Google Play Store থেকে পিসিতে Android Apps নামাতে পারেন না ? আমি শিখিয়ে দিচ্ছি (Great Tune but Simple Trick !!)

আসসালামু-আলাইকুম,

সবাইকে শুভেচ্ছা  ।

বেশ কিছু টিউন করলাম Android নিয়ে । এর মধ্যে Paid গুলো আপলোড করা লিঙ্ক আর ফ্রীগুলোর লিঙ্ক দিয়েছি Google Play Store থেকে ।

কিছু ভাইয়ের সমস্যা হয়েছিল, অনেকেই পিসিতে Android apps নামান । কিন্তু Google Play Store হতে পিসিতে তো apps নামান যায় না । তাই অনেক ভাই Apps নামাতে পারেন না ।

তাদের কথা চিন্তা করেই এই টিউনটি করতে বসলাম ।

তো কাজ শুরু করি...

প্রথমে এখান থেকে Real APK Leecher নামিয়ে নিন...

এবার সফটওয়্যারটি Install করে নিন ।

এমন একটা জিনিস আসবে...

http://3.bp.blogspot.com/-3meP4IBD6IE/UBKsn5ETKnI/AAAAAAAAQjQ/eI7DgPtcw4U/s1600/d.png

আপনার Gmail Account দিন । Password দিন ।

Android Device ID তে কি দিবেন ???

হ্যাঁ, আপনাকে *#*#8255#*#*  তে ডায়াল করতে হবে । তারপর এমন আসবে...

http://3.bp.blogspot.com/-eTZf_zgb07c/UUN7skcWCoI/AAAAAAAAA8c/250_kF5UP38/s320/android-device-id.png

লাল চিহ্নিত কোডটি-ই আপনার Android Device ID

এরপর Login করুন ...  আর ইচ্ছামত ডাউনলোড করুন ...... ......

http://2.bp.blogspot.com/-WtOGN-8W4BI/UBKsqM-zOOI/AAAAAAAAQjg/0WfEwKnU-BQ/s1600/fddf.jpg

http://2.bp.blogspot.com/-V1zqF2-7J_U/UBKsrsRJXUI/AAAAAAAAQjo/NGgTz8rI3zg/s1600/sd.jpg

এই হল আমার ট্রিক ।

কিছু পরামর্শঃ

==> এই কাজের জন্য নতুন Gmail Account খুলে নিন । এতে আপনি নিরাপদে থাকবেন ।

==> পিসিতে Java ইন্সটল থাকতে হবে ।

==> "lib" ফোল্ডার ডিলিট করবেন না...

==> সবার ক্ষেত্রে এই পদ্ধতি কাজ নাও করতে পারে । সেক্ষেত্রে এই পদ্ধতি অবশ্যই কাজ করবে ( ইন-শা-আল্লাহ )

আপনাদের কাজে আসলে আমার এই টিউন করা সার্থক । ভাল-মন্দ কমেন্টে জানাবেন... ধন্যবাদ...

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুকরিয়া 🙂

Level 0

THANKU

Idm দিয়ে নামানো যাবে?

Level 0

ওপেন করলে Error while connecting to server দেখায়

কাজের টিউন @ ধন্যবাদ

আমার device id Null show (W125) করে। What will i do?

Level 2

পুরান জিনিস। আর এর থেকেউ অনেক সহজ উপাই এ প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাই।

Level 0

ওপেন করলে Error while connecting to server দেখায়। ভাই download হয় না। ভাই solution আছে ?

    @kadircuet: বুঝলাম না, এমন হচ্ছে কেন । আপনি আরেকবার ট্রাই করুন । আর জাভা ইন্সটল আছে ??

    Level 2

    @kadircuet: @kadircuet: আপনি মনে হই জিপি ফ্রী নেট ব্যবহার করছেন। তাই হচ্ছেনা।

Level 0

Black Dragon bro amartateo download hosse na,java installed,

@ black dragon: ভাই আমার সেট রুট করা। সেট লক হয়ে গেছিল। ফ্যাক্টরি রিসেট করার পর এই prob.

এটা দিয়ে কি Paid Apps ও নামানো যাবে?

Level 0

ভাই টিউন টা সম্পূর্ণ কপি পেস্ট করা, আপনি নিজেই ডাউনলোট করতে পারেন নি। এটা আমার দৃঢ় বিশ্বাস তার প্রমান দেখেন এই লিঙ্কে-
http://forum.xda-developers.com/showthread.php?t=1539375
ধন্যবাদ

    @SahiD: ভাই আপনি কি জানেন কপি-পেস্ট কি ?? হয়ত জানেন না । তার জন্যই একটা ইংলিশ ব্লগ দেখিয়ে বললেন আমি কপি-পেস্ট করেছি । একটা সফটওয়্যার-এর টিউটোরিয়াল অনেক ব্লগেই দেয়া থাকে । তাই বলে এটা কি কপি-পেস্ট ???

    আর আপনার ডিভাইসে কাজ হয়নি ?? তাহলে টিউনের শেষের লাইনটা দেখুন… আপনিও পারবেন ।

    ধন্যবাদ আপনাকে…

Level 0

ভাই কিছু মনে নিবেন না, যদি আপনি কোন অ্যাপস ডাউনলোড করে থাকনে তাহলে দয়া করে প্রমানে দেখান না ভাই।
ধন্যবাদাত

W71 handset root korar system ta janale khub e valo hoto…. 🙁

Level 0

@ taufique707 ভাই আপনার W71 এ আস্তে মানে ২-৩ ভলিউমে গান শুনলে কি সাউন্ড আপডাউন করে? হেডফোন ছাড়া।

Level 0

vai ~lib’ folder mane ki?

Level 0

vai java insall ki soft dia korbo. plz dont mind. ami andriod new user.

Level 0

apni nije download kore setar screenshot die post update korun…………