এই টিউন টা তাদের জন্য যারা CHAINFIRE 3D ইন্সটল করতে গিয়ে সমস্যার সম্মুখিন হয়েছিলেন ।
গতকালের টিউনে অনেকেই ফালতু টিউন বলে কমেন্ট করেছেন । ধন্যবাদ কমেন্ট করার জন্য । কিন্তু টিউনে দেয়া ছিল যে আমি Symphony W20 তে এটা টেস্ট করেছি এবং আজ পর্যন্ত CHAINFIRE 3D চালাচ্ছি । আমার কোনও সমস্যা হয় নি । যাই হোক যাদের সমস্যা হয়েছে তারা নিচের পধতি অনুসরন করতে পারেন ।
For CWM Recovery :
01. turn off your device .
02. Power on + Vol up চেপে ধরে রাখুন ।
03. যে অপশন আসবে টা থেকে wipe data/ factory reset সিলেক্ট করুন । এটা আপনার ঠিক করতে পারে । আসলে যদি মোবাইল ওপেন না হয় বা bootscreen এ থেমে যায় তাহলে এটাই হল সমাধান ।
For TWRP Recovery :
01. আপনার মোবাইল অফ করুন ।
০2. Recovery Mode এ অন করুন । (Power on + Vol up/down এর মত কোনও কিছু
হবে)
03. যে অপশন আসবে টা থেকে wipe data/ factory reset সিলেক্ট করুন । এটা আপনার ঠিক করতে পারে । আসলে যদি মোবাইল ওপেন না হয় বা bootscreen এ থেমে যায় তাহলে এটাই হল সমাধান ।
কি হলো না হলো তা কমেন্ট করে অবশ্যই জানান ।
আমি ItzChinmoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami symphony w 65 use kori. kal apner post pore try korte gea Lamar phone nosto hoicilo . cwm mood a reset Kore kono kaj hoine. customer care theka solve Kore nia aschi. vai akta onurodh a vabe kawke bipode felben na.