যারা CHAINFIRE 3D ইন্সটল করতে গিয়ে সমস্যার সম্মুখিন হয়েছিলেন তাদের জন্য সমাধান

এই টিউন টা তাদের জন্য যারা CHAINFIRE 3D ইন্সটল করতে গিয়ে সমস্যার সম্মুখিন হয়েছিলেন ।

গতকালের টিউনে অনেকেই ফালতু টিউন বলে কমেন্ট করেছেন । ধন্যবাদ কমেন্ট করার জন্য । কিন্তু টিউনে দেয়া ছিল যে আমি Symphony W20 তে এটা টেস্ট করেছি এবং আজ পর্যন্ত CHAINFIRE 3D চালাচ্ছি । আমার কোনও সমস্যা হয় নি । যাই হোক যাদের সমস্যা হয়েছে তারা নিচের পধতি অনুসরন করতে পারেন ।

For CWM Recovery :

01. turn off your device .

02. Power on + Vol up চেপে ধরে রাখুন ।

03. যে অপশন আসবে টা থেকে wipe data/ factory reset সিলেক্ট করুন । এটা আপনার ঠিক করতে পারে । আসলে যদি মোবাইল ওপেন না হয় বা bootscreen এ থেমে যায় তাহলে এটাই হল সমাধান ।

For TWRP Recovery :

01. আপনার মোবাইল অফ করুন ।

০2. Recovery Mode এ অন করুন । (Power on + Vol up/down এর মত কোনও কিছু
হবে)

03. যে অপশন আসবে টা থেকে wipe data/ factory reset সিলেক্ট করুন । এটা আপনার ঠিক করতে পারে । আসলে যদি মোবাইল ওপেন না হয় বা bootscreen এ থেমে যায় তাহলে এটাই হল সমাধান ।

কি হলো না হলো তা কমেন্ট করে অবশ্যই জানান ।

Level 0

আমি ItzChinmoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ami symphony w 65 use kori. kal apner post pore try korte gea Lamar phone nosto hoicilo . cwm mood a reset Kore kono kaj hoine. customer care theka solve Kore nia aschi. vai akta onurodh a vabe kawke bipode felben na.

Level 0

@sajib4s ভাই আজ থেকে রুট ইউজার দের জন্য আর এখানে পোস্ট করব না সিধান্ত নিয়েছি । ধন্যবাদ।

Level 0

sajib vai amio same customer care e diye aschi, jani na thik hobe kina. boroi bipode porchi ai betar post follow koira.

ভাই গতকাল থেকে বিভিন্ন ওয়েব সাইট ঘোরা-ঘোরি করেও কোন লাভ হয়নি। অকেজ একটা প্লাস্টিকের টুকরো হয়ে আছে। দেখতে কি যে বিরক্ত লাগছে। ভাঙ্গতেও পারছি না। কি অপরাধ যে করেছিলাম, ধীর্ঘ ২বছর ধরে টেকটিউনস এর অভিজ্ঞতায় কখনো এমনটি হয়নি।

পরিশেষে বলিঃ আপনার উপরের প্রক্রিয়াটি শুধু CWM রিকভারির জন্য, একি জিনিস ২বার কপি হয়েছে, এছারা আমার রিকভারি মেনু এই রকম দেখতে না।

    Level 0

    @টেকনোলজিষ্ট: Vai apni bolar por amar phone e install kora Chainfire 3D uninstall kore amar post e deya chainfire 3D install korlam . Amar W20 te somossa hoi ni . Kintu Apnar W35 e somossa holo . Nijer kache nijeke oporadhi mone hocce . Mobile thik korte parle janaben . Ar akta kotha — Apni ki data/factory reset korechen ?

      @ItzChinmoy: নিচে Obak HRIDOY ভাইয়ের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনাকে টিউনে সতর্ক করা উচিত ছিল। কারন আমার w35 জেলিবিন, হয়তো সে কারনেই ব্রিক হয়েছে।

      আপনি যা করেছেন তা হয়তো ইচ্ছাকৃত ভাবে করেননি। কিন্তু এটাও মনে রাখবেন- কোন কিছু সম্পূর্ণ না জেনে টিউন করবেন না, আপনার মোবাইলে প্রক্রিটি সফল হয়েছে বলে অন্যেরটা নাও হতে পারে অথবা টিউনে উল্লেখ করে নিবেন ”প্রকিয়াটি সম্পন্ন করতে যেয়ে কোন রকম ক্ষয়ক্ষতি সাধিত হলে আমি দায়ী নই”

সবার জন্য একটা Warning …. ChainFire 3D জেলিবিন এ Install দিলে ফোন অবশ্যই ব্রিক করবে। ।।।।

Level 0

ChainFire 3D niye june er diye ekta tune hoye cilo, sekha sei vai jelly bean a install korte mana kore cilen. eita apnar tuner kotha onujaye kaj kore, mobile take nosto kore; then oi tune ta choke porlo. ki karone je install dite gelam.walton primo c2 te ” wipe data/ factory reset ” kore kono kaj hoina. jodi paren kivabe ekta set er original firmware backup niye poro bortite flash dite hoi, oita niye please ekta tune korun. etai onekeri upokar hobe. 🙁 janina set ta thik hobe kina. test user hisebe android a join korcilam. kintu suru tei….

Level 0

amar symphony w68 er lancer uninstall kore felsi ekhon phone on korte partesina help chai. please help me.

    Level 0

    @monzil.tpi: Uporer system e data reset korun tahole solve hoye jabe.