যাস , সব contacts পেয়ে যাবেন ।
আপনার প্রিয় / সবচেয়ে দরকারি contact টি Home স্ক্রিনে রাখুন -
হাজারো contact এর মধ্যে কয়েকটি contact হয়ত প্রতিদিন / প্রতি মুহূর্ত দরকার হয় । ঐ contact টি Home স্ক্রিনে রাখুন । Home স্ক্রিনে প্রেস করে কিছুক্ষণ হোল্ড করুন । এবার Shortcuts-Contact- Contact select করুন ।
কোন contact এডিট , massaging , gmail ইত্যাদি করার জন্য contact টি তে প্রেস করে কিছুক্ষণ হোল্ড করুন । অপশন গুলো পাবেন ।
গোপন কীবোর্ড symbols -
massaging এর সময় কীবোর্ড এ . (ডট) এ প্রেস করে হোল্ড করুন , গোপন কীবোর্ড symbols দেখতে পাবেন , প্রয়োজনীয় symbols সিলেক্ট করুন ।
Delivery reports বন্ধ করা -
বারবার delivery report দেখতে না চাইলে অপশন থেকে delivery reports অপশন এর টিক তুলে দিন ।
User dictionary তে নতুন শব্দ যোগ করুন -
অনেক Word থাকে যা ফোন dictionary তে নেই । কিন্তু বারবার আপনার ঐ Word টি/ গুলো প্রয়োজন হয় ।
setting- Language and keyboard setting- User dictionary- অপশন থেকে Add , এখানে নতুন শব্দ যোগ করুন ।
Content filtering-
প্লে স্টোরে লক্ষ লক্ষ অ্যাপ আছে । সবগুলো আপনার প্রয়োজন নাও হতে পারে । তাই আপনার প্রয়োজনীয় অ্যাপ গুলো প্লে স্টোর থেকে ফিল্টার করুন ।
Play store - setting - Content filtering ( বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ) ।
বিভিন্ন Google accounts এর অ্যাপ কিভাবে আপডেট করবেন ?
আপনার হয়ত একাধিক gmail accounts আছে , যা থেকে আপনি অ্যাপ ডাউনলোড করেছেন । তাহলে খুব সহজে কিভাবে ঐ Google accounts এর অ্যাপ গুলো আপডেট করবেন ?
Accounts and sync setting থেকে gmail accounts গুলো সর্বপ্রথম add করুন । এরপর প্লে স্টোরে যান , সেটিং থেকে এক এক করে account সিলেক্ট করে প্লে স্টোরে লগ ইন করুন । my app এ যান । যে অ্যাপ এর আপডেট প্রয়োজন , আপডেট নিন ।
আপনার ফোন কে Wi-Fi রুটার হিসেবে ব্যবহার করুন ।
Wireless and network setting -Tethering and portable hotsopt - Portable Wi-Fi hotspot এ টিক দিন ।
Portable Wi-Fi hotspot setting - Configure Wi-Fi hotspot- Network SSID -থেকে আপনি Wi-Fi hotspot এর নাম পরিবর্তন করতে পারেন । এখান থেকে Security পরিবর্তন করতে পারেন । Wi-Fi hotspot password protect করার জন্য WPA2 PSK সিলেক্ট করুন এবং আপনার পছন্দ মত password দিন ।
আপনারা চাইলে এই বিষয় নিয়ে পরবর্তীতে আবার লিখব এ আশায় শেষ করলাম । ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks…