কম দামি স্মার্টফোনের জায়গা টা বেশ ভালোই দখল করে বসেছে সিম্ফনি। স্বল্প মুল্যে দিচ্ছে হাজারো সুবিধা। তেমনই একটি সেট হলো সিম্ফনি w35। কম টাকায় অনেক সুবিধা দিলেও সেট টির একটা কমন প্রব্লেম হলো সেট টি অল্পতেই বেশ গরম হয়ে ওঠে। এজন্য খুব অস্বস্তি লাগে অনেকের কাছেই। মুলত দূর্বল হার্ডয়ার এ জেলিবিন দেয়ার কারনে এমন টা হয়। সব সেটই কম বেশী গরম হলেও এই সেট টা স্বাভাবিকের চেয়ে গরম হয় অত্যন্ত বেশী। যাই হোক এই গরম হয়া থেকে খুব সহজেই রেহায় পাওয়া যায় যার ট্রিক্স রয়েছে আপনার সেটেই। এই উপায়ে গরম আগের তুলনায় কম হবে। প্রথমে সেটিংস থেকে battery অপশনে যান। তারপর সবার উপরের অপশন টিতে টিক চিহ্ন দিন। এরপর থেকে দেখবেন আপনার সেট কম গরম হবে।
ট্রিক্স টি হয়ত জানা অনেকেরই তবুও শেয়ার করলাম নতুন দের জন্য। আজ তাইলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।